নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট প্রতারণা

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

ঘটনা ১:
২০১১ এর সালের ঘটনা, আমার পিওন রাজু এসে জিজ্ঞেস করে, তন্ময় ভাই আমাকে একটা জীবন বৃতান্ত লিখে দিবেন? আমি প্রশ্ন করছিলাম এইটার মানে কি। আমি আসলেই জানতাম না এইটার মানে। বুঝলাম যে সে আমাকে একটা সিভি লেখে দিতে বলছে। লিখে দিলাম যার ফলাফল ২১ দিন পর শুনি তার চাকরী প্রাইম ব্যাংকের হেড অফ এসএমই এর অফিস সহকারী হিসাবে হয়ে গেছে। প্রথমে শুনে মেজাজ খারাপ হইলেও, পরে যখন শুনলাম আগেও ওর একবার এই চাকরীটা হয় নাই কারন ওর সিভি ছিলো না তাই। যাক ভালো লাগছে ব্যাপারটা।

ঘটনা ২:
এই বছরের শুরুর দিকের ঘটনা, আমার এক ছোট ভাই খুব বিষণ্ণ তার চাকরী নিয়ে। আমি জিজ্ঞেস করলাম এতো হতাশ কেন তুই? ও বলে “ ভাই ৮ মাস ধরে চাকরী করি কিন্তু এখন পর্যন্ত মায়ের হাতে একটা টাকাও দিতে পারলাম না। যা পাই তাই দিয়ে আমার এইদিকে কোনমতে চলে যায়। কি লাভ এই চাকরী করে।“ আমি বললাম “চাকরীর আগে টাকা কই পাইতি?” ও বলে বাবা পাঠায়তো। তাইলে তুই কিভাবে বললি যে তুই মাকে টাকা পাঠায়তে পারিস না। তোর বাবার যে ৮-১০ হাজার টাকা যে বাচায় দিচ্ছিস এইটা তোর বাবা তোর মা-ভাই এর পিছেই খরচ করতেছে। ও বলে ভাই তুমি আসলেই একটা মাল। এইভাবে আমাকে কেউ বলে নাই। ঠিক তার কয়েক মাসের মধ্যে তার অফিস থেকে ৪ জন এমপ্লয়ি চাকরী বদল করায় ও একটা প্রোমোশন পায়। এখন নাকি সে তার মাকে মাসে ৪০০০ টাকা করে দেয়।
উপরের ২টা ঘটনাতে তাদের উপকার করছি কতটা করছি জানি না। কিন্তু তারা মানে আমি নাকি তাদের জীবন বদল করে দিছি। যদিও আমি তা মনে করি না, তাদের যোগ্যতা ছিলো বলেই তারা তাদের যোগ্য সম্মান পাইছে।

এখন আসি আমি উপরের ঘটনা ২টা কেনো বললাম। বর্তমান যুগে দুই ধরনের স্বার্থনিশি মানুষ আছে। যারা নিজেদেরকে পরিচয় দেয়ঃ
১) সিভি রাইটার
২) মোটিভেশনাল স্পীকার হিসাবে

এদেরকে আমি খুব একটা দোষ দেই না। কারন আপনার আশেপাশে মানুষের মাথায় যদি কিছু না থাকে তাইলে এইসব মানুষরা এদের ব্যাবহার করে টাকা লুটে নিবেই। আমি দুইজনকে খুব স্পেসেফিক ভাবে বলতে চাই।
একজন আছেন সারাদিন খালি সিভি লেখান নাহলে আপনি শেষ। আপনার চাকরী হবে না। আপনার বস সিভি লেখায় ভালো যায়গায় চাকরী নিয়ে চলে যাব, ব্লা ব্লা। আমি এই এলাকায় থাকবো এই থেকে এই সময়। এইখানে আমার কর্মশালা আছে। ব্লা ব্লা রে বাল বাল ও পড়তে পারেন।
আরেকজন আছেন যে নিজে কতটুকু সাকসেসফুল তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু নিজেকে মেলা বড় মোটিভেশনাল স্পীকার বলে। শোনা কথা যে, টাকা দিয়ে তার সেমিনারে গেলে নাকি ৩টা জিনিষ শুনতে পাওয়া যায় বার বার। ১ এলিট, ২ আমারা, আর ৩ নাকি IBA IBA IBA. একটা সিম্পেল কথা উপরের দুইজন যদি এতো উপকার করে থাকে মানুষের তাইলে কোনদিন তো কোন মানুষকে দেখলাম না যে বলতে উনার কথা শুনে আমি হেডম হয়ে গেছি বা উনার সিভি দিয়ে আমার মেলা বড় চাকরী হয়ে গেছে।
সব কথা শেষ কথা উনারা বাটপাড়ি ছাড়বে না। আমাদের উচিৎ সচেতন হওয়া।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

কালীদাস বলেছেন: আমজনতার অলসতার সুযোগ নিয়ে যে বিশেষ পেশাগুলো জনপ্রিয়তা পেয়েছে তার মধ্য এই দুইটা আসবে। স্পেশালি এই বালের স্পিকারগুলা নিজেদের কি মনে করে আল্লাহয় জানে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

আমি তনুর ভাই বলেছেন:

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আল ইফরান বলেছেন: হতাশ পুজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষেরা এখন এইখানে সেইখানে অনুপ্রেরণা খূজে, আর সেই সুযোগের সদ্বব্যবহার করছে এই সিজনাল ব্যবসায়ীর দল। আফসোস /:)

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

মানিজার বলেছেন: আপনে ক্রিয়েটিভ পেশা চিনেন না বলেই এইসব চিন্তাভাবনা করতাছেন । সবাইকে গতানুগতিক পেশা/কাজ করতে হবে বলে কুনু কতা নাই । অনেকেরেই মোটিভেশন দরকার আছে । তাদের এইগুলা কাজে লাগে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.