নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন যা ভাল লাগে

তানমিম সিকদার

তানমিম সিকদার › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম বিকেল ..

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:১৪




এইযে আরেকটা বাতাস এসেছে !!
বাতাসগুলো থেমে থেমে আসছে । আমি ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি । ছাদটায় রেলিং নেই । আসেপাশের সবদিক গাছপালায় ঘেরা । আষাঢ় মাস এর বিকেলের আকাশে এতটা সৌন্দর্য লুকিয়ে আছে তা জানা ছিল না । আজ কি মনে করে মাদুর আর হুমায়ুন আহমেদ এর " কবি " বইটা নিয়ে ছাদে এলাম কে জানে । বই ছাদে এনে নতুন এক পৃষ্ঠাও পড়া হয়নি । যতবারই পড়া শুরু করি ততবারই একটা দমকা বাতাস এসে মাথা এলোমেলো করে দেয় । চারদিক থেকে চড়ুই আর শালিকের গান ভেসে আসছে । কিছু টুকরো মেঘ পশ্চিম আকাশ থেকে উত্তরের দিকে যাচ্ছে । মেঘের ফাক দিয়ে পশ্চিমের রুপালী আকাশ দেখা যায় । গাছপালার আড়ালে চলে যাওয়ার কারনে সূর্যটাকে আর দেখা যাচ্ছে না । বাতাস এর বেগ আরও বেরেছে । কিছু কাক এসে পরিবেশটা খারাপ করে দিল । শুধু কা কা শব্দ করে । অনেক মোটা কণ্ঠ । আচ্ছা কাককে আমাদের এত অপছন্দ কেন ?
গায়ের রঙ এর কারনে নাকি গলার স্বর এর কারনে ? নাকি দুইয়ে মিলিয়েই অপছন্দ । তাহলে আমরা কি বর্ণবাদী নই । নাকি অপছন্দ করার অন্য কোন রহস্য আছে ।
কাককে আমার শুধু অপছন্দই নয় বরং কাক দেখলে আমার অনেক ভয় হয় । এখন মনে হচ্ছে একটা কাক এসে আমার চোখে আঘাত হানবে । এইরকম মনে হওয়ার কারন কি ??

উত্তর ও পশ্চিম আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইতিমধ্যে । মাগরিবের আজান ভেসে আসছে দূর থেকে । শালিকের কলকাকলী আরও বেরেছে । কাক তেমন একটা ডাকছে না । বাতাসটা হালকা হয়ে এসেছে । তবে এর মুগ্ধতা কমেনি একটুও । আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে । চারপাশ অন্ধকার হয়ে আসছে । মনে হচ্ছে বৃষ্টি নামবে ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫

আখেনাটেন বলেছেন: ভালো ভাবনা। ভালো লাগলো পড়ে। আমাদের সকলেই মনেই কিছুটা বর্ণবাদী সত্তা বিরাজ করে। তীব্র হলেই সমস্যা।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫২

তানমিম সিকদার বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: আরো একটু লিখতে পারতেন.........ভালো।

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২০

তানমিম সিকদার বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.