নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

প্রেমের টিপস ২: কবিতা ও প্রেম!!

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

প্রেমের টিপিসঃ ১ এর লিঙ্কঃ Click This Link


প্রেমের টিপস: ২ (কবিতা ও প্রেম)

কবিতা ও প্রেম দুইটা একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। কোন মেয়েকে প্রেমে ফেলাইতে হইলে অবশ্যই কবি হইতে হবে। কবি হইতে হবে বলে আপনাকে যে সত্যিকারে কবি হইতে হবে সেইটা বলি নাই। আপনাকে কৌশল করে আপনার শুধু ফিউচার প্রেমিকার কাছে কবি হইলেই চলবে। এরকম ভ্রাম্যমাণ কবি হবার জন্য আপনার যেই জিনিষটা আপনার লাগবে সেইটা হচ্ছে গানের লিরিক্সের উপর দক্ষতা। তাইলে আপনি মনে করতে পারেন যে আপনি আপনার প্রেমের ক্ষেত্রে ১ ধাপ এগিয়ে। নিচে কিছু উধাহারন দেয়া হলো।

• যদি আমি বাংলা গানের কথা বলি তাইলে অবশ্যই সেই গান অনেক পুরানো হইতে হবে অথবা খুবই অপরিচিত ব্যান্ড বা গায়কের/গায়িকার হতে হবে। কারন কোন ভাবে যদি এইগান পরে কোথাও শুনতে পায় তাইলে আপনার খবরই আছে। আর বাংলা লিরিক্স এর জন্য আপনি এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন http://www.lyrics71.com . নিচে একটা উধাহারন দেয়া হল

যখন মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা
টিপ টিপ বৃষ্টি,
জেনো আমি পাশে তোমার একসাথে ভিজছি!

যখন সুর্য দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল,
জেনো আমি পাশে তোমার তোমায় দেখছি!

যখন ছায়া ঘেরা সবুজ বন
হাতছানি দিয়ে ডাকে নিবিড়ে,
জেনো আমি পাশে তোমার হাত ধরে হাঁটছি!

যখন বাতাসের ঘ্রাণ চমকে থাকে
এক দমকা খুশিতে
জেনো আমি পাশে তোমার চোখে জল হাসছি!

এই গানটা ওয়ারফেজ ব্যান্ডের অবাক ভালোবাসা এ্যালবাম থেকে নেয়া।খুব কম মানুষই জানে এই গানটার ব্যাপারে। তাই খুজে খুজে এরকম টাইপ এর গানই ব্যবহার করতে হবে। কিন্তু তাই বলে পুরা গান একসময়ে শুনায় দিবেন না।

প্যারা ১: হঠাত করে যদি বৃষ্টি শুরু হয় তখন একদম উপযুক্ত সময় এই গানের ১ম প্যারাটা ব্যবহার করার।

প্যারা ২: যখন অনেক রোদ থাকবে ধরেন সিএনজি অথবা বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেক হতাশ হয়ে যাবে তখন আপনি ২য় প্যারার ব্যবহার করবেন।

প্যারা ৩: যখন আপনি একা থাকবেন তখন এই গানের এই ৩ লাইন ব্যাবহার করবেন।

প্যারা ৪: যখন কেউ আজাইরা কারনে মনে খারাপ করবে যেমন ধরেন পরীক্ষায় ১০০ তে ৯২ পাবে তখন।

• এবার আসা যাক ইংরেজি গানে। ইংরেজি গান কপি করা অনেক সোজা কারন এই গানের পরিধি এতো বেশি যে এই গান কপি করলে ধরা খাবার চান্স নাই বললেই চলে। তাই একটু বুঝে শুনে একটা ভালো গান দিয়ে নিজেকে বিশাল কবি হিসাবে পরিচয় দিতে পারবেন। একটা উধাহরণ নিচে দেয়া হলো।

I see forever when I look in your eyes
You're all I've ever wanted
I always want you to be mine
Let's make a promise to the end of time
We'll always be together
And our love will never die

I've looked for you all of my life
Now that I've found you
We will never say good-bye
Can't stop this feelin'
And there's nothing I can do
'Cause I see everything
When I look at you

So here we are face to face and heart to heart
I want you to know we will never be apart
Now I believe that wishes can come true
'Cause when I see my whole world
I see only you

কিন্তু একটা জিনিষ আপনাকে খেয়াল করতে হবে, সেইটা হচ্ছে নিজে একটু এডিট করে নিতে হবে নাহলে আপনার ধরা খাবার অনেক সুযোগ থাকবে। আর গাঙগুলা সিলেক্ট করতে হবে কিন্তু স্থান এবং সময় বুঝে।

• আর আরেকটা উপায় হচ্ছে গুগোল এর সাহায্য নিয়ে। এইটা হিন্দি গানের ইংলিশ মানে সার্চ দিয়ে বের করতে হবে, এইটা হচ্ছে সবেচেয়ে নিরাপদ উপায়ে কবি হওয়া। আর এইটায় ২টা সুবিধা আছেঃ এক কবি হওয়া আর আরেকটা হচ্ছে নিজে থেকেই বলা যায় যে নিজেই এইটা ইংরেজিতে বঙ্গানুবাদ করছি, তাতে মেয়ের কাছে নিজের ইংরেজির উপর দক্ষতারও একটা পরিক্ষা দিয়ে দেয়া হয়। আর আগেই বলছি মেয়েরা ভালো স্টুডেন্ট ছাড়া প্রেম করে না।

With You only, I've found peace
You are the one who is my love
With You only, my life is attached
Your memories are a little incomplete
My breath is just half complete
What is this wetness in the eyes

My heart started saying
After coming near, don't go away
Let me touch, these lips of Yours
Make me a part of Your breath

Let me make You mine
Let me steal You from Yourself
Let me hide You inside me, Madam
Let me have one blessing from God
That You become my beloved
Your gaze be there on me, Madam

I shall die, I won't be able to live without You
I won't be able to tolerate the sadness of separation
My love is calling You
Your memories are a little incomplete
My breath is just half complete
What is this wetness in the eyes
In the moonlit night, come into my embrace

Come take me into Your arms
Reside me in Your dreams
My heart started saying
After coming near, don't go away
Let me touch, these lips of Yours
Make me a part of Your breath


এই গানটা Nautanki Saala মুভির মেরা মান গানটা। কিন্তু কে বলতে পারবে এইটা হিন্দি গানের নকল। আশা করি এই পন্থা অবলম্বন করলে আপনার জীবনে প্রেম আসুক না আসুক আপনি নিজেকে একজন কবি হিসাবে পরিচিতি পেতে পারেন। (চলবে)

ফেসবুক লিঙ্কঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.