নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী ক্রিকেট সাপোর্টাররা আসলেই অহংকারী

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

আমার প্রিয় ক্যারি মিনাটির তার হেটার্সদের নিয়ে একটা কথা বলে " হেটার্সরা নিজে সাকসেসফুল না হলে, অন্যের সাকসেসফুল হওয়াকে বাধা দেয়"। আমরা বাংগালীরা বর্তমানে ঠিক সেই কাজটাই করতেছি। আমাদের এশিয়ার দেশ আফগানিস্তান সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করছে। তারা এই এশিয়া কাপে পুরা দুনিয়াকে তাক লাগায় দিছে। তাদের দলে আছে বিশ্বমানের দুইজন স্পিনার।
আমরা একটামাত্র ম্যাচ হারায় রসিদ খানকে পারলে কিছু মানুষ গালাগালি করে। তার বয়সকে নিয়ে ট্রল করে। আমরা নিজের দিকে কি একবারও তাকাই? আমরা ৩০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলি, এই ৩০ বছরে আমাদের রফিক আর সাকিব ছাড়া বিশ্বমানের কোন স্পিনার কি আসছে? আর যেই আফগানিস্তানকে একটা ম্যাচে হারায় এতো এতো ফালাচ্ছি, সেই আফগানিস্তানের কাছে টি-২০ তে ওয়াইট ওয়াশ হইছি কয়েকদিন আগে। দুইদিন আগে ১৩৬ রানে পরাজিত হইছে।
এইগুলা আর কিছুনা, আমদের অহংকার। এই অহংকারের জন্যই আমরা ভারতে কাছে আমরা ২০১৫ থেকে টেস্টে,ওডিয়াই আর টি-২০ মিলিয়ে সর্বশেষ ৯টা ম্যাচে আমরা পরাজিত হয়েছি।
আমি আমার এক্স গার্ল ফ্রেন্ডের সাকসেস খুব এনজয় করি। তারা আমাকে যতই কষ্ট দিক না কেনো, আমি সবসময় তাদের ভালো চাই। কারণ এই দুনিয়ার মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অহংকার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সাপোর্টার, মিডিয়া এবং খেলোয়াড়দের অহংকারের কারণে আমরা বড় দল হয়ে উঠতে পারছি না...

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমরা অহংকারী নয়, আবেগপ্রবণ জাতি। দুএক ম্যাচ ব্যর্থ হলে আমরা আমাদের সাকিব, ফিজ, ম্যাশ, মুশি, রিয়াদ'দের নিয়েও ট্রল করতে ছাড়ি না। আফগান, রশিদ তো অন্য অনেক দূরের।
লক্ষ করলে দেখবেন, লিটন বা সৌম্য এক ম্যাচ-দু ম্যাচ খারাপ করলেই তাদের সহ বিসিবির চৌদ্দগুষ্ঠি নিয়ে গালাগালি করি। বদলে, বিজয়, কায়েস অমুক তমুককে চান্স না দেওয়া নিয়ে সমালোচনা করি।

এইসব প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট, দলের পারফর্ম সব কিছুর উপর প্রভাব ফেলে। আমরা সেসব ভাবি না, বুঝি না।

আফগান, ভারত, পাকি, শ্রীলংকা সহ প্রতিপক্ষ দলের অফিসিয়াল পেজে আমাদের দর্শকদের আক্রমণাত্মক প্রতিক্রিয়া পড়লে বাঙ্গালী হিসেবে লজ্জিত না হয়ে উপায় নেই। এসব বদভ্যাস ত্যাগ করা উচিত।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অহংকার ভালো জিনিষ নয়, সেটা ঠিক আছে। কিন্তু নিজের দেশের সাফল্য নিয়ে অহংকার করবো না কেন, বলতে পারেন। এটা তো নির্দোষ অহংকার, নিখাদ দেশপ্রেম।
যুদ্ধবিধ্বস্ত সুযোগ সুবিধার অভাবগ্রস্ত আফগানিস্তান ভালো খেলছে, এটা তাদের কৃতিত্ব। তারা আরও ভালো খেলুক আমরা চাই। কিন্তু আমাদের সাফল্যকে সেলিব্রেট করা মোটেই নেতিবাচক কিছু নয়। আমরা তাদের কাছে হেরেছি মানে কোন অযোগ্য দলের কাছে হেরেছি তা' নয়। তারা যোগ্য দল হিসাবেই আমাদেরকে হারিয়েছে। আবার আমরাও যোগ্য দল হিসাবে তাদেরকে হারিয়েছি। এখানে অহংকারের কী আছে?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক.

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

পাঠক০০৭ বলেছেন: আফগানরা নিঃসন্দেহে ভালো খেলছে। বাংলাদেশের মত একটি দলকে নাকানি চুবানি খাইয়েছে। অতিরিক্ত আবেগ যে কারো জন্যই খারাপ। বাংলাদেশ এশিয়া কাপে ভালো খেলতে পারে নাই। এটাই নির্মম সত্য।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: এরকম সব দেশের সাপোর্টাররাই করে

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

রাকু হাসান বলেছেন:

আপনি বাংলাদেশী ?
জুনায়েদ বি রাহমান,আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম,উদাসী স্বপ্ন সাথে একমত ।
আপনি বাংলাদেশী সমর্থকদের অহংকারী বলছেন ! শিরোনামটা যদি এমন হতো ‘‘আফগান ক্রিকেটাররা অহংকারী মানাত ।
আবেগ জিনিসটাকে কোনো ভাবেই অহংকার বলে চালিয়ে দেওয়া যায় না ।
ক্রিকেট নিয়ে বা খেলা নিয়ে ট্রল হবেই । এটা নতুন ও না ,সবাই করে । তবে মাত্রা ক্রস না করলেই হয় । হ্যাঁ আফগানরা একটি বিশ্বমানের স্পিনার আছে ,বাকিদের যেমনটা বলছেন তেমন বলতে পারছি না । কেননা এখনও আরেকটু পথ যেতে হবে বিশ্বমানের হতে । স্রষ্টা প্রদত্ত একটি বিষয় থাকে । স্বাভাবিকভাবে কেউ উন্নতি দ্রুত করে ,কারও বা সময় কম লাগে । এমন কিছু রেকর্ড আছে যেখানে ভারতসহ নামকরা দলগুলো থেকে শুরু আমরা খুব ভালো খেলছি । ভারত প্রথম জয় পেতে যে সময় নিয়েছে আমরা তেমন সময় নেই নি । আরও অনেক বলা যাবে । এখন এই যুগে দ্রুত উন্নতি করার সুযোগ বেশি । আফগানরা তাই করছে । হ্যাঁ তাদের মেধাও আছে । অস্বীকার করার সুযোগ নেই । আপনার ধারণা নেতিবাচক ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রত্যেকটি মানুষেরই উচিৎ অহংকার থেকে দূরে থাকা। অহংকার পতনের মূল তা আপনার পোষ্টে খুব ভালো ভাবেই ফুটে উঠেছে। তবে জাতির অহংকারের সাথে বাংলাদেশের ক্রিকেটে পরাজিত হবার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়না।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

সনেট কবি বলেছেন: পড়লাম

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: মাশরাফি ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.