| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যুবলীগের নেতৃত্বে স্থানীয় শহীদিয়া আলীয়া মাদরাসা শহীদ মিনার ভাঙচুরের সময় এলাকাবাসী এক যুবলীগ নেতাকে আটক করেছে। তার নাম তবিবুর রহমান টিপু। তিনি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় স্থানীয় সরকার দলীয় এমপি হাবিবুর রহমান নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। বলেছেন, এর সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আজ বেলা সোয়া ৩টার দিকে টিপুর নেতৃত্বে যুবলীগের ১০/১২ জন নেতা-কর্মীর একটি দল পৌর শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার শহীদ মিনারে হামলা চালায়। মাদরাসায় নবনির্মিত শহীদ মিনারের মূলস্তম্ভে হামলা করে ভাঙচুরের সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় শহর যুবলীগের নেতা তবিবর রহমান টিপুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, শেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আমরা কোন সংঘাত চাই না। হরতালের সময় শেরপুরে স্থানীয় যুবলীগের উদ্যোগে পবিত্র শহীদ মিনার প্রকাশ্যে দিনদুপুরে ভাঙচুর করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি। এ প্রসঙ্গে বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সরকারদলীয় এমপি ওই মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এমপি হাবিবুর রহমান শহীদ মিনার ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে আমি মনে করি। তাই যে কেউ বা যে ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই সঙ্গে তিনি ওই ঘটনার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান।View this link
২|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩
মো কবির বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকী গুলার পিছনেও যে তাদেরই হাত আছে হাতেনাতে প্রমাণ হল।
পতাকা পোড়ানো এবং শহীদ মিনারকে তারাই তাদের রাজনৈতিক কারণৈ যে অবমাননা করেছে এবং দোষ দিয়েছে আম মুসল্লিদের তা যেন দিবালোকের মত ষ্পষ্ট!
অথচ তাদের চাপার জোড়ে তারা দিনকে রাত বানানোর কত চেষ্টাই না করছে।
শাস্ত্রে আছে না ধর্মের কল বাতাসে নড়ে!
চোরের ১০ দিন গৃহস্থের একদিন।
বিদ্রোহী ভৃগু>> দারুন বলেছেন।
হেই মিয়া আপনার লিঙ্ক তো ভুল দেখায়, লিঙ্ক তো মিয়া এইটা Click This Link
৩|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
এম আর সুমন বলেছেন:
শাস্ত্রে আছে না ধর্মের কল বাতাসে নড়ে!
চোরের ১০ দিন গৃহস্থের একদিন।
৪|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
রবি_জল বলেছেন:
৫|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: "চোরের দশ দিন-গৃহস্তের একদিন"! বাংলাদেশ সব সময়ই একটি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদাকিকতা মুক্ত একটি দেশ।যুগ যুগ ধরে এদেশের সকল ধর্ম বর্ণের মানুষ বাংগালী ও বাংলাদেশী হিসেবে বসবাস করে আসছে। যতবারই সেই সহাবস্থানের ব্যাত্যয় ঘটেছে, যতবারই শান্তির ব্যাত্যয় ঘটেছে-তার পিছনে প্রতিবারই কলকাঠী নেড়েছে আওয়ামী লীগ।বর্তমান অতীতে ঘটে যাওয়া সকল অপকর্মের পিছনে আওয়ামী শাসক গোষ্ঠীর মদতেই ঘটনা ঘটানো হয়েছিল-এবারো তার ব্যতীক্রম হয়নি।
৬|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
অাতিক বলেছেন: মুই আশ্চার্য হইগিলাম। বাহে আই কোনটে আছি। বুইঝতে পাইরলুম চোরের মার বড় গলা...
৭|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
সাধারণ মুসলমান বলেছেন: এসব দেখেও না দেখার ভান করতে হবে!!
৮|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
রবি_জল বলেছেন: অাতিক বলেছেন: মুই আশ্চার্য হইগিলাম। বাহে আই কোনটে আছি। বুইঝতে পাইরলুম চোরের মার বড় গলা...
