নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয়

২৩ শে মে, ২০০৯ রাত ১:০৪

জীবুদার একটা কবিতা পড়তাছি আর ভাবতাছি। চাইলে আপনিও কবিতাটা পড়তে পারেন। ভাবাভাবির বিষয়টা অপশনাল :P





আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :

মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে,

প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে

পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে ।



আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;

বিষন্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে ;

চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো

কুকুরের অস্পষ্ট কবলে



হিম হয়ে নড়ে গেল ও - পাশের পাইস্ - রেস্তরাঁতে,

প্যারাফিন - লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে ।

সময়ের প্রশান্তির ফুঁয়ে ;

এইসব নিওলিথ - স্তব্ধ তার জোছনাকে ছুঁয়ে ।



কবিতা পড়া শেষ?? এখন চাইলে একটা গানও শুনতে পারেন।



মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম



ব্যান্ডের নাম : চন্দ্রবিন্দু

অ্যালবাম : জিজু

মন্তব্য ৮৪ টি রেটিং +২০/-১

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০০৯ রাত ১:১৪

আহমেদ রাকিব বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। পইড়া মনডা উদাস হইয়া গেল। কাল্কেই আপনার জীবুদা সমগ্র প্রিয়তে নিলাম। আইজকা আবার জীবুদা। এই কবিতা ওইখানে পোষ্টাইছেন্তো?
------------------------------------------------------------
জীবুদার একটা কবিতা পড়তাছি আর ভাবতাছি।
------------------------------------------------------------

কি ভাবতাছেন? হেইটাতো কইলেন না?

২৩ শে মে, ২০০৯ রাত ১:১৯

একরামুল হক শামীম বলেছেন: কি ভাবতাছি সেইটা বলা যাইবেক না ;)

২| ২৩ শে মে, ২০০৯ রাত ১:২৩

প্রাকৃত বলেছেন: হুমম......


জীবনানন্দ..........কবিতা দিয়ে মিশে আছেন আমাদের প্রাত্যহিক জীবন। একটু খোঁজলেই বোঝা যাবে.........

২৩ শে মে, ২০০৯ রাত ১:৩৫

একরামুল হক শামীম বলেছেন: ঠিক :)

৩| ২৩ শে মে, ২০০৯ রাত ১:২৮

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে ।

আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;
বিষন্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে ;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো
কুকুরের অস্পষ্ট কবলে

হিম হয়ে নড়ে গেল ও - পাশের পাইস্ - রেস্তরাঁতে,
প্যারাফিন - লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে ।
সময়ের প্রশান্তির ফুঁয়ে ;
এইসব নিওলিথ - স্তব্ধ তার জোছনাকে ছুঁয়ে ।

২৩ শে মে, ২০০৯ রাত ১:৫২

একরামুল হক শামীম বলেছেন: হুমমমম

৪| ২৩ শে মে, ২০০৯ রাত ১:৪৯

শত রুপা বলেছেন: মহীনের ঘোড়াগুলোর কথা মনে পড়লেই আমার মন কেমন করে

২৩ শে মে, ২০০৯ রাত ১:৫৪

একরামুল হক শামীম বলেছেন: হুমমম

৫| ২৩ শে মে, ২০০৯ রাত ২:০১

আলী আরাফাত শান্ত বলেছেন: ভাইজান দেখি কিছুদিন চন্দ্রবিন্দুর গান ব্যাপক শুনেন:)

২৩ শে মে, ২০০৯ রাত ১০:১৬

একরামুল হক শামীম বলেছেন: জ্বী জ্বী :)

৬| ২৩ শে মে, ২০০৯ রাত ২:৫৩

অ্যামাটার বলেছেন: মেলা মেলা থ্যাঙ্কু, চন্দ্রবিন্দু'র এই গানটা আমার ব্যাপক প্রিয়;)

২৩ শে মে, ২০০৯ রাত ১০:২৪

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা :)

৭| ২৩ শে মে, ২০০৯ রাত ৩:০৫

হনলুলু বলেছেন: আমরা দেখেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর
পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা --
কয়ে গেছে । আমরা দেখেছি যারা পথ ঘাট মাঠের ভিতর
আরো এক আলো আছে , দেহে তার বিকালবেলার ধূসরতা
চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্হির
পৃথিবীর কঙ্কাবতী সেইখানে ভেসে গিয়ে পায় ম্লান ধূপের শরীর ...





কওতো কোন কবিতার লাইন ??

