![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমানে উড়তে তিরিশ মিনিট,
এত কাছে তবু দুর।
বিলকুল নেই পাসপোর্ট ভিসা,
সীমানা চেনে না সুর।
সীমানা চিনি না আছি শাহবাগে,
আমার গিটারও আছে।
বসন্ত আজ বন্ধুরা দেখো,
গণদাবি হয়ে বাঁচে।
বাঁচো গণদাবি, বাঁচো গণদাবি,
আসল বিচার চাই।
যার যা পাওনা তাকে সেটা দাও,
গণদাবি একটাই।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
অরন্যযাত্রী বলেছেন: গানটি এখানে
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
প্রত্যাবর্তন@ বলেছেন: +++++্
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
তানজিনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++ সুন্দর
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
ফকির সাইঁ বলেছেন:
ভাল লাগছে
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
এসএমফারুক৮৮ বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
অরন্যযাত্রী বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই।