![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার নওতো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো,বেদনার মতো নয় রঙা
জীবনের সব কথা নয়,আমি জীবনটাকেই বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সেতো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো
শেষ বিকেলের ছায়ায় নিয়ে
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলির আলো আঁধার কেও নিয়ে সাথে এদুজনা
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।মন ছুঁয়ে গেল!!!
তারপর কী হল...
আর জানি না...!!!
++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এত সুন্দর লেখেন কি করে ???
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ বাঁধন
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ আরমান।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
তানজিনা ইয়াসমিন বলেছেন: অথর্ব, আপনি শিরোনাম পড়েন নাই
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
একজন আরমান বলেছেন:
হে হে।
কান্ডারি ভাই ধরা খাইয়া গেছেন।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০
যাযাব৮৪ বলেছেন: ভালো লাগা নেন
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
যাযাব৮৪ বলেছেন: আপনার ফেবু তে এ্যড মারছি
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
তানজিনা ইয়াসমিন বলেছেন: বুঝলাম না যাযাব৮৪
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
shfikul বলেছেন: +++
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
তানজিনা ইয়াসমিন বলেছেন: ফ্রেন্ড রিকোয়েস্ট?
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ shfikul
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন সঙ্গীত প্রেমীর চমৎকার শেয়ার , ভাল লাগলো ।
সামুতে আপনার পথ চলা মসৃণ হোক , শুভ কামনা রইল ।
(আপনার ব্লগে প্রথম এলাম , একটু চা- টা হবে ?
)
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
তানজিনা ইয়াসমিন বলেছেন: ব্লগে স্বাগতম
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই পড়েছি কিন্তু শূন্য কোন দল কি সেটাই জানিনা ভেবেছি এটা শিরোনাম । তাই ধরা খাওয়ার কিছু নাই।
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
একজন আরমান বলেছেন:
@ কান্ডারী অথর্বঃ
হা হা হা।
লাইন ঘুরাইয়েন না।
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
যাযাব৮৪ বলেছেন: হ্যা
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
ChayapuruSH বলেছেন: ++++++++++