নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়।

তানভির রানা

মৃত্যু আছে বলেই তো জীবন টা এতো সুন্দর !

তানভির রানা › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা !

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

মুসলিমদের মাঝে অন্য ধর্মালম্বীদের জন্য সবসময় একটা নীতিবাচক মনভাব কাজ করে । তারা সব কিছুর মাঝেই ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র খুজে পান ।



আজ একজন ৫ওয়াক্ত নামাজী ব্যাক্তি বলছে, মায়ানমার কে আমেরিকার পক্ষ হতে ৮ হাজার কোটি ডলার সাহায্য দেয়া হয়েছে । আর এই সাহায্য দেয়া হয়েছে শুধু মাত্র রোহিঙ্গা মুসলিমদের হত্যা করার জন্য । রাখাইন আর রোহিঙ্গাদের মাঝে চলমান সংঘর্স টা সম্পুর্ন ভাবে আমেরিকার চাল । শুধু মাত্র মুসলিম হত্যাই ছিল তাদের আসল উদ্দেশ্য । ( হাস্যকর কথা )



আমেরিকা সাম্রাজ্যবাদী দেশ তাতে কোন সন্দেহ নাই , মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার শুধু মাত্র তেলের লোভে । আফগানিস্তানে আক্রমন ক্ষমতার জন্য। সারা বিশ্বে অনেক দেশেই জাতিগত বিভেদে মানুষ মরছে , কই আমেরিকা তো তাদের খবর রাখে না । যেখানে লাভ রয়েছে সেখানেই মাতব্বরের মত বা হাত দিয়েছে । আর এই বা হাত ঢুকাবার জন্য সুযোগ টা আমরাই করে দিয়েছি।



১৯৯১ সালের যুদ্ধে ইরাকের কুয়েত আক্রমনের ইস্যু তে মধ্যপ্রাচে ঘাটি করে আমেরিকা আর তাতে সহোয়তা করে সৌদি আরব । আফগানিস্থান আক্রমনে তালেবানদের সহোয়তা করে কুর্দি(আফগান) রা । ইরাক আক্রমনে সহোয়তা করে শিয়া রা । সবসময় দেখা গেছে নিজেদের বিপক্ষে নিজেরাই বিশ্বাসঘাতকতা করে আমেরিকা কে সাহায্য করে গেছে নিজের দেশের লোকজন । নিজেরাই যেখানে ঠিক না কিন্তু দোষারোপ দেয়া হয় অন্য দেশ কে ।



একজন মুসলিম যতটা নিজের ধর্ম সম্পর্কে অবগত, ও ধর্মান্ধ অন্য ধর্মের লোকজন কিন্তু ততটা নয় । মুসলিমগন সব কিছুর মাঝে ধর্ম কে টেনে আনতে পারদর্শী । এমন কি বিজ্ঞানের আবিষ্কার নিয়েও , আবিষ্কারের পর তারা সেটা খুজে পান কোরানের পাতায় । কিন্তু তারা বুঝতে চায় না , অন্য ধর্মালম্বীদের কাছে ইসলাম একদম মূল্যহীন আর একটা মূল্যহীন ধর্মে কে ধংশ করতে সময় নষ্ট করবে কে ?



যে যত অজ্ঞ সে তত বেশী ধর্মান্ধ, আর সেই সুযোগ টাই ব্যাবহার করছে একদল ধর্ম ব্যাবসায়ী । নিরিহ সাধারন মানুষের মগজে গেথে দিচ্ছে অন্য ধর্মের প্রতি ঘৃনা, জাহান্নামের ভয় আর বেহেস্তের প্রলোভন । তারা এমন ভাবে সাধারন মানুষের ব্রেইন ওয়াশ করেছে যে ধর্মের জন্য হাসি মুখে জীবন দিতে পারে ।



ধর্মের জন্য জীবন দিয়ে লাভ হয় কার ? পরিবারের ? দেশের ?

নাকি একদল ভন্ড ধর্ম ব্যাবসায়ীর ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

গোবর গণেশ বলেছেন: আপনি মনেহয় আস্তিকতায় বিশ্বাস করেন না, তবে আপনার কথাগুলো অস্বীকার করার যো নেই।

সহমত

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: আপনার মতো ালনাস্তিকদের আবার ইসলাম নিয়ে একটা এলার্জি আছে......।

ালপোস্ট।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: আপনার সাথে একমত না হওয়ার কোন কারন নাই। আমার বন্ধুরা যখন কোন আলোচনায় বসি, ইসলাম প্রসংগ আসেই ন্যাচার‌্যালি। তখন বেশির ভাগ কথাই ইহূদী ঘিরে। মসজিদেও তাই দেখেছি।

আমার বন্ধুদেরকে আমি প্রশ্ন করেছি একবার, ইসলামিক জলসার ৫০% এর বেশি আলোচনা ইহূদী ঘিরে কেন। ভাবটা এমন যেন ইহুদীদের গালাগালি করলেই বেশি ছওয়াব হয়।

আমাদের মুসলমানদের এই চরিত্র কবে পরিবর্তন হবে, আল্লাহই ভাল জানেন।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

তানভির রানা বলেছেন: আসলে ইসলামের বড় শত্রু অন্যধর্মালম্বী রা নয় । মুসলিমগনের অতিরিক্ত ধর্মান্ধতার কারনের ইসলামের সব চেয়ে বড় ক্ষতি হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.