নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের বিবেককে বলছি

তানভীর আহমেদ শরিফ

নরসিংদী জেলার শিবপুর থানার সবু-পাহাড়ি অঞ্চল জয়নগরের অপূর্ব নয়ানাভিরাম কামরাবো গ্রামের আলো-বাতাসের মধ্য দিয়ে আমি বড় হয়েছি ।পেশায় একজন মেরিন অফিসার ।

তানভীর আহমেদ শরিফ › বিস্তারিত পোস্টঃ

একজন পাগলপ্রায় শহীদ মুক্তিযোদ্ধার মা ও পাকিস্তানী দালালের কথোপকথন ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৮



মাঃ খোকা,খোকা ।তোমরা কি কেউ আমার খোকাকে দেখেছো ? ও,তোমরা খোকাকে চিনতে পারছোনা ? খোকা আমার নাড়ী ছেঁড়া ধন ।দেশে যখন যুদ্ধ শুরু হলো,খোকা আমায় বলে,মা আমি যুদ্ধে যাচ্ছি ।তোমার জন্য একটা স্বাধীন পতাকা নিয়ে তবেই ফিরবো মা ।আমার মুখে হাসি আর চোখে জল চলে আসলো ।আমার ছোট্ট খোকা আজ দেশের জন্য যুদ্ধে যাচ্ছে ।খোকা তুইতো আমায় বলেছিলে,মা তুমি আমার জন্য ভেবনা ।আমি খুব তাড়াতাড়ি তোমার কোলে ফিরে আসবো ।তোর মাতো এখনো তোর অপেক্ষায় পথ চেয়ে আছে খোকা ।তুই বলেছিলে আমার জন্য স্বাধীন পতাকা নিয়ে আসবি ।স্বাধীন পতাকাতো আমি পেয়েছি ।কিন্তু তুইতো আর ফিরলিনা খোকা ।খোকা,একবার এই হতভাগী মায়ের কোলে আয় বাবা ।মায়ের বুকটা যে তোর জন্য ছটফট করছে বাবা,একবার তুই আমার কোলে আয়,একবার আমার কোলে আয় ।



রাজাকারঃ হাহাহা.........কাঁদ পাগলি কাঁদ,কান্নাই তোর উচিত ।কি পেলি দেশ স্বাধীন করে ?নিজের একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলের মতো পথে পথে ঘুরছিস ।



মাঃ কে,কে তুই ?



রাজাকারঃ আমি ? হাহাহা..................মুক্তিযুদ্ধের সময় ছিলাম পাকিস্তানের দালাল ।দেখ বুড়ি দেখ, স্বাধীনতার পর এখনো এই দেশে আমরা সিংহের মতো ঘুরে বেড়াচ্ছি আর তুই সন্তান হারিয়ে পাগলের মতো পথে পথে কেঁদে মরছিস ।তোর খোকা আর ফিরবেনা বুড়ি ।ওকে আমরা শেষ করে দিয়েছি ।হাহাহা......



মাঃ না,আমার খোকা মরেনি ।আমার খোকা মরতে পারেনা ।ও আমাকে বলেছে ,ও আবার আমার কোলে ফিরে আসবে ।ও আসবে,আমার খোকা ফিরে আসবে ।



রাজাকারঃ হাহাহা.........আসবেনা বুড়ি আসবেনা।তোর খোকা আর কখনোই ফিরে আসবেনা ।



মাঃ আসবে,খোকা অবশ্যই আসবে ।তোদের মতো হারামীকে এই বাংলার মাটিতে বাঁচিয়ে রেখে আমার খোকা মরতে পারেনা ।ও আসবে,আমার খোকা আসবে ।আমার খোকা বলেছে,মা আমি যদি ফিরে না আসি, তবে পূর্ব আকাশে নতুন স্বপ্ন নিয়া উঠা লাল সূর্য্যের মাঝে আমাকে খুঁজো ।খুব ভোরে যে পাখিটা গান গেয়ে তোমার ঘুম ভাঙিয়ে যাবে,মনে করবে আমিই সেই পাখি ।যেখানে অন্যায়-আবিচার দেখবে সেখানেই প্রতিবাদের লেলিহান শিখায় তোমার সন্তান কে দেখতে পাবে ।ও মরেনি ।বীর বাঙালীর রক্তের সাথে আমার খোকা বেঁচে আছে ।ওরা তোদের ছাড়বেনা ।ওরা আসবে ।মায়ের ডাকে তার খোকারা তোদের শেষ করতে আসবেই ।পালানোর পথ খুঁজে পাবিনা তোরা ।হাহাহ.........।আবার একটি যুদ্ধ হবে ।হাহাহা.........ঐ শোন ওরা আসছে ।তোদের বাংলার মাটি থেকে শেষ করে দিতে ওরা আসছে ।হাহাহা.........যুদ্ধ হবে,আবার একটি যুদ্ধ হবে...হাহাহা...আবার একটি যুদ্ধ হবে ।



(রাজাকার যে দলেরই হোক,নিঃসন্দেহে তারা ঘৃনার পাত্র ।আবার যে বা যারা নিজের স্বার্থ বিরোধী হলেই কথায় কথায় রাজাকার উপাধি দিয়ে দেন ঐ সকল মহান ব্যক্তি/ব্যক্তিরাও নিঃসন্দেহে ঘৃনার পাত্র ।কেননা,রাজাকার কারো মালিকানা শব্দ নয় যে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবে ।)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: রাজাকারটা নিশ্চয়ই আওয়ামী লীগ করে। নইলে এত চোটপাট দেখানোর সাহস করতনা। একমাত্র আওয়ামী লীগারই চুরি করে সদর্পে ঘোষণা করতে পারে, আমি একজন চোর!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

কাহাফ বলেছেন: ব্লগার নীল অাকাশ২০১৪ এর সাথে সহমত!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.