নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

হিন্দুদের গীতা নকল করে কুরআন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

হিন্দুদের দাবি বেদ-গীতা নকল করে বাইবেল রচিত হয়েছে; খ্রিস্টানদের দাবি বাইবেল নকল করে কুরআনগ্রন্থ রচিত হয়েছে।
মুছলমানগণ এসকল দাবি খন্ডাতে পুরোপুরি ব্যর্থ‼; তদুপরি তারা দাবি করছে কুরআন গ্রন্থের অনুসরণে আজকের বিজ্ঞান অনবরত আবিস্কার করে
চলছে। মূলত সকলের দাবি কম/বেশি সত্য যেহেতু একই সংবিধান, একাকার আল্লাহ হতে। তাই কোরানে আল্লাহর ঘোষণা ‘অতীতের সকল
ঐশী গ্রন্থের সংরক্ষক ও সমার্থক এই কুরআনগ্রন্থ। এতে নতুন কিছুই নেই। আল্লাহর বিধানে (ছুন্নাত) কখনও রদবদল হয় না।’ অতএব সকল
ঐশী গ্রন্থের যেখানে যেখানে মিল আছে তা আলবৎ একক আল্লাহর এবং যেখানে মিল নেই তা চতুর, ধুরন্ধর মনুষরূপী ইবলিছের রচিত ও সংযোজিত শরিয়ত।


প্রচলিত হিন্দু ধর্ম মূলত বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম নয়, এটা বরং ব্রহ্মা বা ইব্রাহিমবিরোধী পৌত্তলিক ধর্ম৷ যার প্রধান ভিত্তি মূল কেতাব বেদ, শ্রুতি, গীতা, অথর্ব বিপরীতে শরিয়তি হাদিছের মতোই অসংখ্য উপনিষদ।

ব্রহ্মা = ইব্রাহিম; শিব = শোয়েব; হরি = হারুন; কৃষ্ণ = মুছা; ইন্দ্র = ছোলায়মান; অগাস্থ = ইলিয়াছ; বিষ্ণু= যিশু, ঈছা; বুদ্ধ = যুলকেপলে;
অশোক = ইয়াসা; সাবিত্রী = মরিয়ম; অহেল্যা = মুছার মাতা; মনু= নুহ্; মহাদেব = আদম

মূল ধর্মগ্রন্থগুলি একেবারেই অভিন্ন৷ বিভাজন তৈরি করিয়াছে মোল্লা পুরুহিতে৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনা কিছু। :(

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

মা.হাসান বলেছেন: আপনার মতোন সকল শাস্ত্রে এত পন্ডিত ব্যক্তি এই সাধারণ ব্লগে পদধূলী দেয়ায় আমরা শিহরিত।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: রাগে শরীরটা জ্বলে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

নীল আকাশ বলেছেন: আপনার পোস্ট আর এর বিষয় বস্তু পড়ে এর চেয়ে ভালো কোন উপহার পেলাম না আপনার জন্য...

নির্ঘাত নিউমার্কেটের/নীলক্ষেতের ফুটপাতে যেসব চটি বিক্রি করে সেখান থেকে এই সব লেখার অনুপ্রেরণা পেয়েছেন! ;) কি নিদারুন লেখা? আমার হাতে সুযোগ থাকলে আপনাকে লিটারোটিকা অ্যাওয়ার্ড দিতাম। তো ভাই ইন্টারনেটে কত শত এসব চটি সাইট আছে তা বাদ দিয়ে সামুর কথা কেন মনে হলো আপনার? আপনি বরং সামু বাদ দিয়ে মুক্তমনা ব্লগে অভিযোজন করুন! ঐখানে আপনার মতোও আর অনেক এই জাতীয়.............


৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

রাকিব আর পি এম সি বলেছেন: একবার এক তাত্ত্বিক গবেষক মদ্যপ অবস্থায় চিন্তা করলেন তিনি যদি তার পূর্ববর্তী বিজ্ঞানের সব সমীকরণকে একত্রিত করেন, সেগুলোর সংমিশ্রণে অবশ্যই নতুন একটি মহা সমীকরণ তৈরী হবে! তো তিনি সারারাত জেগে সমীকরণগুলোকে একটির সাথে অারেকটি জোড়া দিতে লাগলেন! এক পর্যায়ে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে তিনি যখন তার তৈরী করা সমীকরণটি দেখলেন, নিজেই বুঝতে পারছিলেন না যে তিনি ঠিক কি তৈরী করেছেন! কারন সবগুলো মিলিয়ে তিনি যেটা তৈরী করেছেন সেটাকে বলে "জগা খিচুড়ি"!!! প্রত্যেকটি ধর্মেরই নিজস্ব কিছু স্বকীয়তা রয়েছে। কিছু কিছু ধর্মের মাঝে কিছুটা মিলও রয়েছে, যেমন ইব্রাহিমীয় ধর্মগুলো (ইসলাম ধর্ম, খ্রিষ্ট ধর্ম, ইহুদি ধর্ম)। কিন্তু কেউ যখন একটি ধর্মেই মাঝেই সবগুলোকে ঢোকানোর চেষ্টা করবে, তখন এরকম জগা খিচুড়িই তৈরী হবে। এই ধরনের বক্তব্য প্রচার করা ইসলাম অবমাননার শামিল।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্রহ্মা = ইব্রাহিম; শিব = শোয়েব; হরি = হারুন; কৃষ্ণ = মুছা; ইন্দ্র = ছোলায়মান; অগাস্থ = ইলিয়াছ; বিষ্ণু= যিশু, ঈছা; বুদ্ধ = যুলকেপলে;অশোক = ইয়াসা; সাবিত্রী = মরিয়ম; অহেল্যা = মুছার মাতা; মনু= নুহ্; মহাদেব = আদমমূল

ধর্মগ্রন্থগুলি একেবারেই অভিন্ন৷ বিভাজন তৈরি করিয়াছে মোল্লা পুরুহিতে৷


.. এই গো বেষণার জন্য আপনি নির্ঘাত নো বেল পাইবেন:D

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

খাঁজা বাবা বলেছেন: এমন দাবী আগে কখনো শুনিনি

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

নামহীন যুবক বলেছেন: আজ সামু তে হাহা রিএ্যাক্ট দেয়া যায়না বলে, কমেন্ট করে সন্তুষ্ট থাকতে হচ্ছে :D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.