![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়তে ভালবাসি । কবিতার বই হলে কথাই নেই । হেলাল হাফিজের অন্ধ ভক্ত ।
আমি জানি না উনি কে । উনাকে আগে কখনও দেখেছি বলে মনে হয় না । কিন্তু গত কয়েক দিনে উনার আস্ফালন আমাকে বেশ ভাবিয়েই তুলেছে । দেশের সব বিষয়ে উনার মতামত দিতেই হবে । কি হেফাযত করছেন খোদা মালুম । গতকাল উনি নারীদের নিয়ে যে কথা বলেছেন তা মধ্যযুগের থেকেও খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে । নারীদের নাকি ক্লাস ফাইভের বেশি পড়ার দরকার নেই!!!! এ কথা এযুগে মানুষ ভাবতে পারে!!!! অথচ উনি নাকি আমাদের সঠিক পথ দেখাবেন !! মানুষ যে কি করে ?
নারীকে তেঁতুলের সাথে তুলনা করেছেন । নারী দেখলে নাকি উনার লালা পড়ে । আমি জানতাম লালা শুধু কুকুরের পড়ে । এখন দেখি মানুষেরও পড়ে । উনি আমাদের দেশের বেশির ভাগ পুরুষের পুরুষত্ব নিয়ে প্রশ্ন করেছেন । আমি উনার দীনের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছি । উনার মানসিক রোগ আছে । উনি মানসিক ভাবে সুস্থ নন । উনার ডাক্তার দেখান উচিৎ । আর ইসলামের বারটা বাজানো বন্ধ করা উচিৎ । উনি তো আমাদের আয়ের সব পথ বন্ধ করার উপায় বাতলে দিয়েছেন । জনসংখ্যা তো এতদিনে ১০০ কোটি ছাড়িয়ে যেত উনি দেশের যে কোন দায়িত্বে থাকলে । কেউ কেউ এই বিকৃত রুচির লোককে আমাদের নবীজির সাথে তুলনা করেছেন । এগুলো করলে ধর্মের অবমাননা হয় না? ছিঃ, আমরা এদের বাড়তে দিয়ে কি ভুলতাই না করছি । লজ্জা থাকা উচিৎ ।
উনার কথার সাথে আমি প্রায়ই পাকিস্তানের জঙ্গিদের কথার মিল পাই । ঐখানের অনেক জায়গায় নারীরা পড়তে পারে না । পড়তে চেয়ে মালালারা মরতে বসেছিল । উনার সভ্যতা আমাদের কোন পথে নিয়ে যাবে বুঝতে পারছেন এখন? না বুঝলে বলি, কোনগুলো সভ্য দেশ মানুষ জানে না ভাবছেন? বিরক্তিকর । সোজা বাংলায় উনি বাজে বকছেন । উনাকে আর লাই দিবেন না । নিজের মেয়েকে যখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যেয়ে ধর্ষণ করবে, আর তারপর বলবে উনার লালা সংবরন করেছেন তখন বুঝবেন । নিজের বোন বা মেয়েকে তেঁতুল বলছে, শুনুন উনি আপনার মাকেও তেঁতুল বলেছেন । এগুলকে জায়েয করেছেন উনার পুরুষত্ব আছে এটা বলে !! তাও মেনে নিন !!! হাস্যকর । বাঙ্গালী আগাবে অনেক ।
ধিক্কার জানাই যারা এদের কথায় ইসলাম রক্ষা হয় ভেবে নিয়ে এদের সাথে আছেন । আপানারা মানুষ নন, পশু । গালি দিলেও কম হবে আপনার জন্য ।