![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরসিংদী জেলার শিবপুর থানার সবু-পাহাড়ি অঞ্চল জয়নগরের অপূর্ব নয়ানাভিরাম কামরাবো গ্রামের আলো-বাতাসের মধ্য দিয়ে আমি বড় হয়েছি ।পেশায় একজন মেরিন অফিসার ।
ঝমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থের দিক দিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল ।তারকাদের উপস্থিতি আর স্নায়ুরুদ্ধকর প্রতিটি খেলার মধ্যে দিয়ে আইপিএল ক্রিকেটপ্রেমিদের কাছে পুষ্টিকর খোরাকে পরিণত হয়েছে ।এই টুর্নামেন্টের ক্লাবের যারা মালিক তারা কি ক্রিকেটকে ভালবেসেই ক্লাবগুলো গড়েছেন,কিংবা ওনারা কি আসলে খুব একটা খেলা দেখেন,নাকি সেখানে শুধুই ব্যবসায়িক উদেশ্য এই প্রশ্ন কিন্তু থেকেই যায় ।তবে তার চেয়ে বড় কথা হলো,ক্রিকেটতো বেঁচে আছে ।কিন্তু এই ক্রিকেট কি এখন শুধু ক্রিক্রটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ?আইপিএল নিয়ে বাংলাদেশে গৃহবধূর আত্মহত্যার খবর শুনে আমি শিউরে উঠেছিলাম ।অবাক হয়ে যাই যখন দেখি আইপিএলের প্রতিটি খেলা নিয়ে আমাদের দেশই(অনেক দেশেই হচ্ছে,তবে নিজের দেশের এই অবস্থা দেখে বেশি কষ্ট পাই) ফুটপাত থেকে বড় বড় হোটেল,চায়ের স্টল থেকে স্টেডিয়ামের গ্যালারিতে চলছে ভয়ানক জুয়া খেলা ।প্রতিটি বলে কত রান হবে,ওভারে কত রান হবে,ইনিংসে কত রান হতে পারে ,ওভারে চার-ছক্কা হবে কিনা,কোন দল হারবে আর কোন দল জিতবে প্রতিটি মূহুর্তকে নিয়ে চলছে জুয়া ।এই খেলায় এক জন জিতছে আর আরেকজন নিঃস্ব হচ্ছে,নিঃস্ব হচ্ছে তার পরিবার,বিপদগামী হচ্ছে দেশ ।যে ছেলেটা দশ টাকা জিতেছে,তার এখন দশ হাজার টাকা জিতার স্বপ্ন ।যে দশ টাকা হেরেছে তার বিশ টাকা ফিরিয়ে আনার চেষ্টা জুয়া খেলাকে অমরত্ব দিচ্ছে ।উল্লেখ্য,ছেলেদের পাশাপাশি সমান অধিকারের দাবিদার মেয়েরাও এ জুয়া খেলায় এখন আর পিছিয়ে নেই ।অনেক সময় বড় বড় ক্রিকেটাররাও টাকার লোভে নিজিদের জুয়ার তাস বানিয়ে ফেলছেন ।আর এতে করে অনিশ্চিত হয়ে পড়ছে ক্রিকেটের ভবিষ্যত ।ক্রিকেট হয়ে যেতে পারে জুয়াড়িদের খেলা ।আমরা কেউ চাইনা আমাদের এই প্রিয় খেলাটা এইভাবে কলংকিত হউক,কোন পরিবারের অভিশাপে অভিশপ্ত হউক ।চাইনা ক্রিকেটকে নিয়ে এই জুয়া খেলা ।
©somewhere in net ltd.