নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

শরীয়ত বনাম মারেফত

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

মারেফত বনাম শরীয়তঃ
বর্তমান শরীয়ত ইসলামকে ওয়াক্তিয়া নামাযের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে৷ কুরবানির পশুর রক্ত মাংসের মতো মানুষ কয় ওয়াক্ত নামায পড়ল তা আল্লাহ দেখেন না বরং আল্লাহ দেখেন তাকওয়া বা আত্মশুদ্ধি৷ ফানা ফিল্লায় পৌছে গেলে নামায পড়তে হয় না৷
১) নামাযঃ শরীয়ত পাচ ওয়াক্ত নামাযের কথা বলে কিন্তু নামাযের ভিতর সাধনা ( মুরাকাবা) আছে৷ সেটা বলে না৷
২) রোযাঃ রোযার উদ্দেশ্য তাকওয়া বলে চালিয়ে দেয়৷ কিন্তু তারা তাকওয়া মানে আল্লাহর ভয় বুঝায় কিন্তু তাকওয়া অর্থ হবে আল্লাহর ভয়ে আত্মার পরিশুদ্ধি৷ সেটা বলে না৷ অথচ সব ইবাদতের মূল উদ্দেশ্য আত্মার পরিশুদ্ধি৷
৩) ধনী গরিব বৈষ্যম্যঃশরীয়ত গরিবের হক্ব নিয় ব্যপক আলোচনা করে৷ কিন্তু মারেফত আত্মা নিয়ে গবেষনা করে, তাই ধনী গরিব সবাই সমান আত্মা৷
৪) ইবাদতের উদ্দেশ্যঃ ইবাদতের উদ্দ্যেশ্য আল্লাহর সন্তুষ্টি বলে কিন্তু সেটা বলে না যে আত্মার পরিশুদ্ধি মানেই পরমাত্মার সন্তুষ্টি৷
৫) খানা পিনাঃ আত্মা খায় না৷ তাই কম খানা পিনা উত্তম৷ কম খাওয়া মানে আল্লাহর গুনে গুনান্বিত হওয়া৷কেননা আল্লাহ খায় না৷
৬) দৃষ্টির হেফাজতঃশরীয়ত দৃষ্টির হেফাজতের নিমিত্ত মহিলাদের বোরকা ধরিয়ে দেয়৷ কিন্তু পুরুষদের দৃষ্টির হেফাজতের সাধনা বলে একটি কথা আছে সুরা নুরের ৩০ নম্বর আয়াতে সেটা বলে না৷
৭) ফানা ফিল্লাহঃ শরীয়ত চিল্লায় ফানা ফিল্লাহ বলে শরীয়তে কিছু নেই৷ কিন্তু নফসে মুতমাইন্না কুরআনে আছে৷
৮) পীরঃ পীর বললে চিল্লায় পীর বলে কুরআনে কিছু নেই৷ পীর আরবি শব্দ৷ যার অর্থ মুর্শিদ৷ তাহলে তো নামায বলেও কুরআনে কিছু নেই৷ আছে সালাত৷
মারেফতের লাইনে আমার প্রিয় হুজুর ছিলঃ নুরুল ইসলাম ফারুকী৷ রমজান মাসে চ্যানেল আইতে তার কাফেলা অনুষ্ঠানটি কোনদিন মিস করতাম না৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

saif sakib বলেছেন: শত উন্মাদ কলরবে শুনি ধর্মের জয়গান

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

রোকনুজ্জামান খান বলেছেন: শরীয়ত এবং মারফতের তাৎপর্য আলাদা আলাদা করে বর্ণনা করলে ভালো হতো।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

খাঁজা বাবা বলেছেন: আপনার লেখা পড়ে মনে হল এমন-
আমি বললাম ব্যঞ্জনবর্ন, আপনি বললেন ক তো বলেন নাই।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: শরীয়ত বা মারফত না মানলে ক্ষতি কি? আর মানলে লাভ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.