নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

চড়ুইভাতি, ঘুমকাতুরে আমি, বাসের যাত্রা, প্রাগৈতিহাসিক জায়গা, ক্ষুধায় কান্ত আমরা, আনলাকি লটারি, কষ্টকর ফিরে আসা এবং অতঃপর মাইনাচ (একটি পিকনিকীয় পোস্ট)

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৮

(সকল ব্লগারকে পিকনিকে না নিয়ে যাওয়ার তেবঢ়ো পরতেবাধ জানাই। এটা বিরাড খতি। তাই সকল ধরনের মাইনাচ গ্রহণযোগ্য। পরবর্তীতে তদন্ত কমিটি ঘটন করা হবে, কেন সবাইকে পিকনিকে নিয়ে যাওয়া হয় নি?? )



চড়ুইভাতি :

ব্লগারদের পিকনিকের বিষয়টি বেশ অনেকদিন ধরেই শুনছিলাম। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল বেশ। বেশ কয়েকবার মিটিং। অবশেষে সেই কাংখিত দিনটি আসলো। আগের দিনেই সারিয়া আপুর ফোনকল পেয়ে পিকনিকের বিষয়ে আরো নিশ্চিত হইলাম। ব্লগাররা সবাই একত্রিত হয়েছি ফার্মগেট খামারবাড়িতে। সেইখান থেকেই বাস যাত্রা শুরু করে।



ঘুমকাতুরে আমি

নিজের এই গুনটা আমার কাছে ভালোই লাগে । রাত্রে ঘুমানোর সময় কোন ঘুমকাতুরে গুনাবলী প্রকাশ পায় না । তবে সকালে উঠার সময় কিঞ্চিৎ সমস্যা হয়। যেহেতু সকালেই পিকনিক বাসের যাত্রা শুরু হবে সেই অনুযায়ীই প্রস্তুতি নেই। তারপরেও কাজ হয় নি। অবশেষে ঘুম ভাঙ্গে নাইম ভাইয়ের ফোনকলে। তাড়াহুড়ো করে স্পটে গিয়ে দেখি বেশ কয়েকজন চলে এসেছে। একে এক অন্য ব্লগাররা আসতে শুরু করে। এদের মধ্যে কয়েকজন আবার নিজের নিক প্রকাশে কিঞ্চিৎ অনাগ্রহী।

বাসের জন্য অপেক্ষার স্পটে গিয়ে প্রথমেই দেখা হয় নাইম ভাইয়ের সাথে যে উন্মাদ নাইম নামে পরিচিত। কিছুক্ষণ পরেই আবু সালেহ ভাইয়ের সাথে। ফোন করে জানলাম ক্যামেরাম্যান ভাই, রাহু্ল ভাই আর প্রত্যুৎপন্নমতিত্ব ভাই অন্যপ্রান্তে দাড়িয়ে আছেন। সেইখানে গিয়ে দেখি লম্বামতন সুপুরষ এক ব্লগার একসাইডে দাড়াইয়া আছেন একজন গেস্ট সহ। অনেকক্ষণ পরে জানলাম তিনি নেমেসিস। আসলো সাইফুর ভাই, সঙ্গে দইজন গেস্ট। কিছুক্ষণ পরে আসলো আলী আরাফাত শান্ত ভাই। তারপর রিজভী ভাই খুব ভাব মাইরা, মনে হয় ছিনেমার নায়ক নুয়ক । আরেকজন শুধুই পড়ুয়া ব্লগার রিয়ন। গাড়ি নিয়ে উপস্থিত কালপুরুষদা সঙ্গে কালপুরুষ ভাবী। আসলো বহুরুপী মহাজন। আরো আসলো ব্লগার রাতমজুর। তারপর রঙ্গমঞ্চে আগমন আমাদের উদা ভাইজানের মানে উদাসী স্বপ্নের। সঙ্গে তারজন গেস্ট মনে হইছিল। এরমধ্যে দুইজন আবার ললনা। যাই হোক সে ব্যাপারে বেশি কিছু না বলি..... । এরমধ্যে একজন অবশ্য ব্লগার যেমন ইকোনমিক্স। এবার আসলো লুলু পাগলা, সঙ্গে একজন গেস্ট (একজন কিউট আপু। কাউকে দেখলে আমার কিউট আপু আপু মনে হয়। তিনি সেধরনের।)। এবার আসলো আইরিন সুলতানা আপু। আইরিন আপুর জামার ড্রেসের কালার সিএনজির ভিতরের রুপসজ্জার সঙ্গে মিলে গেছে। এজন্য মাইনাচ ....। বহুল কষ্টকর আনাগোনার পর আসলো আহমাদ মুজতবা।

এরইমাঝে পাকস্থলী কিঞ্চিৎ বিট্রে করারয় মানে ক্ষুধা অনুভব করার খাইতে গেলাম। এসে দেখি অনেকেই বাসে উঠে বসে আছে। সারিয়া আপু , সুনীল সুমুদ্র, অ্যামাটার সহ অনেকেই হাজির। অবশেষে রোলকল হলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে বাস যাত্রা শুরু করলো। হা হা কি মজা



বাসের যাত্রা



শুরু হলো বাসের যাত্রা। ব্লগারদের মধ্যে নানা ধরনের ফুসুর ফাসুর শুরু হলো....মাইনাচ । কথা ছিল যাত্রার প্রতিমধ্য থেকে কাউকে কাউকে উঠিয়ে নিয়ে যাবো। এরমধ্যে শাহবাগ থেকে জয়িতা আপুকে উঠিয়ে নেয়ার কথা শুরু হলো। কিন্তু কি কারনে তা হলো না বুজলাম। জয়িতা আপু অবশ্য এজন্য কিঞ্চিৎ মাইন্ড খাইছে। তবে তিনি আমাদের সাথে শনির আখড়া থেকে শনির মতো সপাৎ করে জয়েন করছে। গম্ভীর গম্ভীর ভাব... ভাবই আলাদা... মাইনাচ... । সেখানে আমরা থামলাম সেখানেই ছিল একটা সিনেমা হল। নায়িকাদের ব্যাকগ্রাউন্ডে ড্রপ করে বেশ কিছু ফটুক তোলা হলো।

আরেকটু সামনে গিয়ে বাসে তোলা হলো পথিক ভাই এবং সুখীমানুষ মানে অরুন ভাইজানকে।

এরইমধ্যে বাস থেকেই পিকনিকের লাইভ আপডেট দেয়া শুরু হলো।আমি লাইভ আপডেট টিমের সদস্য হিসেবে জয়েন করলাম। স্পটে পৌছা পর্যন্ত অনেকক্ষণ আপডেট দিলাম। তয় কেউ আমারে থ্যাঙ্কু দিল না এজন্য , হায়!!!!



