![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাটা ২০১৪ এর মার্চ মাসের ঘটনা, তখন ব্রেকআপ পিরিওডে আছি। সারাদিনই মন খারাপ থাকে। তখন সেই সময়ের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথের ম্যাচের পর সেই সময়ের ফেসবুক এক্যাউন্টে একটা স্ট্যাটাস দিছিলাম যে "আল্লাহ এই বছর আমার বিয়ে দাও, আর নাহলে লিভারপুলকে ২৪ বছর পর চ্যাম্পিয়ন করায় দাও"। এরপর ম্যানচেস্টার সিটিকে হারানোর পরও চেলসির বিরুদ্ধে জেরার্ডের স্লিপের কারনে একটুর জন্য আমরা(লিভারপুল) চ্যাম্পিয়নসিপ মিস করি। মজার ব্যাপার হচ্ছে এরপর হঠাৎ করে আমার বিয়ের কথা-বার্তা শুরু হয়ে যায় এবং ১ মাসের মধ্যে বিয়েও হয়ে যায়। বিয়ের পর মনে মনে বুঝলাম যে আল্লাহ আমার দোয়া কবুল করছে কিন্তু সীমিত আকারে। আবার মনে মনে নিজেকে দোষ দিলাম আমার জন্যই লিভারপুল ঐ বছর চ্যাম্পিয়ন হইতে পারে নাই। কারন আল্লাহর কাছে আমি ১টা দোয়াই চাইছিলাম, ২টা দোয়া একসাথে চাইলে আজকে লিভারপুল চ্যাম্পিয়ন থাকতো।
এখন আসি কেনো উপরের ঘটনাটা বললাম। ঘটনাটা সামান্য কাঁকতলি হইতে পারে তারপরও আমার মনে হয় এইটার কোন না কোন যোগসূত্র আছে। কারন লিভারপুল আজকে ২৬ই জুন, ২০২০ সালে ৩০ সাল পর "ইংলিশ প্রিমিয়ার লীগ" জিতলো। আমি যেই বিয়েকে দোষ দেই লিভারপুলের শিরোপা জিততে না পারার কারন হিসাবে, সেই বিয়ে কাঁকতলি ভাবে ২৬ই জুন ২০১৪ সালেই হইছিলো ঠিক ৬ বছর আগে। আমার সবচেয়ে অবাক লাগতেছে তাইলে আল্লাহ ২৬ই জুন কেনো ঠিক করলো লিভারপুলকে চ্যাম্পিয়ন করার জন্য? অন্যদিনও তো করতে পারতো। করোনা পরিস্থিতির জন্য জুন মাসে এসে চ্যাম্পিয়ন হইলাম, তানাহলে তো মার্চ মাসেই আমরা শিরোপা ঘরে তুলতাম। জবাবটা আপনাদের কাছেই রাখলাম। তারমানে কি ৬ বছর পর আমার দোয়া কবুল হইলো?
২| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৩১
নেওয়াজ আলি বলেছেন: Congrats
৩| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: কাঁকতলি না শব্দটা হবে কাকতালীয়।
৪| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:০০
নিরীক্ষক৩২৭ বলেছেন: ক্লপের কারণে লিভারপুলকে হিংসা লাগে।
৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫
পদ্মপুকুর বলেছেন: চাঙ্কু বলেছেন: তারমানে আপনি লিভারপুলের চ্যাম্পিয়নশিপ ৬ বছর পিছিয়ে দিয়েছেন!!
(
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৫২
চাঙ্কু বলেছেন: তারমানে আপনি লিভারপুলের চ্যাম্পিয়নশিপ ৬ বছর পিছিয়ে দিয়েছেন!!
