নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়।

তানভির রানা

মৃত্যু আছে বলেই তো জীবন টা এতো সুন্দর !

তানভির রানা › বিস্তারিত পোস্টঃ

আমি এই বাংলার কোমল পলিমাটির সন্তান , আমি বাংলাদেশী !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫

এমন মানবজনম আর কি হবে ।

মন যা করো ত্বরায় করো এই ভবে ।।



অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই

শুনি মানবের উত্তম কিছু নাই

দেব-দেবতাগণ করে আরাধন

জন্ম নিতে এই মানবে ।।



কত ভাগ্যের ফলে না জানি

পেয়েছ এই মানব-তরণী

বেয়ে যাও ত্বরায়, তোমার সুধারায়

যেন ভারা না ডোবে ।।



মানুষে করতে মাধুর্য ভজন

তাইতে মানবরূপ গঠলেন নিরঞ্জন

এবার ঠকলে আর না দেখি কিনার

লালন কয় কাতরভাবে ।।



-লালন ।



এই বাংলার মাটিতে বাউলগন গেয়ে গেছেন মানবতার গান , লালনগীতি, মারফতি , জারিগান সহ নানা গানের বানী তে ছিল , মানবতা, প্রেম বিরহ , আবহমান বাংলার লোকগাথা । তাদের মরমী বানীতে গাথা আছে গ্রাম-বাংলার জীবনের রূপ কথা ।



প্রায় বছর খানিক আগে নিউজে দেখেছিলাম , উত্তর বঙ্গে অনেক গুলো বাউল শিল্পীর বেশরীয়তির অভিযোগে চুল কেটে দেয়া হয় সেই সাথে করা হয় অপমান । অথচ এই বাউল শিল্পীগন আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতির একটা অংশ ।



মোল্লাগন বিভিন্ন ওয়াজে বয়ান দিয়ে পশ্চিমা সাংস্কৃতির কঠোর ভাবে সমালোচনা করেন , এবং সেই সাথে ছাগুর পঙ্গপাল নাউজুবিল্লাহ বলতে বলতে মুখে থুবড়ি ফুটান !! পহেলা বৈশাখ পালন করলে পাপ কিন্তু আরবী বছরের প্রথম দিন উদযাপন করলে সওয়াব । জন্মদিন পালন করা হারাম কিন্তু ঈদ-উল-মিলাদ্দুন নবী পালন করা পূন্য । বিধর্মী কে বিয়ে করলে জাহান্নাম কিন্তু কাফের কে হত্যা করলে জান্নাত । ৪ টি বিয়ে করা জায়েয কিন্তু প্রেম-ভালবাসা হারাম ।



মোল্লাগন বলে থাকেন ইসলামের মাঝেই মানবতা !! কই আমি তো মানবতা দেখি না । আমি তো ইসলামের মাঝে খুজে পাই মরুভুমির রুক্ষতা । ওয়াজ করতে যেয়ে যখন কোন হুজুর চিৎকার করে বলে " ভাইয়েরা আমার , আপনারা কি বাংলাদেশী নাকি মুসলিম ? ছাগুর পাল চিৎকার করে বলে মুসলিম "



আমার ও তখন গর্ব নিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি এই বাংলার কোমল পলিমাটির সন্তান , আমি বাংলাদেশী !!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.