পথে অবশ্য একতরফা নাস্তা (কারো ক্ষেত্রে দুইদফা) খাওয়া হলো। বেশ ভালো খাবার দাবার হলো। পিকনিক স্পটে গিয়ে পৌছানোর আগে পথেই প্রায়ই একটা ট্রাকের সাথে ছোডখাডো সংঘর্ষ হইতেছিল। তয় ভাগ্য ভালো আমরা পথেই স্টিকি হয়ে যায় নি। অবশেষে লক্কর ঝক্কর শেষে রুপগঞ্জের মুড়াপাড়া কলেজ প্রাঙ্গনে গিয়ে পৌছালাম।



প্রাগৈতিহাসিক জায়গা



পিকনিক স্পটে পৌছে দেখলাম বেশ প্রাগৈতিহাসিক জায়গা। এইরকম প্রাগৈহাসিক স্থানে কলেজ বেশ অবাক হলাম। স্পট ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দুইপ্রান্তে দুইখান সোন্দর সোন্দর পুকুর রয়েছে। সবাই গুরুপ ব্লগিং মানে গুরুপে গুরেপে ঘোরা শুরু করে। কলেজেন প্রিন্সিপালের রুম আমাদের বসার জন্য খুলে দেওয়া হয়। আন্তুরিকতায় বেশ মুগ্ধ হলাম। সেই রুমটার পাশেই মাঠে বসলাম আমরা। চেয়ার নিয়ে টানাটানি। একখান চেয়ার আমি স্টিকি করে ফেলি.....। তারপর শুরু হয় নানা ধরনের আলুছানা। নানা বিষয়ের কথোপকথন। ব্লগে আসার ইতিহাস নিয়ে একতরফা গোলচেয়ার বৈঠক অনুষ্ঠিত হয়।

তারপর মজার একটা প্রতিযোগিতা। একটা গিফট অনেকগুলো মোড়কে মুড়িয়ে দেয়া হয়। সেই মোড়কগুলোর উপর অনেক ধরনের কথা লেখা আছে। তার উপর ভিত্তি করে একেকজন অপরজনকে পৌছে দেয়। আর একটা করে মোরগ থুক্কু মোড়ক উন্মোচন করতে হয়। তারপর আরেকজনের কাছে....। শুরু হয় কালপুরুষ ভাবীর মাধ্যমে আর শেষ হয় প্রাপ্তির হাতে। অর্থাৎ উপহারটা প্রাপ্তি পেয়ে যায়। অনেক মজা হয় এ খেলায়।

এরইমধ্যে ঢাকা থেকে লক্কর ঝক্কর বাসে চড়ে আমাদের সাথে যোগ দেয় সামী মিয়াদাদ ভাইজান। পরিচয় পর্ব, কবিতা আবৃত্তিপর্ব, কৌতুকপর্ব আর আলুছানা পর্ব শেষে একদফা চা পর্ব অনুষ্ঠিত হয়।

তারপর আবার ঘোরাঘুরি.....।



ক্ষুধায় কান্ত আমরা....



সব চলছে কিন্তু খুব অবাক হয়ে দেখলাম খাবারের কুনু নামগন্ধ, শ্রেনী বিন্যাস সহ কিছুই নেই। মনে মনে কষ্ট পাইলাম , দুঃখু পাইলাম। তারপরেও খাবারের নাম নেই। সবাই মনোঃক্ষুন্ন হয়ে সবাই মাইনাচ দেয়া শুরু করলাম। বহুল মাইনাচের বন্যার পর দুঃখ কষ্টে পুকুরপাড়ে গিয়ে পা ডুবাইয়া বইসা থাকলাম । অবশেষে খাবার পৌছলো। শুরু হলো দৌড়াদৌড়ি....। খাবারের উপর কয়েকদফা হামলা পরিলক্ষিত হইলো....

অবশেষে খাওয়া দাওয়া শুরু হলো। শুরুতেই আচার নিয়ে জয়িতা আপু একদফা কাড়াকাড়ি শুরু করলো.........। আচার পাওয়া নিয়েই মনে বিরাড সন্দেহ দেখা দিল। তয় শেষ পর্যন্ত পাইচিলাম.....। তারপর কান্তিহীন খাবার খাওয়া। সামী ভাই এবং নাইম ভাই দ্বিতীয় সংস্করণ শুরু করলেও আমি প্রথম সংস্করণও শেষ করতে পারলাম না....... মাইনাচ



আনলাকি লটারি



খাবার শেষে আবার ঘোরাঘুরি শুরু হলো। আবার ঘুমাঘুমিও হলো ..

এসব শেষে একসাথে সবাই মাঠে বসলাম। সেখানেই ঢ়েফল ড্র হইলো। প্রাপ্তি কুপন উঠিয়েছে। একেএকে সৌভাগ্যবানদের নাম ঘোষণা হলো। দশজন সৌজন্য উপহার পেলো। তৃতীয় পুরস্কার বার্বি ডল পেয়েছে রাহুল ভাই, দ্বিতীয় পুরস্কার পেয়েছে বহুরুপী মহাজন একখান বদনা মানে......(ফুলদানী-বদনার মতো দেখতে)। প্রথম পুরস্কার পেয়েছে সুনীল সমুদ্র একখান ফুলদানী। কিন্তুক আমি কোন পুরুস্কার বা উপহার পাইলাম না, বড়ই কষ্ট পাইলাম.............মাইনাচ.......



