![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৭ সালের রোজার অথবা কুরবানীর ঈদের সময় আমার এক ছোট ভাই ফোন দিয়ে বলে,
- তুমি এক্ষণই এনটিভি ছাড়ো।
- কেনো?
- নাটকের ছেলেটার সাথে তোমার ১০০% মিল আছে।
টিভি ছেড়ে দেখি অপূর্ব আর মিথিলার একটা নাটক হচ্ছে, ওই নাটকে অপূর্ব তার এক ফ্রেন্ডকে শিখাচ্ছের কিভাবে মেয়ে পটাতে হয়। এর আগে এবং পরে অনেকবার অনুরোধ ও আসছে যে মেয়ে পটাতে যাতে তাদেরকে আইডিয়া দেই। তাই আজকে থেকে চিন্তা করলাম আমরা একটা প্রতিভার কিছুটা বিকাশ করি।
টিপস ১:
আমাদের ছেলেদের মধ্যে একটা জিনিষ অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে ফ্রেন্ডের প্রেমে পড়ে। এইটা অবশ্য কোন দোষের না, কিন্তু এইটার সাফল্যর হার অনেক কম, কারন এইটা যদি প্রথম ২ মাসের মধ্যে প্রেমে পরিনত করা না যায় তাইলে এইটা ৪ বছর পরও মেয়ের কাছে এইটা ফ্রেন্ডশিপই থাকে। এমনকি কপাল খারাপ থাকলে ওই মেয়ের বিয়ের সাক্ষীও হইতে হতে পারে। তাই ফ্রেন্ডের প্রেমে পরলে যা করার ২ মাসের মধ্যেই করতে হবে। কি কি আপনি করতে পারবেন এইটা নিচে দেয়া হল।
• যেহেতু আপনি ওই মেয়েকে পছন্দ করেন তাই আপনি ওই মেয়ের খুঁটিনাটি যেই ব্যাপার গুলাতে ছেলেদের দরকার হয় সেই ব্যপার গুলাতে সাহায্য করেন। যেমনঃ ফটোকপি, ফ্লেক্সিলোড, এসাইংমেন্ট করা, আচার কিনে দেয়া, চটপটি খাওয়া একসাথে।
• মেয়ের যদি গাড়ী থাকে তাইলে দুর্ভাগ্য, আর তা নাহলে প্রত্যেকদিন মেয়েকে তার বাসা পর্যন্ত পৌছায় দেয়া উচিৎ। যদি মেয়ের বাড়ী নিউ মার্কেট আর ছেলের উত্তরা হয় তারপরও, কারন এইটা মেয়েদের খুব পছন্দের একটা ব্যপার। এইটা করলে ২টা সুবিধা পাও্য়া যায়।
১) ট্র্যাফিকের কারনে ওই মেয়ের সাথে বেশি সময় কাটানোর সুযোগ আর
২) ফেরত আসার সময় ফোনে মেয়ের সাথে কথা বলা।
• নিজেকে একজন ভালো স্রোতা হিসাবে গড়ে তুলতে হবে, কারন বেশিরভাগ মেয়েদের পেটে কোন কথা থাকেনা তাই তারা শেয়ার করার জন্য পাগল হয়ে যায়। আর তারা শেয়ার করার জন্য ছেলেদেরকেই বেশি প্রাধন্য দিয়ে থাকে। আর ভালো স্রোতা হইতে হবে কারন, মেয়েদের বেশিরভাগ বেশিরভাগ কথাই হচ্ছে অপ্রয়জনিও অথবা আজাইরা। যেমনঃ আজকে কোন ডেইলি সোপের নায়িকা কোন কানের দুল পরছে(আরে ভাই সিরিয়াল দেখিনা সেইখানে কানের দুল কিভাবে দেখবো), অথবা তার ভাগ্নীর ফ্রেন্ড কোন রঙের শাড়ি পড়ে প্রোফাইল পিকচার দিছে।
•অন্য কোন ছেলে ফ্রেন্ড যাতে বেশি কথা বলার সুযোগ কম পায় সেইদিকে খেয়াল রাখতে হয়।
• প্রেমে ফেলানোর আগে পর্যন্ত কোনভাবেই ঝগড়া করা যাবেনা।
• আর এইপ্রেম যদি ভার্সিটি লেভেলে হয় তাইলে আপনাকে অবশ্যই ভালো সিজিপিএ অদিকারী হইতে হবে, কারন মেয়েরা খারাপ স্টুডেন্টের সাথে ফ্রেন্ডশিপ করেনা।
• মেয়ের মোটামুটি এক জেনারেশনের সব সদ্যসের জন্মতারিখ, বিবাহ বার্ষিকী অথবা কিছু ক্ষেত্রে মৃত্যুদিবস ও কৌশল করে জেনে নিতে হবে।
• তার জন্মদিন, ভাইবোনের জন্মদিন আর বাবা-মা এর বিবাহ বার্ষিকেতে অবশ্যই উপহার দিতে হবে।
এতকিছু করার পরও যদি মেয়ে না পটে তাহলে বুঝতে হবে ওই মেয়ে তার বাবা-মা এর কথামতো বিয়ে করবে অথবা আপনাকে কোন ভাবেই পছন্দ করতে পারতেছেনা। তাইলে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরের প্রজেক্টে কাজ শুরু করা।
(চলবে)
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
হেল কিচেন বলেছেন: হ্যা ভাই অনেক চালাক হয়ে গেছে।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
এস কাজী বলেছেন: লল। পুরনো ঔষধ। নতুন কিছু দেন। আর নিউ মার্কেট থেকে উত্তরা পৌঁছাতে পৌঁছাতে প্রেম কেন বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে সেটাও দুয়েক বছর বয়সী হয়ে যেতে পারে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
অপু তানভীর বলেছেন: নাটকের নাম এক্স ফ্যাক্টর !

এখন আর এই টিপসে কাম হয় না ! মেয়েরাও ঠিক ঠিক বুঝে ফেলে যে আপনে তাদের পটানোর চেষ্টায় আছেন