![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাবা,
আজ বহু দিন পর আপনাকে স্বপ্নে দেখলাম , আপনার হাত ধরে গ্রামের বাজারে যাচ্ছি । স্বপ্নের মাঝেই যেন আমি হারিয়ে গেলাম শৈশবে । হুট করেই ঘুম ভেঙ্গে গেল । গভির রাত !!
উপলব্ধী হল স্বপ্ন আর বাস্তবের যোজন যোজন দুরুত্ব ।
আপনার কাছ থেকে খাওয়া বকা গুলোর অর্থ এখন আমি বুঝি , সেই সাথে আপনার আদর ভালবাসা গুলো ও অনুভব করি । বড্ড দেরী করে বুঝেছি !! তবে যখন বুঝেছি তখন আপনি না ফেরার দেশে...।
জানি না , পরিবারের কয়জন আপনাকে বুঝেছে , কয়জন আপনার ভিতরের মানুষ টা কে চিনতে পেরেছে । সহজ সরল আপনার মাঝেও প্রখর বুদ্ধি সম্পন ব্যাক্তিসত্বা ছিল । তা স্পর্শ করার ক্ষমতা পরিবারের কারো মাঝেই ছিল না হয়তো । হয়তো ছিল !!!
জানেন বাবা, আমি ও কেমন জানি আপনার মত হয়ে যাচ্ছি , যত দিন যায় আপনার ছায়া টা ততই প্রকট হয় । আমার স্যাক্রিফাইস করার যে অসীম ক্ষমতা সেটা আপনার কাছ থেকেই পেয়েছি !!
কিন্তু মজার ব্যাপার কি জানেন ? স্যাক্রিফাইস করলে মানুষ দুর্বল ভাবে , আপনাকেও ভাবতো আমাকেও ভাবে কিন্তু বিশাল হৃদয়ের মহত্ত টা কেউ উপলব্ধী করে না ।
আমার গর্ব হয় আমি আপনার মত একজন সৎ , সহজ সরল , ভাল মানুষের সন্তান । একজন পিতার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। আমি মনে প্রানে চাই, আমার সন্তান আমাকে নিয়ে গর্ব করবে কিন্তু ভয় হয়, এমন সৌভাগ্য বুঝি আমার হবে না । যার ব্যার্থতা দিয়ে জীবন শুরু এমন একজন মানুষের কাছে সাফল্য কি আশা করা যায় ?
আপনি অসুস্থ হবার পরে কিছুটা সেবা করার সুযোগ আমার হয়েছিল, সেই সময়ে হস্পিটালের বেড এ শুয়ে আমাকে যত উপদেশ দিয়েছেন , তা আমি বুকের মাঝে আগলে রেখেছি, এবং দেখছি প্রতিটি ভবিষ্যত বানীর বাস্তব প্রতিফলন হতে । আপনাকে যেমন কেউ বুঝে নি , আমি জানি আমাকেও কেউ বুঝবে না । হয়তো আমার মৃত্যুর পর আমার সন্তান আমাকেই নিয়ে লিখবে তা আপনার মতই আমার কাছে পৌছাবে না কোন দিন ।
বাবা, আপনার প্রতি আমার যে অভিমান ছিল, দেশ ছাড়ার কিছু দিন আগে আপনি ক্ষমা চেয়েছিলেন আমার কাছে । বিশ্বাস করুন আমার অভিমান গুলো সেই দিনেই শেষ হয়ে গেছে কিন্তু নিজের কাছেই অপরাধী হয়ে আছি আর এই অপরাধবোধ কোন দিনই শেষ হবার নয় । আজ আপনার অভাব টা খুব বেশী অনুভব করছি বাবা। খুব ইচ্ছে করছে আপনার কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করি ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
তানভির রানা বলেছেন: ভাই, অনেক বড় আক্ষেপ নিয়ে লেখা । সন্তান হিসাবে আসলে কিছুই করতে পারি নাই । ব্যার্থতার দায়ভার কাধের উপর, আর সেটা বয়ে বেড়ানো অনেক কষ্টকর ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
লাবনী আক্তার বলেছেন: আবেগি আর বেদনা মিশ্রিত চিঠি!
আপনার বাবার আত্মার মাগফিরাত কামনা করছি।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
স্বপ্ন চারিণী বলেছেন: যেখানেই থাকুন ভাল থাকুন আপনার বাবা!
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
আরজু পনি বলেছেন:
বড্ড দেরী করে বুঝেছি !! তবে যখন বুঝেছি তখন আপনি না ফেরার দেশে...।
.............................নিজের কাছেই অপরাধী হয়ে আছি আর এই অপরাধবোধ কোন দিনই শেষ হবার নয় । আজ আপনার অভাব টা খুব বেশী অনুভব করছি বাবা। খুব ইচ্ছে করছে আপনার কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করি
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
মৃদুল সাংহাই বলেছেন: আপনার বাবার আত্মার মাগফিরাত কামনা করছি।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
রীতিমত লিয়া বলেছেন: হয়তো আমার মৃত্যুর পর আমার সন্তান আমাকেই নিয়ে লিখবে তা আপনার মতই আমার কাছে পৌছাবে না কোন দিন ।
নিশ্চই আপনার সন্তানও তাঁর বাবার প্রতি গর্ব করে পত্র লিখবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
তানভির রানা বলেছেন: আপনার কথা টি যেন সত্যি হয় , আর সেটা আমি মনে প্রানে চাই ।
একজন মানুষের সত্যিকারের বিজয় টা তখনই যখন তার সন্তান পিতা কে নিয়ে গর্ব করে ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
রাইসুল নয়ন বলেছেন: আপনার চিঠি পড়ে কাঁদলাম ভাই,
এমন করে কেউ লেখে ?