কষ্টকর ফিরে আসা



ক্ষনিকের দেখায় জায়গাটার প্রতি মায়া জন্মাইয়া গ্যাছিল। তাই ফিরে আসার সময় কিছটা কষ্ট হচ্ছিল । তারপরও ফিরে আসতে হইলো। বাসে সবাই একসাথে বসে নানা ধরনের কথাবার্তার মধ্য দিয়ে ফিরত যাত্রা ইস্টার্ট করলাম। গাড়ি চলতে শুরু করলো। কিন্তু বারবার গান গাওয়ার কথা বললেও কেউ গাইলো না গান। তাই মাইনাচ.... ...।

ফেরার পথে আবার লাইভ আপডেট দেয়া শুরু হয়। এভাবেই মজা করতে করতে ফিরে আসি আমরা ব্লগাররা। দুর .... মাইনাচ..........।

মন্তব্য ১৮২ টি রেটিং +১৯/-৭

মন্তব্য (১৮২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৯

আলী আরাফাত শান্ত বলেছেন: +

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩০

একরামুল হক শামীম বলেছেন:
পেলাচ দিলেন!!! যান আপ্নারেও পেলাচ...

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩২

ফান্টুস বলেছেন: লিকা শেষ না করনের দায়ে মাইনাচ ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৭

একরামুল হক শামীম বলেছেন:
ফান্টুস ভাইজান আপ্নারে আমি চিনাবার পার্ছি মনে লইতাছে।

লিকা শেষ করলাম।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩

মুকুল বলেছেন: ধুর! এইটুকুতে কি হয়!!! পুরাটা লেখেন তাড়াতাড়ি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৮

একরামুল হক শামীম বলেছেন:
পুরাডা লেখলাম মুকুল ভাই।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৬

রাতমজুর বলেছেন: আগাম + দিলাম, তাড়াতাড়া লেখেন ভাই...

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৯

একরামুল হক শামীম বলেছেন:
পেলাচ দেওয়ার জন্য ধইন্যবাদ। লিখে শেষ করলাম।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪০

মানুষ বলেছেন: ঠিক হইছে। সব কয়টার যেন পেট খারাপ হয়। আমাকে থুয়ে গেছে

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৯

একরামুল হক শামীম বলেছেন:
গুরু এইগুলা কি কন??

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৮

নাঈম বলেছেন: পেলাচ...শামীম লেকা তাড়াতাড়ি শ্যাষ কর, নাইলে মাইনাচ খাইবা

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১০

একরামুল হক শামীম বলেছেন:
শেষ কর্লাম। আপনার হুমকিতে ভয় খাইছি।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫০

সাইফুর বলেছেন: আমীন@মানু:)

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১০

একরামুল হক শামীম বলেছেন:
এইরুহুম করেন ক্যা?!!! ভয় পাই না বুঝি??

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫২

সারিয়া তাসনিম বলেছেন:
পিকনিকের দাওয়াত তো সবাইরে দিছিলাম , গেলোনা এইডা কি আমার দুষ ?? থুই বল , এইডা আমার দুষ ?

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১

একরামুল হক শামীম বলেছেন:
আপনার কুনু দুষ নাই। তাই পেলাচ...

তয় আমি কুনু গিফট গুফট পাই নি... তাই মাইনাচ....

০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮

একরামুল হক শামীম বলেছেন:

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০০

চিকনমিয়া বলেছেন: পুলাপাইনে আমার মাইনাচ দিয়া দিচে
আমি দিই নাই
যাক বেবাকতে ভালা থাকুক

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১২

একরামুল হক শামীম বলেছেন:
হ চিকনা ভাইজান আপ্নেও ভালা থাইকেন....। আপ্নারে অনেক মিস করছি।

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৭

সারিয়া তাসনিম বলেছেন:
চিকন মিয়া

তুমি ঝানোনা তুমার এই মাইনাচ সিস্টেম এখন কত ঝনপ্রিয় ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৯

একরামুল হক শামীম বলেছেন:
আসলেই মাইনাস আইজকার পিকনিকের বিরাড আলোচিত বিষয় ছিল। কথায় কথায় মাইনাচ.....

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯

নাঈম বলেছেন: বহুত মজা করলাম আইজকা, সারিয়াপুরে বিশাল বড় পেলাচ

আমি কুন পুরস্কার পাইনাই, হেইল্লাইগ্যা কালুদা আর সারিয়াপুরে মাইনাচ

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১

একরামুল হক শামীম বলেছেন:
আমি কুন পুরস্কার পাইনাই, হেইল্লাইগ্যা কালুদা আর সারিয়াপুরে মাইনাচ....................

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩১

গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন: আমার নাম নাই :( , মাইনাচ

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪

একরামুল হক শামীম বলেছেন:
কিঞ্চিৎ মিসেটেক হইছিল। ঠিক কইরা দিছি। এইবার মাইনাচ উডাইয়া নেন।

০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:১৫

একরামুল হক শামীম বলেছেন:
মাইনাচ উডান নাই............ মাইনাচ.......... :)

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ছবি সহ বড় লেখা চাই.............
আমাদের সবাইকে ফেলে পিকনিক করার দুঃখ কিছুটা মাশুল হবে।
ভালো থাকবেন।সুন্দর লেখার জন্য শুভেচ্ছা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

একরামুল হক শামীম বলেছেন:
একখান বড় লেখা চাই। তবে ছবি আমার পোস্টে দিব না। আবার দিতেও পারি।

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬

নিবেদীতা বলেছেন: সুলতানা শিরীন সাজি বলেছেন: ছবি সহ বড় লেখা চাই.............
আমাদের সবাইকে ফেলে পিকনিক করার দুঃখ কিছুটা মাশুল হবে।
ভালো থাকবেন।সুন্দর লেখার জন্য শুভেচ্ছা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৮

একরামুল হক শামীম বলেছেন:
আপনাকে ধন্যবাদ।

১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫২

বহুরূপী মহাজন বলেছেন: শামীম, আমি কিন্তুক আইজকা দুইটা ক্যাচ ধরছিলাম, সেইটার কথা কিছু লেকা নাই কেনো? তাই মাইনাচ।

একটা ক্যাচ ধরছি রাইত মজুররে

আর একটা ধরছি লুলু পাগলারে.....