২৩ শে মে, ২০০৯ রাত ১০:২৯

একরামুল হক শামীম বলেছেন: ঠিক মনে পড়তাছে না :(

৮| ২৩ শে মে, ২০০৯ রাত ৩:০৭

হনলুলু বলেছেন: জীবুদা বড়ই প্রিয় কবি । জীবনে জীবুদার কবিতার অর্ধেক ক্ষমতাসম্পন্ন দুইটা কবিতা লেইখা মইরা গেলেও কোন আফসোস থাকতো না .. :)

২৩ শে মে, ২০০৯ রাত ১০:৩০

একরামুল হক শামীম বলেছেন: হুমমম :) জীবুদারে বড়ই ভালা পাই।

৯| ২৩ শে মে, ২০০৯ রাত ৩:০৭

হনলুলু বলেছেন: মন্টা উদাস কৈরা দিলা খেকু .. :(

২৩ শে মে, ২০০৯ রাত ১০:৩১

একরামুল হক শামীম বলেছেন: মন্টা হলো উদাস উদাস .....

১০| ২৩ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

ভাঙ্গা পেন্সিল বলেছেন: চন্দ্রবিন্দুরে ভালা পাই:)

২৩ শে মে, ২০০৯ রাত ১০:৪৯

একরামুল হক শামীম বলেছেন: আমিও :)

১১| ২৩ শে মে, ২০০৯ রাত ১০:২৪

আবু সালেহ বলেছেন:

আসলে আমরা মরেও বেঁচে আছি...........................

গানের জন্য ধইন্যাপাতা...

২৩ শে মে, ২০০৯ রাত ১০:৫৮

একরামুল হক শামীম বলেছেন: ফিরতি ধইন্যা :)

১২| ২৫ শে মে, ২০০৯ রাত ১:১০

মগ্নতা বলেছেন: Click This Link

এই লেখাটাতে আপনার পরিশ্রমের সাহায্য নিয়েছি শামীম।

২৫ শে মে, ২০০৯ রাত ১১:৩৯

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা :)

১৩| ২৫ শে মে, ২০০৯ রাত ১১:৪৯

বরুণা বলেছেন: শামীমু!!!!!!!!!!!!!! কেমন আছো???

আচ্ছা তুমি কি সারাজীবন ধরে এই একটাই গান শুনো?

২৭ শে মে, ২০০৯ রাত ১২:৫৪

একরামুল হক শামীম বলেছেন: আরেএএএ ররুণা!! খবর কি???
প্রতিফলনের খবর কি??

গানতো অনেকগুলাই শুনি :)

১৪| ২৫ শে মে, ২০০৯ রাত ১১:৪৯

বরুণা বলেছেন: শামীমু!!!!!!!!!!!!!! কেমন আছো???

আচ্ছা তুমি কি সারাজীবন ধরে এই একটাই গান শুনো?

২৭ শে মে, ২০০৯ রাত ১:০৩

একরামুল হক শামীম বলেছেন: ;);)

১৫| ২৬ শে মে, ২০০৯ রাত ২:৫৯

নিবিড় অভ্র বলেছেন: হিক!!! :||
কি হইচে?? এ্যত উদাস ক্যা??

২৭ শে মে, ২০০৯ রাত ১:১২

একরামুল হক শামীম বলেছেন: হিক! হিক!!
উদাস উদাস ;)

১৬| ২৬ শে মে, ২০০৯ রাত ৩:০৪

তনুজা বলেছেন: বেশ লাগিলো :)

২৭ শে মে, ২০০৯ রাত ১:২২

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা :)

১৭| ২৬ শে মে, ২০০৯ রাত ৩:১১

মনজুরুল হক বলেছেন: মন্টা উদাস হৈল :((

+++++

২৭ শে মে, ২০০৯ রাত ১:৩৬

একরামুল হক শামীম বলেছেন: মাঝেমধ্যে মন্টা উদাস হওয়া ভালো......

১৮| ২৬ শে মে, ২০০৯ ভোর ৪:৫৮

অনন্ত দিগন্ত বলেছেন: কবিতে গান দুটোই চমৎকার লেগেছে শামীম ভাই .........

২৭ শে মে, ২০০৯ রাত ১:৪০

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা ভাইজান :)

১৯| ২৭ শে মে, ২০০৯ সকাল ৭:১০

আশরাফ মাহমুদ বলেছেন: জীবনবাবু পড়া ক্ষ্যামা দিয়েছি। অতি ভাল জিনিস সহ্য হয় না!

২৭ শে মে, ২০০৯ রাত ১০:৪১

একরামুল হক শামীম বলেছেন: খিক খিক

২০| ২৮ শে মে, ২০০৯ সকাল ৯:১২

প্রিয়তমা বলেছেন: হুমম...;)

২৯ শে মে, ২০০৯ রাত ১২:৪৬

একরামুল হক শামীম বলেছেন: কিহে, কোথায় ছিলা এতোদিন!!!

