নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

বিয়ের কথাবার্তায় সাবধানতা।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

আমার এক ছোট ভাই পাপ্পু ঢাকার ধানমন্ডিতে একটা ফ্লাট ভাড়া করে থাকে, ভালো একটা চাকরীও করে। নাটোরে তার ফ্যামিলিরও ভালো যায়গা জমিও আছে। যাকে বলে পারফেক্ট ইলিজিবল ব্যাচেলর। কিছুদিন ধরে আবার তার আর বাড়ীওয়ালার চার মেয়ের এক মেয়ের সাথে ইশারায় কিছু ইস্টিপিস্টি চলতেছে। এইটা দেখে বাড়িওয়ালী একদিন পাপ্পুকে দাওয়াত দেয়। উনার ইচ্ছা হচ্ছে যদি মেজো মেয়েটাকে পাপ্পুর কাছে ঘোছায় দিতে পারে। তাই খাওয়া দাওয়া শেষ করে পাপ্পুকে জিজ্ঞেস করে।
- আচ্ছা পাপ্পু, তোমার মা-বাবারা কেমন আছে? ঢাকায় আসার কোন প্লান আছে নাকি?
- হ্যা খালাম্মা, আব্বা-আম্মা ভালোই আছে। সামনের মাসে একবার আসতে পারে।
- উনাদেরকে আমাদের সালাম দিও।
- হ্যা খালাম্মা দিব।
- আচ্ছা তুমিতো একা একা এতো বড় বাড়ীতে থাকো, সমস্যা হয় না তোমার? খাওয়া-দাওয়াতেও তো সমস্যা হয়। আর বয়সতো কম হইলো না, তোমারও তো কিছু চাহিদা আছে। কি বলো তুমি?
- না না খালাম্মা, আমার কোন কিছুতে সমস্যা হয় না, আমার বুয়াই আমার সব চাহিদা পুরন করে দেয়।(সরল মনে পাপ্পুর উত্তর)
এইটা শুনার পর বাড়িওয়ালী কোন কথা না বলে রাগে গজ গজ করতে উঠে চলে যায়। পাপ্পু কিছুই বুঝতে পারে না। একটু বসে সেও তার ফ্লাটে চলে আসে। একটু পরে সে জানতে পারে, তাকে জামাই বানানোতো দূরে থাক তাকে ১ মাসের নোটিশ দিছে যাতে তারাতারি বাসা খালি করে চলে যায়।
গতকাল আমার কাছে এসে বলতাছে, ভাই বলতে পারেন "আমি ভূল কইছিলাম"?
আমি ও শালা পুরাই স্পীকার হয়ে আছি।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: শুধু বিয়ের কথাবার্তায়ই নয়, সব ধরণের কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা সমীচীন।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

হেল কিচেন বলেছেন: একটু মজা করে বললাম

২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪

মানবী বলেছেন: হাসির মাঝে কষ্ট করে মন্তব্য করছি! B-)


জনহিতকর মজার পোস্টের জন্য ধন্যবাদ হেল কিচেন!

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫০

হেল কিচেন বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: খাইছে!! এমনটা হইলে তো ব্যাপক সমস্যা। ;)

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১০

হেল কিচেন বলেছেন: আবার জিগায়।

৪| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১

রক্তিম ভালবাসা বলেছেন: সুপার ব.।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

হেল কিচেন বলেছেন: ধন্যবাদ!!!

৫| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৯

ওমেরা বলেছেন: কথার ব্যপারে সব সময়ই সংযমী থাকা ভাল ।

৬| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: না না খালাম্মা, আমার কোন কিছুতে সমস্যা হয় না, আমার বুয়াই আমার সব চাহিদা পুরন করে দেয় B-) =p~ :P

৭| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

শেয়াল বলেছেন: =p~ খিকজ

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯

হেল কিচেন বলেছেন: খিকজ

৮| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: খায়রুল আহসান ভাই বলেছেন,শুধু বিয়ের কথাবার্তায়ই নয়, সব ধরণের কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা সমীচীন।
এইটাই ঠিক কথা।

৯| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শীট! আমি কত আশায় ছিলাম এরকম কিছুর। কিন্তু আংকেল আমাকে ভাড়াটিয়ার বাইরে আর কিছুই ভাবতো না...

১০| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

বিলকিছ৫৩৯২ বলেছেন: ধন্যবা।

১১| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

কানিজ ফাতেমা বলেছেন: ফাষ্ট মুডের শ্রোতা............ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.