অতি অবশ্য তার বর্ণনা চাই, নাইলে আবারো মাইনাচ X((

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬

একরামুল হক শামীম বলেছেন:
হ ঘটনাখান ভালাই হইচিল। তয় আপ্নেই বর্ণনা করেন কমেন্ট অংশে। নাইলে মাইনাচ....

১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩

রিজভী বলেছেন: আমারে কি কইলা মনে লয় শামীম!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭

একরামুল হক শামীম বলেছেন:
না তেমন কিচু কই নাইক্যা। কিচু কইছি নাকি!!!!!???

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:০০

একরামুল হক শামীম বলেছেন:

১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৪

অ্যামাটার বলেছেন: বস, আইজক্যা রাইতে নিন যাইয়েন না, ঝাক্কাস একখান আড্ডা হইব,
কাইল আঁর অফ ডে, জাগত্যাসি, যাইয়েন না কইলাম !

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

একরামুল হক শামীম বলেছেন:
আচ্ছা আড্ডা হবে। থাকুম....

১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৪

বহুরূপী মহাজন বলেছেন: পোলায় কয় কি!! পিকনিক থিকা ঘুম ঘুম, মাগার ঘুমাইতে পারতাছি না। রাইতে কেমতে জাগুম?

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

একরামুল হক শামীম বলেছেন:
সেইডা তখন দেখা যাইবে। না জাগলে মাইনাচ....

১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৮

অ্যামাটার বলেছেন: রিজভী বাই,@; আফনে আমারে বহুৎ অফমান করসেন, আফনেরে তো পুরা মাইনাচ! সঙ্গে সুখিমানু-রেও।
তয় আফনের বসের লগে মোর মুলাকাত করাই দিয়েন, পিলিজ।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৯

অ্যামাটার বলেছেন: বিলাই মহাজন বাইয়ের মাতায় পোরবলেম আচে!

২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

রিজভী বলেছেন: আহারে, অ্যামাটার, আমি আবার কহন কি করলাম?

২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬

সুখী মানুষ বলেছেন: এত ফটুক ওঠাইলো সবাই, পোস্টে দেহি কেউ ফটুক দিচ্ছে না :(...

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২

একরামুল হক শামীম বলেছেন:
আমার কাছে তেমন ফঠুক নাই। তবে ফটুক পাইলে দিমু।

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫২

অলস বলেছেন: বেশ

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২

একরামুল হক শামীম বলেছেন:
বেশ।

২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬

কালপুরুষ বলেছেন: লেকার জন্য পেলাচ। বোরহানী ভাল হয় নাই তাই মাইনাচ নিলাম। তয় বাবুর্চি কইচে পরেরবার পিকনিক হইলে বোরহানী ফ্রী খাওয়াইবো। যে যত খাইতে পারে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৩

একরামুল হক শামীম বলেছেন:
বাবুর্চিরে পেলাচ।

২৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৫

পথিক!!!!!!! বলেছেন: বোরহানির আসলে কি হইছিল .ময়না তদন্ত হতে পারে কি?

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৭

একরামুল হক শামীম বলেছেন:
একমত। এই বিষয়টি উত্থাপনের জন্য পেলাস।

২৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৪

অ্যামাটার বলেছেন: হগগলরেই কইতাছি,
কেউ ঘুমায়েন না কইলাম!
জম্পেশ আড্ডা হইব।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬

একরামুল হক শামীম বলেছেন:
আমি একটা পোস্ট দিমু। আড্ডার । সেইটাতে আইসো তুমি।

২৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬

নাঈম বলেছেন: বেকডিরে মাইনাচ

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৭

একরামুল হক শামীম বলেছেন:
নাইম ভাই থাইকেন কিন্তুক। জম্মেশ আড্ডা হবে। সাড়ে বারোটা একটার দিকে শুরু হবে।

২৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৫

কালপুরুষ বলেছেন: খাবার সকাল ১০টায় নেবো বলে খাবারের কিছু প্রিপারেশন রাতেই নেয়া হয়েছিল। তার মধ্যে টক দই ছিল। পরে সেটা পিছিয়ে সকাল ১১টা করা হলেও ভোররাত থেকেই খাবারের প্রস্তুতি নেয়া হয়। টক দই খুব ভোরে পাওয়া সম্ভব নয় বলেই রাতে কেনা টক দইয়ের বোরহানী- তাই হয়তো তেমন সুস্বাদু বা সুবিধের হয়নি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৭

একরামুল হক শামীম বলেছেন:
পুস্ট মরটেম রিপোর্ট প্রদাণ করার জইন্য পেলাচ।
তয় কুনু গিফট কেন আমি পাইলাম না তার পুস্ট মরটেম দাবী কর্ছি।

২৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০

নাঈম বলেছেন: আমি ঘুমামু

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৬

একরামুল হক শামীম বলেছেন:
মাইনাচ

৩০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৪

ছায়ার আলো বলেছেন: মিস কর্লাম :(

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪

একরামুল হক শামীম বলেছেন:
সংসার নিয়া আছেন
মাঝেমধ্যে কিচু মিস হৈবে।

৩১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৯

আইরিন সুলতানা বলেছেন:
"আইরিন আপুর জামার ড্রেসের কালার সিএনজির ভিতরের রুপসজ্জার সঙ্গে মিলে গেছে। এজন্য মাইনাচ .... "


আমারে মাইনাচ দিলা নাকি শামীম !!! :( সি.এন.জি ওয়ালারে মাইনাচ দ্যাও ...

বোরহানি ভাল লাগে নাই....মাইনাচ....কালপুরুষ'দার সাথে সহমত...

আমাকে কেউ রাজবাড়ির দোতালা ঘুরায় দেখালো না....:( ....মাইনাচ

খাবার আসতে দেরী হইসে ..আমি তখন একটা গান গুন গুন করতেছিলাম ..."আমি জ্ঞান হারাবো, মরেই যাবো....." মাইনাচ (গান এর জন্য নারে ভাই খাবার দেরীতে আসায়...)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:০১

একরামুল হক শামীম বলেছেন:
কারে মাইনাচ দিলাম তা না হয় নাই বল্লাম।

গুন গুন কইরা গান গাওয়ার কারনে মাইনাচ....

