নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের বিবেককে বলছি

তানভীর আহমেদ শরিফ

নরসিংদী জেলার শিবপুর থানার সবু-পাহাড়ি অঞ্চল জয়নগরের অপূর্ব নয়ানাভিরাম কামরাবো গ্রামের আলো-বাতাসের মধ্য দিয়ে আমি বড় হয়েছি ।পেশায় একজন মেরিন অফিসার ।

তানভীর আহমেদ শরিফ › বিস্তারিত পোস্টঃ

মানব সেবায় এগিয়ে আসুন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০

বন্ধু,তোমাকেই বলছি ..................


নিজেকে নিয়ে আজ কত ব্যস্ত তুমি ।তোমার জীবনের স্বার্থকতা খুঁজার সময়টুকু আজ তোমার নেই ।একবারও ভাবোনা কেন তুমি পৃথিবীতে এলে ।তোমার আগে যারা এ পৃথিবীতে ছিলেন,কত অর্থ-সম্পদ আর ক্ষমতাই না তাদের ছিল ।সেই ক্ষমতা বা সম্পদ কোন কিছুই তাদেরকে এই পৃথিবীতে ধরে রাখতে পারেনি ।তোমাকেও ধরে রাখতে পারবেনা ।আজ সমাজে তোমার কতই না সম্মান,কত বন্ধু-বান্ধব,আত্নীয়-স্বজন তোমার পাশে ।তোমার মৃত্যুর সাথে সাথে এই আপনজনেরাই তোমাকে দ্রুত বিদায় করতে ব্যস্ত হয়ে পরবে ।যাদের জন্য এত করলে তাদের কেউ তোমাকে বিন্দুমাত্র বেশি সময় ধরে রাখতে চাইবেনা ।তোমার সব স্বপ্ন,সব আশা,এত যে ব্যস্ততা তোমার চোখজোড়া বন্ধ হওয়ার সাথে সাথে তারাও থমকে যাবে ।এ সমাজ,এ পৃথিবীও তোমাকে ভুলে যাবে;যে সমাজে আজ তোমার এত প্রভাব-প্রতিপত্তি ।এইকি তবে তোমার জীবনের স্বার্থকতা ?শুধু খাওয়া,ঘুম আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই কি এ পৃথিবীতে তোমার আসা ?তবে মানুষ হয়ে জন্ম নিলে কেন ?বিধাতা তো তোমাকে পশুরুপেও পাঠাতে পারতেন ।বন্ধু,এবার জেগে উঠো ।বিবেকের কাছে নিজেকে আর অপরাধী করোনা ।তোমার হাত বাড়িয়ে দেও সেই অসহায় গরিব মানুষের দিকে ।এসো এ জরাজীর্ণ সমাজকে নতুন রুপে সাজাই ।তোমার একটু সাহায্য যদি এ অসহায় মানুষগুলোকে নতুন করে স্বপ্ন দেখায়, একটু সহযোগিতা যদি এ অন্ধকার সমাজকে আলোয় ভরিয়ে তুলতে পারে তবেইতো তোমার জীবন স্বার্থক ।তোমার কর্ম,তোমার সাধনা মৃত্যুর পরও এ অসহায় মানুষের মাঝে,এ সমাজের বুকে তোমাকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ ।সে অসহায় মানুষের পাশে দাঁড়াতে,সমাজকে পরিচ্ছন্ন করে সাজাতে একদল তরুন গড়ে তুলেছে নিস্বার্থ এক সংগঠন “স্বপ্নতরী ।”মানব সেবায় আমরণ নিস্বার্থভাবে কাজ করে যাওয়ার দৃপ্ত শপথে তারা আজ বলীয়ান ।হে বন্ধু,এসো এই তরুণদের স্বপ্নপথের অভিযাত্রী হই ।অসহায় মানুষের তরে আসো আমাদের হাতটা বাড়িয়ে দেই ।এসো মানুষ হয়ে এ পৃথিবীতে জন্ম নেওয়াকে অর্থবহ করে তুলি ।

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.