নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধতা মরে না

০১ লা মার্চ, ২০০৬ ভোর ৬:৪৬

উড়ে যাওয়া গাংচিলের মতো

মুগ্ধতা গুলো ক্রমশ সাতার কাটে,

দিঘন্তজোড়া স্বপ্নগুলো এলোমেলো পথে

ক্লান্ত হয় অবিশ্রান্ত হেটে ;

নির্দয়ভাবে দাড়িয়ে থাকে মাঝপথে

বাস্তবতার বড় একটি কপাট,

নিছক অচেনা বলেই মনে হয়-

আষ্টেপৃষ্ঠে থাকা চিরচেনা এই পথঘাট ।

সহজ গাণিতিক হিসাবটিই ক্রমশ

হয়ে উঠে আমৃতু্য জটিল,

পান্ডুলিপির আয়োজনে পিছিয়ে তখন

মন ছুয়ে যাওয়া আকাশের নীল ।

উদাস করা গানের সুরটিকেই

লাগে বড্ড বেশি বেমানান,

তবু ও মুগ্ধতা মরে না

খুঁজে ফিরে সিগ্ধময় প্রাণ ।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৪

যীশূ বলেছেন: সুন্দর লেখা।

২| ১৫ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৪৭

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ@যীশূ

৩| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৪

শিলা বলেছেন: হ্যা মুগ্ধতা মরে না।৫।

৪| ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১২

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমিও আপনার প্রথম লেখাটা পড়ে গেলাম। আপনি অনেক লিখসেন এতদিন ধরে আমি এত পড়তে পারুম না, মাফ করে দিয়েন:(:(

কবিতা ভালো লাগসে। মুগ্ধতা মরে না। তবে অনেক সময় সেটা বদলে যায়, পুরোনো স্মৃতির মতই। আর মাঝে মাঝে ভুলে থাকা যায় না। তখন তাকে আমি বলি "মুগোধ"।:)

২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৮

একরামুল হক শামীম বলেছেন: সারছে!!! কতো আগের লেখা পড়ে গেলেন!!
হু লেখতে লেখতে অনেক লেখাই হয়ে গেল। কিছুদিন পরেই হয়তো চারশ হয়ে যাবে।
হুমম মুগ্ধতা না মরলেও তা সময়ে সময়ে বদলে যায়। :)

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২০

আসিফ আহমেদ বলেছেন: ব্যাপকসসসসসসসসসসসসসস।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

একরামুল হক শামীম বলেছেন: আরে আসিফ ভাই আমার প্রথম পোস্টটা পড়ে ফেল্লেন!! :):)

অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮

আউলা বলেছেন: না মরলে মেরে ফেলতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৯

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৯

মনজুরুল হক বলেছেন: ছোট্ট লেখা,অথচ বড় আবেদন...........

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৫

একরামুল হক শামীম বলেছেন: এইটা আমার ব্লগের প্রথম পোস্ট। অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২

রোবোট বলেছেন: ঐ মিয়া আমার প্রথম ব্লগে আপনার কমেন্ট কই? মাইনাস

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:৫১

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
এইটা যেসময়ের পোস্ট তখন মাইনাস দেওয়ার সুযোগ ছিল না।

৯| ২৫ শে জুন, ২০০৯ সকাল ১১:৫০

নোক্সেনডার বলেছেন: আপনেরে ব্লগে স্বাগতম ;)

২৬ শে জুন, ২০০৯ রাত ২:০১

একরামুল হক শামীম বলেছেন: ওরে খাইছে!
ঠিকাছে। ধইন্যাপাতা :)

১০| ২৬ শে জুন, ২০০৯ রাত ২:১০

কালপুরুষ বলেছেন: নেক আগের লেখা পড়া হয়নি। আজকে পড়লাম। ভালো লাগলো।

২৬ শে জুন, ২০০৯ রাত ১০:৫৬

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮

জিসান শা ইকরাম বলেছেন: " উদাস করা গানের সুরটিকেই
লাগে বড্ড বেশি বেমানান "

আহা কত আবেগ :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:১৬

একরামুল হক শামীম বলেছেন: :)

১২| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ঘরহীন বলেছেন: জন্মদিনের দিন প্রথম পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকবেন।

বাই দ্য ওয়ে, দুর্দান্ত কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.