৩২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮

পথিক!!!!!!! বলেছেন: মোর্টেম খানা হইয়া গেলো ....+

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৮

একরামুল হক শামীম বলেছেন:
তাইতো দেকচি...
পেলাচ....

৩৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮

নাঈম বলেছেন: আলী আরাফাত শান্ত রে আমার আইডি টা দিয়েন @শামীম ভাই

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯

একরামুল হক শামীম বলেছেন:
জেনেইতো গেলেন...........

৩৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯

কালপুরুষ বলেছেন: বোরহানী ভাল না হইলেও কোন শত্রুও কইতে পারবোনা আইরিনরে খারাপ লাগছে। সামনের বার আইরিন কর্তৃক ISO 9102 Quality Control Certificate ছাড়া কোন বোরহানী পরিবেশন করা হৈব না।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:০১

একরামুল হক শামীম বলেছেন:

আমারও একই কথা।

৩৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪০

বহুরূপী মহাজন বলেছেন: আমিও ওপর তলায় যাই নাই। সবাই আমারে থু্ইয়া গেছে গা X((

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:০২

একরামুল হক শামীম বলেছেন: আমিও যাই নাই.............

(খাইয়ালামু)

৩৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪

বহুরূপী মহাজন বলেছেন: @অ্যামাটার, চোপরাও নালায়েক; মুরুব্বিদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা। তোমারে মাইনাচ........

৩৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮

অ্যামাটার বলেছেন: বহুরূপী মহাজন বলেছেন: আমিও ওপর তলায় যাই নাই। সবাই আমারে থু্ইয়া গেছে গা----

বিলাই দা@; মিচা কতা কইতে অয় না,

বহুরূপী মহাজন বলেছেন: @অ্যামাটার, চোপরাও নালায়েক; মুরুব্বিদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা। তোমারে মাইনাচ........

অহন হগ্গলেই বুজচে, আফনের হেড অপিসে ডিস্টার্ব আচে !
এই হেড লইয়া ক্যামতে প্রাচ্যের অক্সফোর্ড থন ভি.ভি.য়ে. পাশ মারলেন!!!

৩৮| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:১২

অ্যামাটার বলেছেন: শামিম বাই, আড্ডার পুষ্ট ডা কুইক ছাড়েন,
মুই এর মইদে আইতের ভূরি-ভোজ টা সাইরা আসি ।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:১৯

একরামুল হক শামীম বলেছেন:
ভূরি ভোজ শেষে জানাইয়ো।

৩৯| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:১৪

বহুরূপী মহাজন বলেছেন: এত বড়ড়ড়ড় হাসপর্দাআআআআআ, হেই দিনের পোলা, জুম্মায় জুম্মায় বয়স মাত্র ৮ দিন হইল, হের মুহে এত বড় কতা?

আমিতো ঘুমাইতে ঘুমাইতে কাটাইলাম, ওপর তলায় গেলাম কখন, চউক্ষের মাথা ভাইজ্জ্যা খাইচ? X((

৪০| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:১৮

রাতমজুর বলেছেন: আইরিন সুলতানা বলেছেন: আমাকে কেউ রাজবাড়ির দোতালা ঘুরায় দেখালো না....

এই অধমেরে একবার কইয়া দেখতেন, জান কবুল আছিলো আপনের লাইগা।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:১৯

একরামুল হক শামীম বলেছেন:
কেন কয় নি সেইজন্য তেভঢ়ো পরিতিবাদ...

৪১| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:২৪

বিবর্তনবাদী বলেছেন: তারপর রঙ্গমঞ্চে আগমন আমাদের উদা ভাইজানের মানে উদাসী স্বপ্নের। সঙ্গে তারজন গেস্ট মনে হইছিল। এরমধ্যে দুইজন আবার ললনা। যাই হোক সে ব্যাপারে বেশি কিছু না বলি


>>>>>>>>তীব্র প্রতিবাদ

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৩১

একরামুল হক শামীম বলেছেন: তিরিভরো পরিতিবাদ

৪২| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:২৮

বহুরূপী মহাজন বলেছেন: রাতমজুর, আপনের কতা শুইন্যা হাসতে হাসতে প্যাট ঢিলা কইরা হালাইলাম। আপনে না নারী সমাজ থেকে দূরে থাকতে চান?

সুযোগ পাইলে তো চান্স নিতে ছাড়েন না ;)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৩২

একরামুল হক শামীম বলেছেন:
তাইতো দেখতাছি....

৪৩| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:২৯

বিবর্তনবাদী বলেছেন:

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৩৩

একরামুল হক শামীম বলেছেন:
কি বিবর্তনবাদী ভাইজান পরতেবাধ করতে গিয়া কমেন্ট বিরতিতে গ্যালেন নাকি?
নাকি ক্ষুদ্রতম কমেন্ট করলেন?

৪৪| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৩৬

বিবর্তনবাদী বলেছেন:




















৪৫| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৩৮

একরামুল হক শামীম বলেছেন: বহুমুখী ভাবপ্রকাশের বিরোদ্ধে ত্যাবঢ়ো পরিতিবাধ

৪৬| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৪৭

রাতমজুর বলেছেন: "বহুরূপী মহাজন বলেছেন: রাতমজুর, আপনের কতা শুইন্যা হাসতে হাসতে প্যাট ঢিলা কইরা হালাইলাম। আপনে না নারী সমাজ থেকে দূরে থাকতে চান?
সুযোগ পাইলে তো চান্স নিতে ছাড়েন না

লেখক বলেছেন:
তাইতো দেখতাছি.... "

ভাইরে, আসল কাহিনী হইল "পাই না তাই খাই না" টাইপ - কেউ চান্স দেয় না তাই ভাব মারি "চান্স চাই না" (সাবধান!!! কাউরে কইয়েন না যেন!!!)

৪৭| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৫১

একরামুল হক শামীম বলেছেন:
ভালো ভালো...........
ভাব নেয়া ভালো...........

কাউরে কইমু না.............

