![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউ এর চিৎকার শুনে ডাইনিং রুমে ছুটে এলাম। ডাইনিং রুমে এসে দেখি সে তার মোবাইলটা ধরে আতংকিত চোখে আমার দিকে তাকিয়ে আছে।
জিজ্ঞেস করলাম, “কি হয়েছে?”
বউ বলল, “তন্ময়, আমাদের বেড রুমে একটা মেয়ে বসে আছে, ঠিক আমার মতো দেখতে, মনে হয় ভুত!"
আমি হেসে বললাম, "ভুত বলতে পৃথিবীতে কিছুই নেই"!
বউ করুন কণ্ঠে বলল, "সত্যি বলছি।"
বউকে অভয় দেয়ার জন্য আমি বেডরুমে দরজা খুলে ভিতর ঢুকি। এবং প্রায় সাথে সাথে বৈদ্যুতিক শক খাওয়ার মত ধাক্কা খাই!
আমার বউ বিছানায় গুটি সুটি মেরে বসে বসে ভয়ে 'সুরা' পড়ছে। আমাকে দেখতে পেয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, “তন্ময় দেখেন তো আমাদের ডাইনিং রুমে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে, ঠিক আমার মতো দেখতে, মনে হয় ভুত”!
রক্ত হিম হয়ে গেলো। ঠিক তখনই আমার বেডরুমের দরজায় ঠাস করে কিছু একটা এসে পড়লো। কি পড়লো দেখার জন্য দরজা খুলতেই দেখি আমার বউ এর মোবাইলটা সামনে মাটিতে পরে আছে। আর সামনে কেউ নাই। পুরা ডাইনিং রুমেই কেউ নাই। আর এরপর পিছে তাকায় দেখি আমার বেডরুমে যেই বউ ছিলো সে ও নাই। আমিই মনে হয় একমাত্র দুর্ভাগা যার ৪০ সেকেন্ড আগেও ২টা বউ ছিলো আর এখন একটাও নাই। এইসব চিন্তা করতে করতে করতে, মোবাইলটা মাটি থেকে তুললাম, আর তখনই কলিং বেল বেজে উঠলো।
আমি মেইন দরজা খোলা মাত্র দেখি বউ দাড়িয়ে আছে আর চিৎকার দিলো "১০ মিনিট ধরে বেল দিচ্ছি আপনি কই ছিলেন? আর আমি আমার মোবাইলও নিয়ে যাই নাই যে আপনাকে ফোন দিবো"।
আমি আস্তে আস্তে বললাম "আমিতো বেল শুনিই নাই?
আর বউ বললো "মোবাইলটা দেন" বলেই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আবার চিৎকার দিয়ে বলে "আমার মোবাইলটা ভাঙছে কে"?(ভাঙা মোবাইলের ছবি কমেন্টে দিলাম)
(চলবে)
২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:১৫
হাফিজ রাহমান বলেছেন: ভাইজান ! কল্পনার ছবিটাই কি কলমের আঁচড়ে তুলে ধরলেন ? বাস্তবতার ছিটে ফোঁটা আছে কি এতে ? দুঃখিত, বিভ্রান্ত হলাম।
১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১
হেল কিচেন বলেছেন: নেক্সট পার্ট এর অপেক্ষা করেন।
৩| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯
ওমেরা বলেছেন: বউ এর ভয়ে তো আপনি চোখে সর্ষে ফুল দেখা শুরু করেছেন ।
৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
চলুক, দেখা যাক, কিভাবে বউ'এর সংখ্যা বাড়ে কমে!
৫| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: আমিই মনে হয় একমাত্র দুর্ভাগা যার ৪০ সেকেন্ড আগেও ২টা বউ ছিলো আর এখন একটাও নাই।
ভাইয়া ৩ নং টাকেও গায়েব করে দিয়ে ৪, ৫, ৬ নিয়ে আসো প্লিজ!!!!!!! হা হা হা
৬| ১১ ই জুন, ২০১৭ রাত ১২:১৬
মন থেকে বলি বলেছেন: হরর, না কি রম্য? বুঝলাম না।
৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৮
হেল কিচেন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ দুপুর ২:১৪
বিজন রয় বলেছেন: "আমার মোবাইলটা ভাঙছে কে"?............. ভূতে!!!