![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরসিংদী জেলার শিবপুর থানার সবু-পাহাড়ি অঞ্চল জয়নগরের অপূর্ব নয়ানাভিরাম কামরাবো গ্রামের আলো-বাতাসের মধ্য দিয়ে আমি বড় হয়েছি ।পেশায় একজন মেরিন অফিসার ।
শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হতে পেরেছেন ???
( তানভীর আহমেদ ।)
আমি বঙ্গবন্ধুকে দেখিনি ।ইতিহাস থেকে জেনেছি তার কর্মজীবন,রাজনৈতিক দর্শন ।কিন্তু আমি শেখ হাসিনাকে দেখেছি ।দেখেছি তার শাসনামল ।আর তাই,আমার মনে একটা প্রশ্ন বার বার ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে পড়ছে ।শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হতে পেরেছেন ?”আমি বলবো,বঙ্গবন্ধুর ধারে-কাছেও শেখ হাসিনার অবস্থান নেই ।এর দুইটি কারন থাকতে পারে ।প্রথমত,বঙ্গবন্ধুর মতো নেতা প্রতিদিন জন্মান না ।আর দ্বিতীয়ত,বঙ্গবন্ধু দেশকে,দেশের মানুষকে ভালবেসেছিলেন ।আর শেখ হাসিনা ভালবেসেছেন ক্ষমতাকে ।এই ক্ষমতার লোভই বঙ্গবন্ধু আর শেখ হাসিনার মধ্যে আদর্শগত পার্থক্য ।বঙ্গবন্ধু ইচ্ছে করলেই পশ্চিম পাকিস্থানের কাছ থেকে ক্ষমতা আর আয়েশী জীবন-যাপন দুটোই পেতে পারতেন ।কিন্তু বাঙালির দাবি,বাঙালীর চাওয়া যার রক্তের সাথে মিশে রয়েছে তার কন্ঠ থেকে স্বভাবতই উচ্চারিত হবে-“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ।”ওনি পেরেছিলেন জাত,ধর্ম,বর্ণ নির্বিশেষে পুরো বাঙালী জাতিকে এক সুতোয় বাঁধতে ।আর তাই ওনি মুজিব থেকে বঙ্গবন্ধু হতে পেরেছিলেন ।কিন্তু শেখ হাসিনা বঙ্গকন্যা হতে পারেননি ।ওনি মুজিবের কন্যাই রয়ে গেলেন ।আমি মুক্তিযুদ্ধ দেখিনি ।দেখেছি স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের ফাঁসি ।যদিও এর বিচারকার্য্যের স্বচ্ছ্বতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে,তারপরও আমি বলবো,ওনারা যদি সত্যিই অপরাধী হোন তবে ওনাদের যেন সর্বোচ্চ শাস্তিটুকুই হয় ।কিন্তু লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা,স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগের নেতাকর্মীদের চাপাতিঘাতে বিশ্বজিত হত্যা,সাগর-রুনি হত্যা,শাপলা চত্বরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ,টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে আলেম-ওলামাদের হত্যা করা,হরতাল,অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা সহ অন্যান্য বর্বোরোচিত যে হত্যাকাণ্ডের প্রজন্ম স্বাক্ষী হয়ে রইলাম ,তার বিচার কবে হবে ?ইতিহাস কাউকে কখনো ক্ষমা করেনি ।সুতরাং এর জন্য যারা দায়ী ইতিহাস তাদেরকেও ছাড়বেনা ।শুধু অপেক্ষা আরো ৪৪ বছরের ।আপনি বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন ।যোগ্য মেয়ের মতোই কাজ করেছেন ।কিন্তু তাঁর মৃত্যুতে যারা উল্লাসিত হয়েছিল তাদেরকে নিজের দলে ভিড়িয়ে আবার আমাদের হাসিয়েছেনও আপনি ।ববন্ধুরঙ্গ কন্যা হিসেবে বাঙালী জাতি আপনার কাছে যা প্রত্যাশা করেছিলো আপনি তা পূরন করতে অনেকটাই ব্যর্থ ।আফসোস,বাঙালী জাতি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী খুঁজে পায়নি ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৮
মাসুদ েদওয়ান বলেছেন: আপনার লেখাটি ভালো লাগলো। আপনি ভালো লিখেচেন । ধন্যবাদ।