![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস থেকে বাসায় আসার সময় বউ প্রায় প্রতিদিন ফোন দেয়, কথাগুলা এরকম হয়
"আজকে গরুর মাংস রান্না করছি, বাইরে থেকে কিছু খেয়ে আইসেন না"
"শুনেন আজকে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করতেছি, আপনার জন্য কি কসাই এর সময় একটু উঠায় রাখবো।"
"আজকে রুই মাছ রান্না করছি, আপনার জন্য ২ পিচ বেশি করে ভেজে রান্না করছি"
"আচ্ছা আজকে শৈল মাছ রান্না করছি, আপনাকে কি ডিম ভেজে দিলে হবে? আর না হলে আপনি বাইরে থেকে খেয়ে আসেন। আর খবরদার গুরুর চাপ খাবেন না, আপনার ইউরিক এসিডের প্রবলেম আছে।"
সত্যি বলতে এরকমভাবে আমি আমার মা কেও আমার বাবার যত্ন নিতে দেখি নাই। যেইটা আমার বউ আমার প্রতি করে।
আসলে আমি বিয়ে নিয়ে মজা করে অনেক স্ট্যাটাস দেই, এমনকি বিবাহিতদের মৃতো বলি, আসলেই বিয়ের পর একটা ছেলে মানুষের মৃতু হয় আর একটা পুরুষ মানুষের জন্ম হয়। সেই জন্মের জননী বলা যায় নিজের স্ত্রী কে।
২| ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
বিমান দর্শন বলেছেন: ভাই পড়ে ভালো লাগল কিন্তু একটা বিষয় জানতে চাই , আমি ব্লগে নতুন কিন্তু আমার লেখা এখন ও প্রথম পাতায় ছাপা হচ্ছে না কেন ? ওখানে লেখা আছে তিন দিন পর ছাপা হবে । অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না ।
৩| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩
আরণ্যক রাখাল বলেছেন: আপনি কি নতুন বিয়ে করছেন, ভাই?
৪| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩
আরণ্যক রাখাল বলেছেন: আপনি কি নতুন বিয়ে করছেন, ভাই?
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৬
হেল কিচেন বলেছেন: পৌনে তিন বছর
৫| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৭
মিঃ আতিক বলেছেন: আপনার পোস্ট পড়ার পর অনেক ছেলে মানুষ শিগ্রই আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে।
৬| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভাইতো বৌ নিয়ে বেজায় সমস্যায় আছেন মনে হয়! হা হা হা।
বৌ নিয়ে কয়েকটা পোষ্ট কিন্তু তাইই বলতেছে
৭| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৬
রায়হান চৌঃ বলেছেন: ভাই মনে হয় বউ কে নিজের মা বাবার সাথে রাখেন না.... মা বাবার সাথে রাখেন দেখবেন অনলাইন এর ষ্টাটাস টা ই বদলে গিয়াছে
২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
হেল কিচেন বলেছেন: আমি মা-বাবার সাথে থাকি। চাইলে আমার ফেসবুকে এড করতে পারেন।
৮| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯
মোস্তফা সোহেল বলেছেন: বউ না থাকলে বৌয়ের মর্যাদা কেউ কি বুঝবে?
২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
হেল কিচেন বলেছেন: না বুঝবে না।
৯| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫
গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: ভালো লাগলো লেখাটা। ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৭
হেল কিচেন বলেছেন: ধন্যবাদ।
১০| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫০
জুন বলেছেন: "আজকে গরুর মাংস রান্না করছি, বাইরে থেকে কিছু খেয়ে আইসেন না"
আর খবরদার গুরুর চাপ খাবেন না, আপনার ইউরিক এসিডের প্রবলেম আছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সকালে শুনেছি আজকে শিং মাছ রান্না হবে। বিকালে তিনটা সমুচা সাবার করলাম। বাসায় এসে শুনি দুই সপ্তাহর বেশি ফ্রিজে পড়ে ছিল তাই গরুর মাংস রান্না করেছে। অফিস টাইমে জরুরী প্রয়োজন ছাড়া ফোন দিলে বিরক্ত হই বলে বউ ফোন দেয় নাই। এখন সমুচা হজম হওয়ার অপেক্ষায় আছি