নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

পুরাই বিনোদন !!!

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮

মন খারাপ? বিনোদনের অভাব? বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে পাঁচ মিনিট চোখ কান খুলে রাখলেই বিনোদন গ্যারান্টেড।
না মানে ইয়ে, চোখ বন্ধ রেখে, শুধু কান খুলা রাখলেই হবে।
একদিন অফিসের কাজে ধানমন্ডি গেছি, কাজ শেষ করে দাঁড়িয়ে মোবাইলে ফেসবুক গুতাচ্ছি, পেছনে ভদ্রমহিলারা বসে আড্ডা দিচ্ছেন, সেখান থেকে কথা কানে আসছে
- গতোকাল যে রোশনী মারা গেলো জানেন? এইটাই সন্দেহ করছিলাম। চোখের পানি আটকাইয়া রাখতে পারি নাই। আমার শ্বাশুড়ি ও অনেক কাঁদছে।
- আহারে, মেয়েটার অল্প বয়স, খুব কষ্ট পেয়ে মরছে, এতো খারাপ, এতো জঘন্য অত্যাচার কেউ করে?
আমি মনে মনে ইন্নালিল্লাহ পড়ছি, কম বয়সী একটা মেয়ে কষ্ট পেয়ে মারা গেলো, আল্লাহ তুমি তাকে বেহেশত নসীব করিও আল্লাহ। একটু পর শুনি
- তবে ভাবী, সমীর এমনি এমনি ছেড়ে দিবে না। দেখবেন পরের পর্বে কি করে, সমীর কিন্তু জেদী ছেলে।
এতোক্ষন বাংলা সিরিয়ালের আলাপ করছিলো; কার জন্য ইন্নালিল্লাহ পড়লাম।
আরেকদিনের ঘটনা, দুপুরে ঐ স্কুলের সামনের দাঁড়িয়ে আছি, যথারীতি মহিলারা নিজেদের মধ্যে আলাপ করছেন
- আপনার ভাই খুব ভালো লাগায় ভাবী, একদম মাঝবরাবর লাগাইতে পারে।
- আসলে?
- সিরিয়াসলি, কিভাবে যে পারে, আমিতো বলছি, তোমার বিয়ের আগেও লাগানোর অভ্যাস ছিলো। জানেন না ভাবী, একদিন ও আমার সাথে চ্যালেঞ্জ করছে, ৫০০ টাকার চ্যালেঞ্জ, ঘর অন্ধকার করে চোখ বন্ধ করে দিছি, তারপরো ঠিক ঠাক লাগাইছে, একবারেই ঠিক মাঝখানে।
- বলেন কি, যাহ বিশ্বাস হয় না। আমরাই তো লাগাইতে পারি না ঠিকমতো, লাগাইতে গেলে ডাইনে বামে হয়।
- আমি কাজের বুয়ার হেল্প নেই। ওকে বলি শক্ত করে আমার মাথার পেছনটা ধরে রাখ যাতে না নড়তে পারে, তারপর আস্তে করে লাগাই, তখন গিয়ে ঠিক হয়।
- হিহি, মাঝে মাঝে মনে হয় শুধু টিপ লাগানোর জন্য বিউটি পার্লার থেকে কাউকে হায়ার করি।
গলায় টিপ দিয়া মাইরালা, আমারে না – মহিলা গুলাকে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: :)

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: বলেই দিছেন পুরাই বিনোদন। আমি কি আর কমু।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

ইফতি সৌরভ বলেছেন: B-) :D :-B ইন্নালিল্লা .... আস্তাগ...... চরম বিনুদুন

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫০

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: :P

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

সাদাত তানজির বলেছেন: হা হা হা...
মজা পাইলাম...

৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: ব্যাপক বিনোদন B-)

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩

করুণাধারা বলেছেন:
এই মহিলারা শীত, বরষা আর প্রচণ্ড গরমের মাঝে প্রতিদিন এভাবে ৫/৬ ঘন্টা বসে থাকে, যাতায়াতের দুর্ভোগ তো আছেই। তাদের জীবনে একমাত্র চাওয়া সন্তানের জি পি এ ফাইভ, একমাত্র বিনোদন সন্ধ্যায় কিছুক্ষন টিভি দেখা। এদের জন্য আমার কষ্ট হয়।

তবে আপনি যেভাবে।লিখেছেন, না হেসে পারলাম না।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

হেল কিচেন বলেছেন: ধন্যবাদ

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

সিফটিপিন বলেছেন: :) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.