২১| ২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৭

বরুণা বলেছেন: নক নক নক

২৯ শে মে, ২০০৯ রাত ১:০৭

একরামুল হক শামীম বলেছেন: এতো দেরি করে!!!!

২২| ৩১ শে মে, ২০০৯ রাত ১২:২৪

ফেরারী পাখি বলেছেন: ওহে বালক, উদাস কেন? পুরো ঝাতিকে তো উদাস করে ফেল্লে।

৩১ শে মে, ২০০৯ রাত ১:০৩

একরামুল হক শামীম বলেছেন: এই উদাসী হাওয়ার.....

গানটা শুনেছেন আপু??? :)

ধইন্যাপাতা :)

২৩| ৩১ শে মে, ২০০৯ রাত ১২:৫৬

এরশাদ বাদশা বলেছেন: কোবতে আর গানের জন্য দুইখান প্লাস দেবার মন চাইছিলো।

কিরম আছেন? ইয়াহুতে লটকে আছেন।

গতকল্য ঝাতির উদ্দেশ্যে একখান পোস্ট্ থ্রো করিয়াছি। হাওয়া খেয়ে আসেন, যান।

৩১ শে মে, ২০০৯ রাত ১:১১

একরামুল হক শামীম বলেছেন: ভালোই আছি ভাইজান।

গতকল্যের পোস্ট গতকল্যতেই দেখিয়াছি । :) তথাপি আবারও হাওয়া খাইয়া আসিলাম। ;)

২৪| ৩১ শে মে, ২০০৯ রাত ১২:৫৭

এরশাদ বাদশা বলেছেন: নামাইতাম ক্যামতে??

৩১ শে মে, ২০০৯ রাত ১:১৩

একরামুল হক শামীম বলেছেন: ইস্নিপ্স লিংক জেনারেটর ব্যবহার করতে পারেন :)

২৫| ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৩৮

চানাচুর বলেছেন: ..........................খুক খুক খুক;)

৩১ শে মে, ২০০৯ রাত ১১:৪৯

একরামুল হক শামীম বলেছেন: চানাচুর আবার খুক খুক করে ক্যান ;)

২৬| ০১ লা জুন, ২০০৯ রাত ১২:০৭

চানাচুর বলেছেন: খুক খুক না করে উপায় আছে!;)

০১ লা জুন, ২০০৯ রাত ১২:১৯

একরামুল হক শামীম বলেছেন: কেন কেন!!! ;)

২৭| ০১ লা জুন, ২০০৯ রাত ১২:২০

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এবার ইভটিজিং এর পর প্রহার।
Click This Link

উক্ত পোস্টটি স্টিকি করতে ফিডব্যাক পাঠান। কেননা আমরা জনমত গড়ে তুলতে চাই। ৩০মে. সন্ধ্যা পাঁচটায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা সংগঠিত হয়েছে।

০১ লা জুন, ২০০৯ রাত ১:২৩

একরামুল হক শামীম বলেছেন: ওকে

২৮| ০২ রা জুন, ২০০৯ রাত ১:১৬

আউলা বলেছেন: কিরে সুপারস্টার? :D:D:D

০২ রা জুন, ২০০৯ রাত ১১:৫৬

একরামুল হক শামীম বলেছেন: কি কইতে চাস?? ;)

২৯| ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:০৭

আউলা বলেছেন: তুই যে গাধা এটা তো আগে বলিস নি!

০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৪৫

একরামুল হক শামীম বলেছেন: মাইর চিনস? :#)

৩০| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৫৭

রাগ ইমন বলেছেন: উদাস করণের লিগা মাইনাচ (কপিরাইটঃ চিকন মিয়া)

উকিল সাব, কেমুন আছেন ?

০৩ রা জুন, ২০০৯ রাত ১১:৪০

একরামুল হক শামীম বলেছেন: মাঝেমইধ্যে উদাস হওন ভালা আছে :#)


ভালুই আছি রাগাপু। খবর কিতা?? :)

৩১| ০৬ ই জুন, ২০০৯ রাত ১১:২৮

বজ্জাদ বলেছেন: ইহা একটি প্রতিবাদ লিপি । মন্তব্য করুন ।

Click This Link

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:২৮

একরামুল হক শামীম বলেছেন: হুমম

৩২| ০৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৭

নিবিড় অভ্র বলেছেন: টিং টং!!
টিং টং!!

বাড়িতে কেউ আছেন???

নক নক নক....

এনিবাডি হোম??????????

খট খট খট.....

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:০০

একরামুল হক শামীম বলেছেন: আরে অতিথি সাহেবান ;)
খবর কিতা???

