নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের বিবেককে বলছি

তানভীর আহমেদ শরিফ

নরসিংদী জেলার শিবপুর থানার সবু-পাহাড়ি অঞ্চল জয়নগরের অপূর্ব নয়ানাভিরাম কামরাবো গ্রামের আলো-বাতাসের মধ্য দিয়ে আমি বড় হয়েছি ।পেশায় একজন মেরিন অফিসার ।

তানভীর আহমেদ শরিফ › বিস্তারিত পোস্টঃ

সাধারণ নাগরিকদের কথা যাদের জন্য আজ আপনারা দেশের নীতিনির্ধারক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

(আমার এই লিখাটা এই ব্লগের নীতিমালার পরিপন্থী ।হয়তোবা কর্তৃপক্ষ লিখাটা দেখা মাত্র সরিয়ে ফেলবে ।কিন্তু আমার বিশ্বাস,আমার এই লিখাটা দেশপ্রেমী বাঙালীর বিবেকের পরিপন্থী নয় ।)
খোলাচিঠি
ভারাক্রান্ত মন নিয়ে আজ লিখতে বসলাম ।জানি,এই লেখা বিশিষ্টজনদের নজরে পড়লে আমার শাস্তি হতে পারে ।হবে হউক ।ভয় পেয়ে চিরন্তন সত্যকে বুকের ভিতর লুকিয়ে রাখটাও লজ্জার ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিঃ জনগনের অধিপতি হয়ে ক্ষমতার মসনদে বসে আছেন ।আর হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নেকি কান্না কাঁদছেন ।জনগনের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের ।অথচ আজ জনগনের জান-মাল চরম হুমকির মুখে ।আর এই জন্য নিসঃন্দেহে আপনি দায়ী ।আপনি খুব ভালো করেই জানেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ।৫ই জানুয়ারির নির্বাচনে এ দেশের জনগন আওয়ামীলীগ কে নিসঃন্দেহে প্রত্যাখান করেছে ।সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে আপনি এক তরফা নির্বাচনে গিয়েছেন এবং আপনার দলের অনেকেই বলেছিলেন প্রয়োজন হলে নির্বাচনের পর আবার মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা হবে ।৯৬ এর নির্বাচনে এই পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচন দিয়েছিলেন ।অথচ আজ আপনাদের ক্ষমতা দখলের আগুনে যখন সাধারণ মানুষ পুড়ে মরছে তখনও আপনার মনে হয়না মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগনকে এই মরনখেলা থেকে রক্ষা করা আপনার কর্তব্য ?কিন্তু আপনি তা না করে হাসপাতালে গিয়ে সস্তা চোখের পানি ঝরাচ্ছেন ।দেশে এর পূর্বেও তিন তিনবার মধ্যবর্তী নির্বাচন হয়েছিলো ।তবে আজকে হতে দোষ কি ?একটা কথা মনে রাখবেন,পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় ।আপনি এবং আপনার ক্ষমতাও নয় ।


বেগম খালেদা জিয়াকে বলছিঃ ক্ষমতা দখলের নেশায় মত্ত হয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার অধিকার আপনাকে কে দিয়েছে ?আপনার ক্ষমতা দখলের প্রধান বাঁধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।সাহস থাকেতো ওনার গায়ে পেট্রোল বোমা মারোন ।আর প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকেতো পুলিশ দিয়ে কথিত বন্দুক যুদ্ধের নামে আপনাকে মারুক ।কিন্তু তা না করে সাধারণ মানুষের লাশের উপর দিয়ে আপনি কাদের জন্য ক্ষমতায় যেতে চান ।শুনেছি আপনার সন্তানের মৃত্যুর খবর শুনে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন ।একজন মা হিসেবে এমনটাই হওয়া স্বাভাবিক ।কিন্তু আপনার দলের কর্মীদের ছোঁড়া পেট্রোলবোমার আঘাতে যারা মারা যাচ্ছে তারাওতো কোন মায়ের সন্তান ।একবারও কি ভেবে দেখেছেন, সন্তানের মৃত্যুর খবর শুনে ঐ সকল মায়ের বুকের ভিতরটা কিভাবে হাউমাউ করে কেঁদে উঠে ?ওই সমস্ত মায়ের অভিশাপে আপনি কি অভিশপ্ত নন ?


জামাতে ইসলাম কে বলছিঃ স্বীকার করুন আর নাই করুন,বিএনপির সহযোগী হয়ে আপনারাও সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন ।আপনারাতো ধর্মের রাজনীতি করেন ।ক্ষমতার লোভে সাধারন মানুষকে পুড়িয়ে মারার কথা ইসলাম ধর্মের কোথায় লিখা আছে বলতে পারেন ?কাল কেয়ামতের দিন আল্লাহতায়ালা যদি প্রশ্ন করেন,”তোমরাতো সৃষ্টি করতে জানোনা,তবে আমার সৃষ্টিকে ধ্বংস করলে কেন ?”-কি জবাব দিবেন সেই দিন ভেবে রেখেছেন ?

গনজাগরণ মঞ্চকে বলছিঃ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আপনাদের অবস্থান সত্যিই প্রশংসার দাবি রাখে ।কিন্তু আজ বাংলা মায়ের চরম ক্রান্তিলগ্নে কোথায় আপনাদের জাগরণ ?দেশের এই সংকটময় মূহুর্তে আপনারা যদি এগিয়ে না আসেন তবে শাহবাগে জনগনের নয়,একটা বিশেষ দল বা মহলের এজেন্ডা হয়ে আপনারা আত্মপ্রকাশ করেছিলেন সাধারণ মানুষের এই ধারণা আরো সুস্পষ্ট হবে ।

চিঠির শেষ অংশে সকল রাজনৈতিক দলকে শুধু এতটুকুই বলবো ,হযরত উমর ফারুক (রা) মতো ছদ্মবেশে জনগনের কাছে এসে দেখুন জনগন আপনাদের ভালবাসেন না ধিক্কার দেয় ।
(আমি আমার বাক স্বাধীনতা প্রকাশ করলাম ।এই লিখাটা যারা পরবেন; অন্ধভাবে নয়,একবার নিজের বিবেক কে প্রশ্ন করে দেখুন আমার লিখায় কোন ভুল আছে কিনা ।ভুল থাকলে আপনার/আপনাদের পরামর্শ হয়তো আমায় সঠিক পথের সন্ধান দেবে ।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.