নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের বিবেককে বলছি

তানভীর আহমেদ শরিফ

নরসিংদী জেলার শিবপুর থানার সবু-পাহাড়ি অঞ্চল জয়নগরের অপূর্ব নয়ানাভিরাম কামরাবো গ্রামের আলো-বাতাসের মধ্য দিয়ে আমি বড় হয়েছি ।পেশায় একজন মেরিন অফিসার ।

তানভীর আহমেদ শরিফ › বিস্তারিত পোস্টঃ

কোন সভ্য দেশে আমরা বসবাস করছি!!??

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

ছবি যেন শুধু ছবি নয়।



শাবিতে আয়ামীলীগের দুই গ্রুপের মাঝে চলছে আধিপত্য বিস্তারে প্রকাশ্য অস্ত্রের মহড়া।ইতিমধ্যে একজন নিহত হয়েছে।আর যে নিহত হয়েছে সে শাবি এর ছাত্র নয়।আর তাই আমার মনে খুব সহজাত একটা প্রশ্ন,নিহ্ত ছাত্রটি যদি শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের নাই হবে তাহলে সে শাবিতে এসে কিসের ভিত্তিতে সংঘর্ষে জড়ালো?এরা সবাই কি ছাত্র,না এদের মধ্যে অনেকেই ভাড়াটে মাস্তান?যারা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপিঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হিংস্র মানবের পরিচয় দিচ্ছে,তারা কি ছাত্র নামের কুলাঙার নয়,সে যে দলেরই হোক?ছবিতে দেখা যাচ্ছে পুলিশ বেচারা ভয়ে হোক আর লজ্জায়ই হোক,বন্দুক হাতে মুখ ফিরিয়ে আছেন।যেন বাবু সোনা কিছুই দেখেননি।বন্দুকের বদলে একটা ললিপপ ধরিয়ে দিলে ছবিটা হয়তো আরো সুন্দর হতো।অথচ এই পুলিশ সেনারাই ৫ই মে মাত্র কিছু সময়ের ভিতরে মতিঝিলের লাখো জনতাকে হটাতে সক্ষম হয়েছিলো। এর প্রেক্ষিতে আমাদের সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন বার বার উকি দিচ্ছে,পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে?আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে সরকার কারও বেডরুমে পাহারা দিতে পারবেনা।অথচ জনগণের নিরাপত্তার কথা আমাদের সংবিধানে রয়েছে।আমি সম্মানিত প্রধান্মনত্রীকে শ্রদ্ধার সহিত বলতে চাই,আমাদের বেড রুমে না হয় নিরাপত্তা নাই দিলেন,বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় আমাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

নতুন বলেছেন: সভ্য দেশ... জটিল প্রশ্ন...

এটা ভন্ড দেশ... :(

মুখে সবাই সাধু... কিন্তু কাজে সবাই ডাকাত..

২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

ভিটামিন সি বলেছেন: আরে নাহ আপনি ভুল বোঝেছেন। এরা পাহাড়ের ঝোপ-ঝাড় পরিস্কারের জন্য দা হাতে নিয়েছে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। আর কোপাকুপি যারা করেছে তারা ছাত্রলীগের কেউ না। ওরা পাকিস্তান থেকে এসে কোপাকুপি করে গেছে। যেটা মরেছে ওইটাও বহিরাগত পাকিস্তানী। ছাত্রলীগের কেউ না।

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

খেলাঘর বলেছেন:

ছাত্রলীগই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, শেখ সাহেব, শেখ হাসিনা সবাই এদের উপর ভর করে আছে।

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

তানভীর আহমেদ শরিফ বলেছেন: সব রাজনৈতিক দলেরই উচিত এখনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।নয়তো ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।আর এর দায়ভার তখন ঐ দলকেই নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.