৪৮| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৫৩

বহুরূপী মহাজন বলেছেন: সিক্রেট

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৫৭

একরামুল হক শামীম বলেছেন:
আপ্নের আবার কি সিক্রেট!!!!???

৪৯| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৫৫

বহুরূপী মহাজন বলেছেন: ভাইরে, প্রযুক্তি মাইরা লাইলো!

০১ লা মার্চ, ২০০৮ রাত ১২:৫৭

একরামুল হক শামীম বলেছেন:
কিভাবে মাইরা লাইলো! ইকটু ব্যাখ্যা করা যাবে??

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:২৬

একরামুল হক শামীম বলেছেন:
;)

৫০| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:০২

বহুরূপী মহাজন বলেছেন: আমার সিক্রেট না, রাতমজুরের সিক্রেট

০১ লা মার্চ, ২০০৮ রাত ১:০৯

একরামুল হক শামীম বলেছেন:
ও বুঝবার পার্ছি.....

৫১| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:০৪

অ্যামাটার বলেছেন: বিলাই দা@; খাড়ান, আফনের ট্রিটমেন্ট করতাসি!

৫২| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:০৪

রাতমজুর বলেছেন: কন্ডিশান কি MayDay না এক্কেরে SOS ?

০১ লা মার্চ, ২০০৮ রাত ১:১০

একরামুল হক শামীম বলেছেন:
এইগুলা কি সাংকেতিক ভাষা!!!
বুঝতে পার্ছি না ক্যান???!!!
তেবরো পরতেবাদ...

৫৩| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:০৪

বহুরূপী মহাজন বলেছেন: প্রযুক্তি মারলো কারণ দুই হাতে একটা, কানে আরেকটা। কি বুঝলা?

০১ লা মার্চ, ২০০৮ রাত ১:১১

একরামুল হক শামীম বলেছেন:
প্রযুক্তিরে মাইনাচ

৫৪| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:০৬

পিচ্চি বলেছেন: মনোহর পোষ্ট।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১:১১

একরামুল হক শামীম বলেছেন:
মনোহর কমেন্ট।

৫৫| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:১০

বহুরূপী মহাজন বলেছেন: অ্যামাটার, বাচ্চা ছেলে এত রাতে জেগে কেনো? যাও ঘুমাতে যাও!!X((

৫৬| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:১৫

অ্যামাটার বলেছেন: দয়া কইরা কুনো সহৃদয়বান ব্যাক্তি কইবেন, ঢাকা ২ পাবনা বাঁশ, ট্যাড়েণ অথবা উড়ন্ত চাকতি(রাজশাই পড়যোণটো)-র টিগিডের ট্যাঁহা কত্ত????

জনস্বার্থে জরুরী ভিত্ততে কন???
হেই পড়িমাণ টেহা মুই বিলাই দার টিরিটমেনতের জইনে ডোনেট করুম !!!

৫৭| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:২৯

ত্রিভুজ বলেছেন:

মাইনাচ :)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১:৩৬

একরামুল হক শামীম বলেছেন:
মাইনাচ.....................

৫৮| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:৫১

কণা বলেছেন:
হুমমম.... যাক! তাও ভাল... মাইনাসে মাইনাসে চড়ুইভাতিটা "মাইনাচ চড়ুইভাতি" হয়ে যায়নি... B-)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১:৫৪

একরামুল হক শামীম বলেছেন:
ভাল বলেছেনতো......মাইনাস............

রাত বিরাতে আড্ডা হচ্ছে জয়েন করতে পারেন........

৫৯| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ৭:১৩

আহমাদ মুজতবা বলেছেন: সকল প্রকার আবালীয় এবং সু-শীলীয় প্যাচাল পাড়া হইচে তাই মাইনাচ

০১ লা মার্চ, ২০০৮ সকাল ৯:৫৪

একরামুল হক শামীম বলেছেন:
ভালো পর্যবেক্ষণ...... মাইনাচ......

৬০| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ৯:০৪

নাঈম বলেছেন: ধুর আমি ঘুমাইয়া গেছিলাম রাইতে, আড্ডা দিতে পাইরলামনা। আমারে বাদ দিয়া বেকডি আড্ডা দিচে, হেইল্লাইগা বেকডিরে মাইনাচ (খাইয়ালামু)।

০১ লা মার্চ, ২০০৮ সকাল ৯:৫৯

একরামুল হক শামীম বলেছেন:
বেকাডিরে মাইনাচ........ ;)

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:০০

একরামুল হক শামীম বলেছেন:
সবগুলারে মাইনাচ..........মাইনাচ :)

৬১| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: সবডির পেটের কি অবস্থা এখন !!! :-B

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩২

একরামুল হক শামীম বলেছেন:
প্যাডের অবস্থা খুবই ভালা...

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩৩

একরামুল হক শামীম বলেছেন:
:-B

৬২| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩১

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: @ বিমা.... কেউ তো পেট দেখাইতাছে না :(

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩৪

একরামুল হক শামীম বলেছেন:
তাইতো বিমা ভাইজান................মাইনাচ... ;)

৬৩| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩৫

বহুরূপী মহাজন বলেছেন: অতিব চমেতকার একখানা ঘুম দিয়া এই মাত্র উঠিলাম, লাইভ আপডেট...............:)

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩৬

একরামুল হক শামীম বলেছেন:
ঘুমের জন্য মাইনাচ.......... ;)
তয় চমেকারের জন্য পেলাচ........ :)

৬৪| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: আমিতো খবর পাইলাম .... রূপগঞ্জের সব ফার্মেসীর ''ওরস্যালাইন" কুল্লু খালাস ... সব গায়েব !!!
কুন পিকনিক পার্টির পুলাপান নকি হুরাহুরি কইরা ওরস্যালাইন কিন্না পেটে চাপ দিয়া দৌড়াদৌড়ি শুরু করছিলো !!!

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৪৬

একরামুল হক শামীম বলেছেন:
ত্যাবঢ়ো পরতেবাধ...... ;)

৬৫| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: তোমাগো মজা দেইখা ... গন্ধে গন্ধে কিছু মজা নিলাম :(

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫৩

একরামুল হক শামীম বলেছেন:
এই কথা টক করার জন্য পেলাচ..... :-)

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫৩

একরামুল হক শামীম বলেছেন:
:)

৬৬| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫২

আবু সালেহ বলেছেন: এত মাইনাচ কেলা?????

