![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপরাধবোধ থেকে জন্ম নেয়া ভালবাসার তীব্রতা অনেক বেশী আবার কেউ কেউ বলে থাকেন ঘৃনা থেকে জন্মানো ভালবাসার গভিরতাও অনেক । যাই হোক খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু ব্যাপকতা ওনেক বিশাল ???
যুগে যুগে অনেক গল্পকার, কবি, গায়ক বলে গেছেন এই ছোট্ট শব্দ ভালবাসার কথা । নানা রূপে নানা বর্ননায়, নানা উপমায় রেখে গেছেন সেই সব অমর কৃতি । এই ছোট্ট শব্দটির জন্য হাসি মুখে জীবন দেবার ইতিহাস যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে জনপদ, জনবহুল নগরীর ধংশ হবার। রাজ্য মুকুট ছুড়ে ফেলে দিয়ে হয়েছেন সাধারন মানুষ । প্রিয় মানুষটি কে না পাবার বেদনায় সন্যাসী হবার ঘটনাও আছে । ভালবাসা কাউকে করেছে নন্দিত আবার কাউকে করেছে নিন্দিত । পৃথিবীর অনেক শিল্পের মূল ভুমিকায় স্থান নিয়েছে এই মানবিক অনুভুতি যার নাম ভালবাসা । ক্ষমতাশালী সম্রাট গড়েছেন তাজমহল, কবি রেখে গেছেন তার কবিতায়, লেখক রেখে গেছেন তার কাহিনীতে । আর যারা খুব সাধারন তাদের ভালবাসা নিশ্চিহ্ন হয়ে গেছে কর্পুরের মত । স্থান পায় নি কোন ইতিহাসের পাতায়, তবুও ভালবাসা তো ভালবাসাই......।
আমাদের স্কুলের বাবু স্যার, চিরকুমার মানুষ । সব সময় ফুল হাতা সার্ট পরতেন। মুখে মুখে শোনা যায় তার হাতে নাকি একটি মেয়ের নাম লেখা রয়েছে। যদিও কখনও দেখি নি তবে সে যে চির কুমার সেটা জানতাম । বাবু স্যারের অনুভুতি বুঝার ক্ষমতা সেই সময় ছিল না । এখনও হয়তো নেই শুধু মাত্র উপলব্ধি টুকু করার বৃথা চেষ্টা করা । একটা মানুষ কতটূকু ভালবাসলে সারা জীবন একা থাকতে পারে ? একা থাকার যন্ত্রনা কত টূকু সেটা কম মানূষেই বুঝে । শুধু মাত্র কারো স্মৃতি বুকে সারা জীবন একা থাকা সহজ নয় । শুধু মাত্র তাদের পক্ষেই সম্ভব যাদের ভালবাসা আকাশের চেয়েও বিশাল এবং সেই ভালবাসা টুকু হৃদয়ে ধারন করার ক্ষমতা ।
মুখে অনেকেই নাক সিটকান, অনেকেই বলে থাকেন প্রেম করার চেয়ে মুরগী পালা ভাল । ধার্মিকগন বলে থাকেন ভালবাসা পাপ ( বিয়ে পূর্ব ) । প্রেম বিষয়ক প্রসংগ উঠলে অনেকেই বলেন এইটা ন্যাকামী। আবার কেউ বলেন এটা শুধুই আবেগ, বাস্তব জীবনে মূল্যহীন । আসলেই কি তাই ?? যে যার বুকে হাত দিয়ে বলুন তো প্রেম বিহীন জীবন কি আপনার কাছে ধুসর মনে হবে না ? দৃঘ্য চলার পথে কারো অভাব কি অনুভব হবে না ? সত্যিই কি পারবেন জীবন চলার পথে একা চলতে ? মানুষের ব্যাক্তিগত জীবন প্রেম বিহীন একেবারেই রঙহীন । তাহলে কেন এত অবহেলা ভালবাসার প্রতি ?
যুগ বদলে গেছে , এখন আর কাউকে চন্ডিদাশের মত ছিপ ফেলে অপেক্ষা করতে হয় না । চাইলেই প্রিয়জনের কাছে মনের কথা গুলো বলতে পারে যে কোন সময় ।হোক সেটা দূর পরবাস । প্রয়োজন পরে না কোন অপেক্ষার, প্রয়োজন পড়ে না কোন ডাক পিয়নের । সমাজের চারপাশে তাকিয়ে দেখি প্রেম, ভালবাসা বড় সস্তা হয়ে গেছে । পরিচয়ের প্রথম সপ্তাহে প্রেম ২ মাস পরে ব্রেকাপ । তৃষিত হৃদয় তখন তৃষা মেটাতে নতুন প্রেমের সন্ধানে । যারা নিজেকেই বুঝে না তারা বুঝবে কি করে আরেক জন কে ? হৃদয় হোক না যত বিশাল তারও তো সীমাবদ্ধতা রয়েছে, এক হৃদয়ে কয়জন স্থান পেতে পারে ? হৃদয় টা কে ভুল হৃদয়ে মিশিয়ে নিজেরই হৃদয় টা কে ক্ষয় করছে । তারা হারাচ্ছে ভালবাসার প্রকৃত সৌন্দর্য দেখার সুযোগ ।
প্রকৃত ভালবাসা অনেক টা মাতৃ গর্ভের শিশুর মত সময়ের পথ ধরে ত্যাগে, ধর্যে, সহমর্মীতায়, শ্রদ্ধায় তা পূর্নাংগ রূপ নেয় ।
কেউ যদি এক দিনেই তা আশা করে সেটা নির্বুদ্ধিতা ।
©somewhere in net ltd.