নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের অন্যরকম ভাবনা

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

ঘটনা ১ঃ
২৮ আগস্ট ২০১৩ সালের ঘটনা, সেইদিন তৎকালীন গার্লফ্রেন্ডের সাথে চিটাগাং এর মান্দারিন রেস্টুরেন্ট থেকে ডিনার করে মাত্র বের হইছি। আমার গার্লফ্রেন্ডও সেইদিন শাড়ী পরছিলো, বেড় হবার পর একটা ছেলে ওর দিকে তাকাচ্ছিলো যেই তাকানো আমার কাছে শোভনীয় না লাগায় আমি বেশ কড়া চোখেই আমি আমার চোখ দিয়ে ছেলেটাকে শাসিয়ে ছিলাম। ঐটা দেখে ছেলেটা বলতে গেলে দৌড়েই পালিয়ে যায়। আর সত্যি বলতে আরেকবার তাকাইলে ছেলেটাকে মেরেই বসতে পারতাম।
ঘটনা ২ঃ
২৪ জুন ২০১৭ বসুন্ধরা সিটিতে, লিফট থেকে নামার পর একটা মেয়ে এবং একটা ছেলেকে দাড়ায় থাকতে দেখি। আমি আর আমার এক ছোটভাই অনেকটা অশালীন ভাবেই সেই মেয়েটার দিকে হা করে তাকিয়ে থাকি। আমাদের তাকানো দেখে মনে হচ্ছিলো যে সে এবং তার বয়ফ্রেন্ড মজা পাচ্ছে।
ঘটনা ৩ঃ
বছরখানেক হবে আমার বউ হিজাব ছেড়ে নেকাব করা শুরু করছে। তাই ওকে একদিন জিজ্ঞেস করছিলাম এই হিজাব করা কেনো শুরু করছিলা? আম্মাতো আর হিজাবও করে না, তুমিতো নেকাব শুরু করে দিছো।
ওর উত্তর ছিলো " শোনেন, আমাদের বাসায় সবচেয়ে মূল্যবান জিনিষ কোন গুলা একটু বলেন?
"এইতো তোমার গহনা আর আমাদের সম্পত্তির কাগজপত্র"
বউ বললো "হ্যা এই জন্য আমরা এই জিনিষগুলা আমরা আলমারিতে তালা দিয়ে রাখি, ড্রইং রুমে সবার সামনে রেখে দেইনা চুরি হয়ে যাবার ভয়ে। ঠিক তেমনি একটা মেয়ের জন্য সবচেয়ে মুল্যবান হচ্ছে তাদের শরীর, সেইটা পরপুরুষ কে দেখানোর মধ্যে কোন আধুনিকতা নাই ঐটা স্রেফ বোকামি। আর আল্লাহ যেইখানে মেয়েদের জন্য পর্দা ফরয করছে, সেইটাতো মানতে আমি বাধ্য। আর মনে রাখবেন আল্লাহ তার বান্দাদের কখনো বোঝা চাপায় দেয়না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪

আলগা কপাল বলেছেন: আপনি আগে গফ টফ নিয়া চট্টগ্রামে ঘুরাঘুরি করতেন আর এখন আপনার বউ নেকাব পরে। আপনি ঢিলাঢালা চরিত্রের হয়েও চমৎকার একটা বউ পেয়েছেন।

(সিরিয়াসলি নিয়েন না। আপনার চরিত্র নিয়া কিছু কই নাই। শুধু আপনার বউয়ের সাথে তুলনা করলাম।)

২| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটারে কয় কপাল@ আলগা কপাল...

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৯

হেল কিচেন বলেছেন: আলগা কপাল কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.