নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লঘু বুদ্ধির লঘু মানব!

তন্ময় সাগর

ব্যাক্কল কথন!

তন্ময় সাগর › বিস্তারিত পোস্টঃ

কথপোকথন!

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১১

- কেমন আছো?
- আছি।
- আচ্ছা।
- হঠাৎ। কী মনে করে।
- এমনিই। কারন ছাড়া।
- তাই।
- হায়দার ভাইয়ের খবর পেলে?
- এ নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না।
- স্যরি।
- তোমার স্বভাবটা পাল্টালো না পূর্নেন্দু।
- স্বভাব তো! তাই।
- জরুরী কিছু বলার না থাকলে রাখতে চাই।
- সব কথাই তো জরুরী। জানতেও চাইলে না কেমন আছি!
- তোমার ভাল থাকবারই কথা।
- সব জেনে বসে আছো দেখি।
- আগের মতই রয়ে গেলে৷ রাখি।
- না। প্লিজ।
- বল।
- হায়দার ভাই আর আসবেন না৷
- তোমাকে কে বললো?
- আমি জানি।
- জানবাই তো।
- হায়দার ভাই-ই বলেছে।
- বিশ্বাস করি না।
- তোমার ব্যাপার সেটা।
- তবে, হায়দার ভাই-ই বলেছে।
- বেশ। জানলাম।
- খারাপ লাগছে?
- হাসালে।
- বাহ!
- রাখি।
- না। প্লিজ।
- হুম।
- আমি খবরটা বলতে চাইনি।
- ভাল করেছো।
- কী জানি।
- তুমি তো কিছুই জানোনা। কখনোই কিছু জানতে না৷
- এভাবে বল না। প্লিজ।
- আজ কেন আসছো এসব জানাতে। বলতে। তোমার সাথে আমার সব, সেই কবেই চুকে গ্যাছে। আর কখনোই কল করবে না পূর্নেন্দু। তুমি আমার কাছে সেই কবে থেকেই মৃত। আজ হায়দারও গেলো।
- শান্ত হও।
- আমি শান্তই আছি। পুরুষ মানুষ চিনেছি বহু আগেই।
- প্লিজ।
- বয়স তখন কতটুকুই বা ছিলো আমার! ছেড়ে চলে গেলে। কী দায়িত্ব বোধ। কী ভালবাসা!
- এ ছাড়া আর কিছু করার ছিলো না।
- খবরদার। একদম চুপ। একটা কথাও আর বলবে না।খবরদার।
- রাখি।
- রাখবাই তো এখন। কাপুরুষ কোথাকার। লজ্জা করে না আমাকে কল করতে!
- ভুলতে পারি না যে।
- হা হা হা। হাসালে।
- বিশ্বাস করলে না।
- যেদিন চলে গেলে সেদিন থেকে আর কাউকেই বিশ্বাস করি না। পুরুষ মানুষ কে তো একদমই না। তোমার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বুঝতে পেরেছো নিশ্চয়।
- হুম।
- তোমার খবর দেয়া হয়ে থাকলে রাখি এখন। অনেক কাজ বাকি আমার।
- আমাকে ক্ষমা করেছো?
- আবার!
- মানে?
- এই এক ন্যাকামো আবার শুরু করলে৷
- খারাপ লাগে তো।
- তোমার আবার খারাপ লাগা! হাহ।
- আমি তবুও বলে কয়ে সরে গেছি। তোমার হায়দার কী করলো?
- জানাই ছিলো৷ তাই অবাক হইনি। কষ্ট পাওয়ার তো প্রশ্নই আসেনা।
- তুমি জানতে!
- বারে। জানবো না। যেদিন তুমি জীবনের সবচে কঠিন সংকটে ফেলেছিলে, সেদিন থেকেই জেনে গেছি পুরুষ মানুষ কী জিনিস। হায়দারের সাথে এটা আমার মিউচুয়াল। হায়দার আমার প্রকৃত বন্ধুই। কিন্তু তুমি একটা আস্ত অমানুষ।
- আস্তে। আস্তে। কথাগুলো বুঝে উঠতে দাও।
- কেনো। বাংলায় বলছি। বুঝতে পারছো না।
- হুম। বোঝার চেস্টা করছি।
- তুমি একটা অমানুষ। কী ভেবেছিলে? জলে হাবুডুবু খাবো!
- তা হবে কেনো।
- তাই তো চেয়েছিলে।
- তা কেন চাইবো।
- চেয়েছিলেই তো।
- কখনোই না।
- তোমার লজ্জা করেনা আমার সাথে কথা বলতে।
- করে। তবুও বলি।
- তোমার আবার লজ্জা! হাসালে।
- প্লিজ।
- অনেক কথা হয়েছে। রাখতে হবে৷ আর কল দেবেনা কখনোই।
- ও।
- কোন কথাই তো রাখতে পারো না৷ তোমার মত ফালতুরা কখনোই কোন কথা রাখতে পারে না৷ কল দিতে মানা করলাম। এটা রাখার চেস্টা কর।
- রাখবো।
- ভরসা করিনা।
- এভাবে বলনা মায়মুনা।
- কিভাবে বলবো তাহলে!
- আর কখনোই কল পাবে না।
- তোমাকে বিশ্বাস করি না।
- ওকে। কর না।
- সেদিনের পর থেকে।
- হুম।
- রাখি।
- ভাল থেকো।
- সে নিয়ে তোমায় ভাবতে হবে না।
- ওহ।
- কথাটা মনে রেখো। দিন পাল্টেছে।
- হ্যালো। হ্যালো..... হ্যালো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

হাবিব বলেছেন: এতো অভিমান???

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.