![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমন সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে একজন পদ্মবিলের পদ্ম না ছিড়ার জন্য প্রতিবাদ জানিয়ে পোষ্ট করলেন । তার ভাস্যমতে, যারা বিভিন্ন পর্যটন স্পটে যেয়ে সেখানকার পরিবেশ নস্ট করে, তারা হচ্ছে হায়নার দল । এছারা তিনি একটি ভিডিও ও পোষ্ট করেছিলেন । সেখানে দেখা যায় একটা ছেলে আর একটা মেয়ে দুই আঁটি পদ্ম নিয়ে ফিরেছে । সেখানে যেয়েই সে ( প্রতিবাদকারী ) হাতে একটি ক্যামেরা নিয়ে, সানগ্লাস পড়ে খুব জোরদার প্রতিবাদ করছে । প্রতিবাদের ভাষ্য ছিল, " ফুল ছিড়েছে কেন, এখন ফুলের আঁটি তাকে দিয়ে দিতে হবে " এরকম ধরনের । ছিড়ে ফেলা ফুল কি সে আবার জোরা লাগানোর জন্য চেয়েছিল কিনা কে জানে । এমনিতেই কি কারনে তার ফেসবুক প্রোফাইলে একটু ঢু মারলাম।
স্ক্রল করে দেখতে পেলাম, ১০-১২ দিন আগেই সে একটা পদ্মবিলে গিয়েছিলো সেই পোষ্ট । সেখানে স্বয়ং তার নিজের হাতে পদ্মের বড় আঁটি নিয়ে ৩-৪ টি ছবি দেওয়া । আবার ফুল হাতে একটি ছবিতে ক্যাপশন দেওয়া " তোমার জন্য " । তাহলে আসল বড় হায়নাটা কে ?
কিছুদিন আগে লঞ্চে করে ভোলা থেকে ঢাকা আসছিলাম । লঞ্চে দেখি মনপুরা ঘুরতে যাওয়া একটা গ্রুপও ঢাকায় আসছে । তারা ইচ্ছা মত নদিতে পানির বোতল, চিপ্সের প্যাকেট ফেলছে । দুই তিনজনের চেহারা চিনে রাখলাম একটা ব্যাপার পরিক্ষা করার জন্য। তারপর ওই ফেসবুক গ্রুপে তিন-চার দিন ধরে মনপুরা সম্পর্কিত নতুন পোষ্ট এর আসায় বসে ছিলাম এবং তাদের দেওয়া পোষ্ট পেয়ে গেলাম খুব সহজেই । পোস্টের নিচে একটা লাইন ছিল এরকম, " কোথাও ঘুরতে গেলে পরিবেশ নোংরা করবেন না । দেশটা তো আমাদেরই, আপনি আমি দেখভাল না করলে, দেখভাল করবেটা কে "।
আপনি নিজেই তো নদিতে চিপ্সের প্যাকেট ফেললেন, তার মানে নদী পরিবেশের অংশ নয়, নাকি দেশের অংশ না?
এই লেখা এই দুইজনকে নিয়ে হাসি তামাশা করার জন্য নয় । এমন আমরা অনেক শত লোক আছি প্রতিদিন প্রতিনিয়ত পরিবেশ নোংরা করে যাচ্ছি । আমি এখনও ঝালমুড়ি খেয়ে কাগজটা রাস্তায় ফেলে দেই। কিন্তু সেই আমি যদি এখন পরিবেশ নোংরা না করা নিয়ে প্রতিবাদ করি, তাহলে কেমন দেখায় ?
ওই গ্রুপে প্রতিদিনের প্রতিটা পোস্টের নিচে পরিবেশ নোংরা না করার কথা বলা হয়ে থাকে । কিন্তু সেই তারাই ঘুরতে গিয়ে পর্যটন স্পট নোংরা পায় । ঘুরতে তো যায় তারাই । ব্যাপারটা অনেকটা এইরকম, যে ধর্ষণ করেছে, সে ই আবার ফেসবুকে এসে ধর্ষণের প্রতিবাদ করলো ।
** এটা পরিবেশ পরিস্কার রাখার জন্য কোন প্রতিবাদমূলক পোস্ট না । শুধুমাত্র মুখশধারি প্রতিবাদি বানরদের জন্য প্রতিবাদ ।
-- ছবি - গুগোল থেকে সংগৃহীত
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: নদী বা পুকুরের পানিতে চুবাইতে মন চায়!
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
শরিফুল ইসলাম (ফরহাদ) বলেছেন: নিজেরে কাটিয়া আমি নিজেরেই গড়ি।
এ যেন তার স্বরুপ
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা বলার জন্য বলে। সামাজিকতা বা আনুষ্ঠানিকতা আর কি।