শামীম ভাইরেও মাইনাচ....


পুরস্কার পাইনাই এজন্য মাইনাচ.......

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫৫

একরামুল হক শামীম বলেছেন:
এত মাইনাচ কেলা????? ................. মাইনাচ.... ;)

আমিও পুরস্কার পাইনাই...............মাইনাচ .... :)

৬৭| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫৩

সামী মিয়াদাদ বলেছেন:


লক্কর ঝক্কর বাসের লগে আরও কিছু বাহন এ্যাড করো শামীম?

নিজ চরন
স্কুটার
রিকশা

পৃথিবীপৃষ্টে শুধু নৌকাটাই বাদ গেছে.......পানি পথের লাগি একটা অদ্ভুত মায়া অনুভব হইতেছে।

আর শামীম কার লগে পা ডুবাইয়া বইয়া আছিলা ঐটাতো কইলানা

আমারে সাথে না নেওনের লাগি বিশাল মাইনাচ

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১০:৫৭

একরামুল হক শামীম বলেছেন:
পৃথিবীপৃষ্টে শুধু নৌকাটাই বাদ গেছে.......পানি পথের লাগি একটা অদ্ভুত মায়া অনুভব হইতেছে। ...............মাইনাচ..... ;)

কার লগে বইচিলাম সেইডা জিজ্ঞেস করায় মাইনাচ..... :)

আগে নেমে যাওয়ায় বিশাল মাইনাস............

৬৮| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:০০

বিষাক্ত মানুষ বলেছেন: সামী বলে ৭ প্লেট কাচ্চি একাই সাবার করছে ??

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:০৫

একরামুল হক শামীম বলেছেন:
সামী ভাইজান ২য় সংস্করণ শ্যাষে ৩য় সংস্করণ শুরু করার পায়তারা করছিল........... ;)

৬৯| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:০১

সামী মিয়াদাদ বলেছেন: নামতে উদ্ভুদ্ব করনের লাগি তুমারেও বিশাল মাইনাচ

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:২১

একরামুল হক শামীম বলেছেন:
আমিতো উদ্বুদ্ধ করি নি .... উদ্বুদ্ধ আমাকে করেছে...
আমাকে ভেঙ্গে চুড়ে... চুড়ে ভেঙ্গে.....
আমাকে হাটিয়ে দৌড়িয়ে....দৌড়িয়ে হাটিয়ে.....

৭০| ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:০৩

সামী মিয়াদাদ বলেছেন:

৭ প্লেট!!!!! বিমা কি ইচ্ছা কইরা অপমানটা করলা নাকি? আরে আমিতো চাইসিলাম ডেকচিতে বইসা যাইতে

ডেকচিতে কে বসছিলো আমার কাছে ফটুক....কমু নাকি শামীম?

০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:১০

একরামুল হক শামীম বলেছেন:
ইয়ে.... কি জানি কইবেন........

৭১| ০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:১৭

পেইজ থ্রি বলেছেন: এইখানে একটা মাইনাসের খুব প্রয়োজন। জাতির প্রয়োজনে একটা দিয়া আসেন। Click This Link

০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:২৭

একরামুল হক শামীম বলেছেন: অলরেডি মাইনাচ দিয়া ফালাইছি.... :)

৭২| ০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:২৯

পেইজ থ্রি বলেছেন: অন্যদেরও কন। জাতির প্রয়োজন।

০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:৪৩

একরামুল হক শামীম বলেছেন:

৭৩| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:০৫

রাগ ইমন বলেছেন: শামীম রে মাইনাচ ।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৪

একরামুল হক শামীম বলেছেন:
আপ্নারেও মাইনাচ। পিকনিকে যান নি......মাইনাচ.... ;)

৭৪| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:০৯

অ্যামাটার বলেছেন: "রাগ ইমন বলেছেন: শামীম রে মাইনাচ । "-----

ঠিক করসেন, আফনেরে পেলাচ !

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৬

একরামুল হক শামীম বলেছেন:
:-)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৭

একরামুল হক শামীম বলেছেন:
পেলাচ........... মাইনাচ......... :)

৭৫| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৪

চিকনমিয়া বলেছেন: একানে কিতা হইতেচে?

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৮

একরামুল হক শামীম বলেছেন:
কি হৈতাছে এইহানে ............ মাইনাচ.......

৭৬| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৭

নাঈম বলেছেন: শামীম, কার লগে পানিতে পা ডুবাইয়া বইসা চিলা, আমি কিন্তু দেকচি, বেশী তেড়িবেড়ি করলে এক্কেরে ফাঁস কইরা দিমু

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:১৯

একরামুল হক শামীম বলেছেন:
হায় হায় এইগুলা কি কন? ....
............... মাইনাচ.............

৭৭| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২১

রাগ ইমন বলেছেন: শামীমারে আর কিছু বইলো না । এমনিতেই পিংগুলিদের বাসায় সারা রাত জেগে বাসন মাজে ।পুকুরে পা ডুবাইতে যায় নাই ,মাপতে গেসিলো , এই রম পুস্কুরুনি থাকলে বাসন ধোয়া কতটা সহজ হইতো ।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৩

একরামুল হক শামীম বলেছেন:
হে হে ............. মাইনাচ......... :-B
ত্যাভঢ়ো পরতেবাধ...........

৭৮| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৩

নেমেসিস বলেছেন: পিকনিক থিকা ফিরত আইসা জ্বরে পরসি কেন ?? মাইনাস :)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৫

একরামুল হক শামীম বলেছেন:
হায় হায় এইগুলা কি কন?? আমাগো সুদর্শন ভাইজান জ্বরে পড়ছে!!!!
দোয়া করছি। ভালো হয়ে যাবেন তাড়াতাড়ি....
না হইলে মাইনাচ দিমু...............

