নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়।

তানভির রানা

মৃত্যু আছে বলেই তো জীবন টা এতো সুন্দর !

তানভির রানা › বিস্তারিত পোস্টঃ

একটি অনু গল্প ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫১





ফারিয়া ফেবুর ইনবক্স খুলেই শিহরিত, এত মেইল ! যদিও বেশীর ভাগ লুল টাইপ ছেলের মেইল , তারপর ও তার কাছে খুব ভাল লাগে । আয়নায় নিজেকে দেখে তার সুন্দরীই মনে হয় । ছেলেদের কাছে রূপের প্রশংসা শুনতে কারই বা খারাপ লাগে । প্রশংসার পাশাপাশি আরেক টা ব্যাপার তার কাছে খুব ভাল লাগে , সেটা হল ফেবুতে লাইক পেতে ।



খুব সময় নিয়ে তার নোটিফিকেশন চেক করলো , তার ছবি গুলো তে বেশী বেশী লাইক পাওয়া মানুষ গুলো লাইক দেয় না , তবে কেউ কেউ ইনবক্স এ ভাব জমাতে চায় । শুধু মাত্র নিজের ছবি দিয়ে অনেক লাইক পাওয়া সম্ভব নয় সেটা সে বুঝে গেছে । লাইক পেতে হলে সুন্দর করে লিখতে হবে । বাংলিশে লেখার কারনে কিছু দুষ্ট ছেলে তাকে মুরাদ টাকলী বলে টাইটেল দিয়েছিল , সে কথা মনে পড়লে প্রচন্ড রাগ হয় তার । ধর্মীয় পোষ্ট দেবার পর কিছু লোক আবার তাকে ছাগী ও বলেছে । এর চেয়ে মানবতাবাদী পোষ্ট দেয়া সবচেয়ে ভাল ও নিরাপদ । লাইক ও পাওয়া যায় প্রশংসাও জুটে । এর চেয়ে বড় কথা ফেবুর সেলেব্রেটিরাও লাইক দেয় ।



আজ সে শেরাটনের সামনে দিয়ে আসার সময় কিছু ফুল বিক্রেতা শিশুর ছবি তুলেছে । আজ সেই ছবি গুলো পোষ্ট করতে হবে । একবার নোংরা এক পিচ্চি ভিখারির ছবি খুব হিট করেছিল , অনেক গুলো লাইক পড়েছিল ছবিটাতে । আজকের ছবি গুলোর সাথে ভাল কিছু লিখে দিলেই অনেক গুলো লাইক নিশ্চিত । কিন্তু কি লেখা যায় ? ভাবতে ভাবতে সে কয়েকজন ফেবু সেলেব্রেটির প্রোফাইলে ঢুকলো ।



সে গভীর চিন্তায় মগ্ন , ৮ বছরের পিচ্চি কাজের মেয়ে কখন যে তার পাশে দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে সেটা খেয়ালই করে নি ।



-আফা আফনের দুধ ।



-রহিমা, তোকে না বলেছি নক না করে আমার রুমে ঢুকবি না । আর কোন দিন এমন হলে একদম কান ছিড়ে ফেলবো ।



-আফা, মাফ কইরা দেন । এমন ভুল আর হইবো না ।



- দুধ টা টেবিলের উপর রেখে ভাগ এখান থেকে ।



রহিমা ছোট্ট হাতে গরম দুধের গ্লাস টি টেবিলের উপর রাখতেই ঘটে বিপত্তি , গ্লাস থেকে একটু দুধ পড়ে যায় টেবিলের উপর । তার ছোট্ট বুক টি কেপে উঠে অজানা আশংকায় ।



মুহুর্তে ছুটে আসে ফারিয়া।



- স্টুপিড , সামান্য একটা কাজ ও ঠিক মত করতে পারিস না । তোদের মত ছোটলোক গুলো কে দিয়ে খাওয়া ছাড়া আর কিছুই হয় না ।



প্রচন্ড রাগে রহিমার খসখসে গালে বসিয়ে দেয় কয়েক টি চড় ।



এরপর কিছুক্ষন চুপচাপ থাকার পর সে আবার বসে ল্যাপটব নিয়ে , আজকের তোলা ছবি গুলো থেকে বাছাই করে একটা ছবি আপলোড করে ফেবুতে । ছবিতে অসহায় একটি মেয়ে ছলছল চোখে জীবনের তাগিদে ফুল বিক্রি করছে । চমৎকার সাবজেক্ট !



কয়েকজন সেলেব্রেটির পোষ্ট থেকে লেখা কপি করে ছবি সহ পোষ্ট করে দেয় ফেবুতে । নিজের পোষ্টের দিকে তাকিয়ে মন টা ভাল হয়ে যায় । কি সুন্দর করে মানবতার কথা লেখা । আজ সে অনেক গুলো লাইক পাবে ভাবতেই তার মন টা নেচে উঠে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: ওকে

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৪

আমিই মিসিরআলি বলেছেন:
ভার্চুয়াল জগতে আসলে মানবতা ভিতর থেকে যেন উথলিয়ে পরে,
কিন্তু বাস্তব জীবনে কতটা মানবতা মন্ত্রে দীক্ষিত হতে পেরেছি সত্যিই জানিনা /:)

গল্পটা পড়ে খুবই ভালো লাগল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৬

তানভির রানা বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করে লেখা টা পড়ার জন্য । দুঃখজনক হলেও সত্যি ভার্চুয়াল জগতে এমন মানুষের সংখ্যাই বেশী ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৯

খেয়া ঘাট বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন:
ভার্চুয়াল জগতে আসলে মানবতা ভিতর থেকে যেন উথলিয়ে পরে,
কিন্তু বাস্তব জীবনে কতটা মানবতা মন্ত্রে দীক্ষিত হতে পেরেছি সত্যিই জানিনা

গল্পটা পড়ে খুবই ভালো লাগল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৭

তানভির রানা বলেছেন: ধন্যবাদ দাদা :)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমমম! আমাদের মানবতা আজকাল ফেইসবুকের লাইকে ভাইসা যায়!


গপ ভালা লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.