![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
উড়ে যাওয়া গাংচিলের মতো
মুগ্ধতা গুলো ক্রমশ সাতার কাটে,
দিঘন্তজোড়া স্বপ্নগুলো এলোমেলো পথে
ক্লান্ত হয় অবিশ্রান্ত হেটে ;
নির্দয়ভাবে দাড়িয়ে থাকে মাঝপথে
বাস্তবতার বড় একটি কপাট,
নিছক অচেনা বলেই মনে হয়-
আষ্টেপৃষ্ঠে থাকা চিরচেনা এই পথঘাট ।
সহজ গাণিতিক হিসাবটিই ক্রমশ
হয়ে উঠে আমৃতু্য জটিল,
পান্ডুলিপির আয়োজনে পিছিয়ে তখন
মন ছুয়ে যাওয়া আকাশের নীল ।
উদাস করা গানের সুরটিকেই
লাগে বড্ড বেশি বেমানান,
তবু ও মুগ্ধতা মরে না
খুঁজে ফিরে সিগ্ধময় প্রাণ ।
২| ১৫ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৪৭
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ@যীশূ
৩| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৪
শিলা বলেছেন: হ্যা মুগ্ধতা মরে না।৫।
৪| ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমিও আপনার প্রথম লেখাটা পড়ে গেলাম। আপনি অনেক লিখসেন এতদিন ধরে আমি এত পড়তে পারুম না, মাফ করে দিয়েন
কবিতা ভালো লাগসে। মুগ্ধতা মরে না। তবে অনেক সময় সেটা বদলে যায়, পুরোনো স্মৃতির মতই। আর মাঝে মাঝে ভুলে থাকা যায় না। তখন তাকে আমি বলি "মুগোধ"।
২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৮
একরামুল হক শামীম বলেছেন: সারছে!!! কতো আগের লেখা পড়ে গেলেন!!
হু লেখতে লেখতে অনেক লেখাই হয়ে গেল। কিছুদিন পরেই হয়তো চারশ হয়ে যাবে।
হুমম মুগ্ধতা না মরলেও তা সময়ে সময়ে বদলে যায়।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২০
আসিফ আহমেদ বলেছেন: ব্যাপকসসসসসসসসসসসসসস।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
একরামুল হক শামীম বলেছেন: আরে আসিফ ভাই আমার প্রথম পোস্টটা পড়ে ফেল্লেন!!
অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
আউলা বলেছেন: না মরলে মেরে ফেলতে হবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৯
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৯
মনজুরুল হক বলেছেন: ছোট্ট লেখা,অথচ বড় আবেদন...........
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৫
একরামুল হক শামীম বলেছেন: এইটা আমার ব্লগের প্রথম পোস্ট। অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
রোবোট বলেছেন: ঐ মিয়া আমার প্রথম ব্লগে আপনার কমেন্ট কই? মাইনাস
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:৫১
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
এইটা যেসময়ের পোস্ট তখন মাইনাস দেওয়ার সুযোগ ছিল না।
৯| ২৫ শে জুন, ২০০৯ সকাল ১১:৫০
নোক্সেনডার বলেছেন: আপনেরে ব্লগে স্বাগতম
২৬ শে জুন, ২০০৯ রাত ২:০১
একরামুল হক শামীম বলেছেন: ওরে খাইছে!
ঠিকাছে। ধইন্যাপাতা
১০| ২৬ শে জুন, ২০০৯ রাত ২:১০
কালপুরুষ বলেছেন: নেক আগের লেখা পড়া হয়নি। আজকে পড়লাম। ভালো লাগলো।
২৬ শে জুন, ২০০৯ রাত ১০:৫৬
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
জিসান শা ইকরাম বলেছেন: " উদাস করা গানের সুরটিকেই
লাগে বড্ড বেশি বেমানান "
আহা কত আবেগ
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:১৬
একরামুল হক শামীম বলেছেন:
১২| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫২
ঘরহীন বলেছেন: জন্মদিনের দিন প্রথম পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকবেন।
বাই দ্য ওয়ে, দুর্দান্ত কবিতা।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৪
যীশূ বলেছেন: সুন্দর লেখা।