৩৩| ০৭ ই জুন, ২০০৯ রাত ১০:৪২

কেএসআমীন বলেছেন: ভাইজানকে অনেকদিন দেখি না...
শরীর ভালা নি?

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:০২

একরামুল হক শামীম বলেছেন: শরীর ভালোই ভাইজান।
আপনার সঙ্গে অনেকদিন আলাপ হয় না। খবর কি? আছেন কেমন?

৩৪| ০৯ ই জুন, ২০০৯ রাত ২:১৬

প্রগতিশীল বলেছেন:
একটা অপ্রাঙ্গিক বিষয়ে একটু বলি।
টিপাইমুখি বাঁধ দিয়া ভারত আমাদের এতবড় ক্ষতি করছে, অথচ এ ব্যাপারে আপনার কোন পোস্ট নেই। অবাক ব্যাপার।
নাকি বাংলাদেশের স্বার্থ আপনার বা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না।

বাংলাদেশের স্বার্থের প্রশ্নে নির্বিকার এই আপনাদের অন্য অনেক অপ্রয়োজনীয় বিষয়ে মাত্রাতিরিক্ত মাতামাতি দেখে বড় ঘৃণা হয়।
বাংলাদেশের জন্য আপনারা অপাংতেয়, অনাকাংখিত ও ক্ষতিকর।

০৯ ই জুন, ২০০৯ রাত ২:২৩

একরামুল হক শামীম বলেছেন: স্যরি, ব্লগে আমি আগের মতো নিয়মিত নই। পোস্ট দেওয়া হয় না তেমন। সুতরাং ব্লগের পোস্ট দিয়ে আপনি আমার অবস্থান বিচার করতে পারেন না।

ভালো থাকবেন।

৩৫| ০৯ ই জুন, ২০০৯ রাত ২:২৯

অন্যরকম বলেছেন: ইদানিং জীবুদার কবিতা পড়ছি কয়েকটা.... সেরম! খুবই ভাল লাগল এইটা।
আধুনিক বাংলার সেরা কবি- জীবু!

০৯ ই জুন, ২০০৯ রাত ২:৩৬

একরামুল হক শামীম বলেছেন: ঠিক ঠিক...
জীবুদারে খুবই ভালা পাই।

৩৬| ০৯ ই জুন, ২০০৯ রাত ২:৪১

অন্যরকম বলেছেন: http://banglalibrary.evergreenbangla.com/

এইখানে অনেক কিছুই পাইবা!!!! ;)

তুমারে একটা গিফট করলাম!!!

১০ ই জুন, ২০০৯ রাত ১২:২১

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা :)

৩৭| ১০ ই জুন, ২০০৯ ভোর ৪:৫১

ফারহান দাউদ বলেছেন: ম্যালাদিন অনুপস্থিত।

১০ ই জুন, ২০০৯ রাত ১১:৫৭

একরামুল হক শামীম বলেছেন: হুমমম....দৌড়ের উপ্রে আছি।
তাছাড়া আগের মতো ভাল্লাগে না ....

৩৮| ১১ ই জুন, ২০০৯ রাত ২:১৭

ফারহান দাউদ বলেছেন: আগেই কইসিলাম,রেইজ ইওর ভয়েস,নাইলে কোনদিন না কোনদিন নিজের ঘাড়েও পড়বো।

১১ ই জুন, ২০০৯ রাত ২:৪৩

একরামুল হক শামীম বলেছেন: হুমমম

৩৯| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১০

""শ্রাবণী"" বলেছেন: গান শুনতে পারছি না :(

১১ ই জুন, ২০০৯ রাত ১০:৫৮

একরামুল হক শামীম বলেছেন: কেন!!! কি হইলো!! :(

৪০| ১৩ ই জুন, ২০০৯ রাত ২:০০

রোবোট বলেছেন: ফারহান দাউদ বলেছেন: আগেই কইসিলাম,রেইজ ইওর ভয়েস,নাইলে কোনদিন না কোনদিন নিজের ঘাড়েও পড়বো।


কি পড়লো শামীমের ঘাড়ে?

১৩ ই জুন, ২০০৯ রাত ২:৪৩

একরামুল হক শামীম বলেছেন: ভাইজান অনেক কিছুই পড়ছে....

৪১| ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:১৫

শেরিফ আল সায়ার বলেছেন: আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :

:(

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫৮

একরামুল হক শামীম বলেছেন: ঠিক ......

৪২| ২৭ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

অন্ধ দাঁড়কাক বলেছেন: আমার খুব পছন্দের একটা কবিতা। ধইন্যা এখানে দেয়ার জন্য।

২৮ শে জুন, ২০০৯ রাত ১:৫৩

একরামুল হক শামীম বলেছেন: আপনাকে ধইন্যাপাতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.