৯|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
একমত না বলেছেন: এই পোস্টের পরে সামু যদি আমাকে ব্যান না দেয় তাহলে বুঝতে হবে সামুর মডুরা নিরেপক্ষ হওয়ার চেষ্টা করতেছে আর না হয়ে ১০০ টা পোস্ট ডিলিট করে এই একটা পোস্ট ডিলিট না করে, আমাকে ব্যান না করে তারা দেখানোর চেষ্টা করতেছে তারা নিরেপক্ষ।
যোগী নামক এক ব্লগার খালেদা জিয়াকে নিয়ে কিছু সুন্দর কথা বলার কারনে কেও তার ব্যান চাচ্ছে আর কিছু ছাগু ফাইটার যোগীকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশের ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া কে নিয়ে কুরুচিপূর্ণ এবং তার চরিত্র নিয়ে কমেন্ট দেবার পরো সামুতে সে বহাল তবিয়তে থাকে এবং অনেকের সমর্থন পায় সেটা দেখে আমি ভাবলাম আমিও একটা চান্স নেই।
দেখি নিজেকে সুস্থ মস্তিষ্কের দাবি করা ছাগু ফাইটাররা এবং সামুর মডুরা কি করে।
এক আবুলের পেটে পুরা পদ্মা সেতু চলে গেল। এক আবুলকে চার্জ শিটে ঢুকিয়ে দিলে এখন হয়তো পদ্মা সেতুর কাজ শুরু হয়ে যেত। ওহ! ভুলে গেছি। মসিউর রহমান নামক উপদেষ্টাও কম দায়ী না। পদ্মা সেতু আর বিশ্ব ব্যাংকের মাঝে এই দুই লোক কাঁটা হয়ে থাকলেও, অর্থমন্ত্রী মসিউর রহমান (হয়তো আবুলকেও) কে সরিয়ে দিতে রেডি থাকলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আবুল এবং মসিউর কে সরিয়ে দিতে একদম রাজি নয়। শেষে না পেরে আবুলকে বের করে দিলেও মসিউর কে নিয়ে কম নাটক করেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এখন কথা হচ্ছে তাদের প্রতি বিশেষ করে মসিউরের প্রতি তার কিসের এতো পিরিত যে তিনি তাকে সরিয়ে দিতে চাচ্ছেন না। নাকি সরিয়ে দিলে তাদের যখন তখন বঙ্গভবনে কাছে পাওয়া যাবেনা এই কারনে তিনি সরিয়ে দিতে চাচ্ছেন না? ডাল মে কুচ কালা জরুর হ্যায়।
১০|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
ভুল উচ্ছাস বলেছেন: শেষে আওয়ামী চিকু গুলা মুখ ঢাকার জন্যে একটা টয়লেট টিস্যু পায় কিনা সন্দেহ আছে আমার।
১১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ও মাদ্রাসা?
তা হইলেই তো সন্দেহ জনক। ধরছে মাদ্রাসার ছাত্ররা ! আরো সন্দেহ জনক।
তাও বগুড়ার, বিম্পি জামাতের ঘাটি, সেটা মাদ্রাসাও। পুরাই সাজানো।
বিম্পিরা জামাতিদের বাচাতে চায় কেন?
কলঙ্ক মুক্ত হইতে তাদের কত টাকা দেয়?
১২|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
রবি_জল বলেছেন: @ কাল ঝড়
কলঙ্কিত হয়তে হাসিনারে দাদাবাবুরা কত দেয় ? এইটা জানেনতো?
১৩|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
সবুজ মেঘ বলেছেন:
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে এটা লীগের মাস্টার প্লানের একটা অংশ। এছাড়া যে তাদের মুক রক্ষার আর কোন পথ নেই। জয় বাংলা !
১৪|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
নাহিদ সৈকত বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকী গুলার পিছনেও যে তাদেরই হাত আছে হাতেনাতে প্রমাণ হল।
পতাকা পোড়ানো এবং শহীদ মিনারকে তারাই তাদের রাজনৈতিক কারণৈ যে অবমাননা করেছে এবং দোষ দিয়েছে আম মুসল্লিদের তা যেন দিবালোকের মত ষ্পষ্ট!
অথচ তাদের চাপার জোড়ে তারা দিনকে রাত বানানোর কত চেষ্টাই না করছে।
শাস্ত্রে আছে না ধর্মের কল বাতাসে নড়ে!
চোরের ১০ দিন গৃহস্থের একদিন।
১৫|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
0গাংচিল বলেছেন: রবি_জল বলেছেন: @ কাল ঝড়
কলঙ্কিত হয়তে হাসিনারে দাদাবাবুরা কত দেয় ? এইটা জানেনতো?
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকী গুলার পিছনেও যে তাদেরই হাত আছে হাতেনাতে প্রমাণ হল।
পতাকা পোড়ানো এবং শহীদ মিনারকে তারাই তাদের রাজনৈতিক কারণৈ যে অবমাননা করেছে এবং দোষ দিয়েছে আম মুসল্লিদের তা যেন দিবালোকের মত ষ্পষ্ট!
অথচ তাদের চাপার জোড়ে তারা দিনকে রাত বানানোর কত চেষ্টাই না করছে।
শাস্ত্রে আছে না ধর্মের কল বাতাসে নড়ে!
চোরের ১০ দিন গৃহস্থের একদিন।