৭৯| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৪

মুকুল বলেছেন: প্লাস দিতে ভু্ইল গেছিলাম। দিয়া গেলাম। B-)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৬

একরামুল হক শামীম বলেছেন:
ধইন্যবাদ।
কিরিতজ্ঞ বোধ করতাছি............ ;)

৮০| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৪

চিকনমিয়া বলেছেন: সবাই খালি মাইনাচ মাইনাচ কয় ক্যানরে
চিন্তায় আচি /:)
শামীম্মা কিতা করছস রে? :-B

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৮

একরামুল হক শামীম বলেছেন:
মাইনাচের বিপ্লব হইয়া যাইবো......... :-B

৮১| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৭

অ্যামাটার বলেছেন: চিক্না, লুলু পাগলা যানি কি করতেসিলো ?

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৯

একরামুল হক শামীম বলেছেন:
কি করতেচিলো??? ......

৮২| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৯

হোসেইন বলেছেন: গ্রেট মিস । ইশ , গ্রেট মিস ।

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৩২

একরামুল হক শামীম বলেছেন:
হোসেইন ভাইজান কেমন আছেন?
আপনার কোবতেগুলা আমার ভালা লাগে......
আপ্নার সঙ্গে কি বইমেলায় দেখা হৈছিল? ঐ যে সেদিন অনেকেই আইলেন..........

০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫

একরামুল হক শামীম বলেছেন:
হোসেইন ভাই কিছু বলে না ক্যান???

৮৩| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৩০

চিকনমিয়া বলেছেন: কওন যাইবো না
বেবাক খবর আচে আমার কাচে
আমেডার জেডা কি করচো , হেই খবরও আচে;)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৩৩

একরামুল হক শামীম বলেছেন:
চিকনা ভাইজান আপ্নি এত্তো খবর জানেন ক্যান.......মাইনাচ.... ;)

৮৪| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৩৩

রাগ ইমন বলেছেন: নেমেসিস ,

আমাগো সুদর্শন ভাইজান জ্বরে পড়ছে ----- বুঝছেন তো ? কে কেমনে নজর বাণ মেরেছিলো বলেই আপনি প্রবল জ্বরে ?

শামীমা , স্বভাব বদলাইলো না রে ! তোরে মাইনাচ!

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৩৬

একরামুল হক শামীম বলেছেন:
মাইনাচ.............মাইনাচ......

মাইনাচ কি কি মাইনাচ!!!!!!!!!!! ;)

৮৫| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৩৯

অ্যামাটার বলেছেন: "চিকনমিয়া বলেছেন: কওন যাইবো না
বেবাক খবর আচে আমার কাচে
আমেডার জেডা কি করচো , হেই খবরও আচে "---

ভাইস্তা, তুমারে যুদি পাইতাম,
কসম, ভিতিবি-র রাত্রি আটডার বাঙলার সঙবাড কইর‌্যা ছাড়তাম !

০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৪০

একরামুল হক শামীম বলেছেন:
;) :)

৮৬| ০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:৪৮

নাঈম বলেছেন: ধুর আবালীয় পুষ্ট, বেকডিরে মাইনাচ (খাইয়ালামু)

০১ লা মার্চ, ২০০৮ রাত ১১:০৩

একরামুল হক শামীম বলেছেন:
বেকডিরে মাইনাচ..... ;)

৮৭| ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮

নেমেসিস বলেছেন:
রাগ ইমন বলেছেন:

কে কেমনে নজর বাণ মেরেছিলো বলেই আপনি প্রবল জ্বরে ?


তাইতো !!

ব্যাপারটা দেখি আসলেই চিন্তার বিষয়। তবে এই বাণ মারামারি বিষয়টা কি ডাকতারি শাস্ত্র অনুযায়ী জায়েজ ?

০৩ রা মার্চ, ২০০৮ দুপুর ১:৫১

একরামুল হক শামীম বলেছেন:

৮৮| ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

হোসেইন বলেছেন: মনে হয় দেখা হইছিল , কিন্তু কথা হয় নাই

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৫৫

একরামুল হক শামীম বলেছেন: ক্যান কথা বলেণ নি? মাইন্ড খাইছি...... ;)

আপ্নারে মাইনাচ.... :)

৮৯| ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমারো তাই মনে লয় ;)

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৫৫

একরামুল হক শামীম বলেছেন:
কি মনে লয়???? ...............;)

৯০| ০৩ রা মার্চ, ২০০৮ দুপুর ২:২১

রাহুল বলেছেন: নাইম বলেছেন: শামীম, কার লগে পানিতে পা ডুবাইয়া বইসা চিলা, আমি কিন্তু দেকচি, বেশী তেড়িবেড়ি করলে এক্কেরে ফাঁস কইরা দিমু


ওরে শামীম কত কিছু করলি শুধুই দেখলাম।প্রেতিবাদ করলাম না খালি ফুর্তি আপডেট ভালো লাগে বলে।পরের বারে কিন্তু মাফ নাই।যা করবা ভাগাভাগি করে করবা।আমরা কি ঢেউ টিন নাকি,বুড়া হইছি বলে রোমান্টিকতা কি মরছে নাকি????

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৫৭

একরামুল হক শামীম বলেছেন:
আপ্নে হইছেন মুড়ির টিন...... ;)

সব বয়সেই মজাক করবেন.... :)

সাম্নের বার চান্স দেয়া হৈবেক..... (চামাহাসি)

৯১| ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩১

মেসবাহ য়াযাদ বলেছেন: সবতেরে পিলাস, খালী নিজেরে মাইনাস (যাইতে পারি নাই বইলা)।
তয় ফাটাফাটি একখান ঘুড়ি উৎসব অইছে....এট্টু ফিরি অইয়া লই, পুস্ট দিমুনে...

০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৮

একরামুল হক শামীম বলেছেন: আপনার ঘুড়ি উৎসবরে মাইনাচ.... :)
ক্যান আপনে আমাদের সাথে পিকনিকে যান নি .... মাইনাচ..... ;)

৯২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১

নাঈম বলেছেন: আবার কবে পিক্নিক খামু :(

মাইনাচ :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৭

একরামুল হক শামীম বলেছেন: আহারে আহারে :(

৯৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

নাঈম বলেছেন: ডিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.