![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসে, বিচিত্র সব সমস্যা নিয়ে লোকজন আসে।
একজন নতুন সিনিয়র লেভেলের রিক্রুট, তিনি আসছেন এক কমপ্লেইন নিয়ে
- এই জায়গায় চাকরি করা যাইবো না তন্ময় ভাই।
- কেনো?
- একটা মোবাইলের সিম দিছেন, আপনাদের আগের কলিগ ইউজ করতেন মনে হয়, সেই মোবাইলে ঘন্টায় ঘন্টায় নানান নাম্বার থেকে ফোন আসে।
- আসুক, বলে দিবেন যে আপনি অন্য লোক।
- বলছি রে ভাই, তারপরো একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে “মধু খাওয়া শেষ, এখন পাত্তা দিতে চান না, তাই না? সব পাওয়া শেষ তো, তাই আমাকে এ্যাভয়েড করছেন। আপনাদের পুরুষ জাতটাই খারাপ আসলে”।
- হেহে এই অবস্থা।
- আরে তন্ময় ভাই, আপনি হাসেন আর আমি আছি এক জ্বালায়, আমারে ফোন করে যা বলার বলুক, আরেকজন দিনে রাইতে আজব আজব সব এসএমএস করে, বাসায় এসএমএস আসলে ভয়ে অস্থির হয়ে পড়ি, কোনো মতে যদি আপনার ভাবী টের পায়, কি চিন্তা করবো বলেন?
- এসএমএসে কি লেখা?
- অশ্লীল কথাবার্তা লেখা তন্ময় ভাই, সবতো আপনাকে বলাও যাবে না, একজন লিখে “আগুন লেগেছে, আজ রাতে নিভিয়ে দাও এসে” – আরে হারামজাদী আগুন লাগলে ফায়ার ব্রিগেডরে খবর দে, আমার কাছে কি? আরেকজনের কথা শুনেন, লিখছে “আই লাভ ইউ, আই লাভ ইউ টু”। নিজেই আই লাভ ইউ কয়, আবার নিজেই কয় আই লাভ ইউ টু। কোন লেভেলের মানুষজন এইগুলা।
- হাহা
- আপনি কিছু একটা করেন তন্ময় ভাই, দরকার পড়লে এই সিম আপনি নিয়া যান আর আমারে আপনার সিমটা দেন।
- আমার সিমের অবস্থা যে ভালো কিভাবে বুঝলেন?
- বুঝা যায় তন্ময় ভাই, এট লিস্ট আপনারে কেউ আই লাভ ইউ, আই লাভ ইউ টু লিখবো না।
২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৪
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: হাহাহা...ভালো বিড়ম্বনাই বটে!
৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:০০
লিংকন১১৫ বলেছেন: বুঝা যায় তন্ময় ভাই, এট লিস্ট আপনারে কেউ আই লাভ ইউ, আই লাভ ইউ টু লিখবো না
সেই মজা পেলুম ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০০
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম!