![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোটেল থেকে দুপুরের খাওয়া শেষ করে বের হলাম বাসায় যাওয়ার জন্য । একটু সামনেই একটা ময়লার ভ্যান । দুইজন লোক ময়লা থেকে পলিথিন বেছে বের করছে । তাদের সাড়া শরীরে ময়লা লেগে আছে । বলতে গেলে তারা ময়লার ভেতরে ডুবে আছে । তাদের ক্রস করে আমি বাসায় যাচ্ছি । ঠিক ওই মুহূর্তেই রাস্তার অপর পাশের আরও দুইজন মানুষের ওদেরকে নিয়ে বলা কথা আমার কানে স্পষ্টত ভেসে এলো । এক জনের কথা ঠিক এরকম ছিল .. .
" এতক্ষন কি করতাসে শালারা, গন্ধে এলাকা ভইরা গেসে , যায় না কা শালারা , , , , , , , "
আমি বাসায় চলে এলাম । চলে আসার সময় একটা ব্যাপার অনেকবার মাথায় ঘুরছিল । আমরা সোশ্যাল মিডিয়াতে নানারকম মানুষের পেছনের গল্প পড়ে একটা মতামত অথবা শেয়ার দিয়ে আসি । কারো সুখ, দুঃখ অথবা কারো জীবন সংগ্রামের গল্প দেখে একটা স্যাড অথবা লাভ রিয়াক্ট দিয়ে আসি । ফেসবুকে জিএমবি আকাশ এর পেইজ এর পোষ্ট পড়ে হাজার হাজার লাইক আর শেয়ার দিয়ে আসি । বাস্তবে ওই ভালবাসার একটুও কি আছে তাদের জন্য আমাদের ।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
তানমিম সিকদার বলেছেন: হুম
২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭
মুমু পাখি বলেছেন: আপনার যায়গা থেকে যেটুকু করেছেন মানে এমনকি এই লিখাটুকু আপনান ক্ষনিকের অনুভুতি টুকুও আমার মনুষ্যত্বএর বাহক। তবে আমাদের শুধু লিখা আর অনুভুতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কাজে নামতে হবে। যদি কাজে নামতে না পারেন বিভিন্ন সংস্থা রয়েছে তাদের আর্থিক ভাবে সহায়তা করুন, বাকীটা কাজটা তারাই করে দেবে। তবে ভাই যাদের জন্য লিখেছেন বা যে বিষয়ে লিখেছেন তাদের নিয়ে কাজ যে হচ্ছেনা তা নয় আসলে, ভেবে দেুখন ১ টাকায় আহার, বা ভাত ব্যাংক এর কথা, তরুন সমাজ এগিয়ে এসেছে এবং আসবেও সামনে। তবে সেগুলি হয়তো সেভাবে সংবাদ হচ্ছে না, সেই আপনার কথায়ই বলতে হয় বিদেশ ফেরৎ উচ্চ শিক্ষিত ধনাড্য কেই ডিএসএলআর হাতে ফেরীওয়ালা হলে তা অনেক দিন সোস্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে কিন্তু আপনার এই লেখা বা তদ্রুপ লিখা স্থান পায়না। তবে কি জানেন ব্রো, এই লিখা লিখির যায়গা গুলো আমাদের আরো অলস আর ঘরকুনো করেছে, লিখেই সমস্ত দায় এড়িয়ে যাই আমরা।
৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
জে আর সিকদার বলেছেন: বেশ ভালো বলেছেন @ মুমু পাখি।
৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১
মৌমুমু বলেছেন: মুমু পাখি চমৎকার মন্তব্য করেছেন।
মন্তব্যের সাথে একমত।
খুব ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬
চিটাগং এক্সপ্রেস বলেছেন: অনলাইনে আছে অফ লাইনে নেই ।