নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

টাকার জন্যে মানুষ নয়, মানুষের জন্যে টাকা

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:০৯

১)টাকার জন্যে মানুষ নয়, মানুষের জন্যে টাকা
২)ধর্মের জন্যে মানুষ নয়, মানুষের জন্যে ধর্ম৷

১ নং এর আলোচনাঃ
টাকা মানুষে মানুষে চরম ভেদাভেদ, খুন, অশান্তি, অবিশ্বাস, বৈষ্যম্য, মানসিক দুশ্চিতা, তৈরি করে৷


ক) চরম ভেদাভেদ ( বাংলা সিনেমায় নায়ক বা নায়িকা যেকোন একজন বড়লোক থাকে, যে গরিব ঘরের তাকে প্রচুর ভোগান্তি পোহাতে হয় পরিবর্তিতে নায়ক অবশ্য জিতে৷ আবার যে বড়লোকের মেয়ে সেও অশান্তিতে ভুগছে৷ মান সম্মান নিয়ে তার ও তার পরিবারের টানাটানি৷ সিনেমা তো বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি৷ এসকল অশান্তির মূল হোতা টাকা৷)
খ) খুন ( সম্পত্তি জনিত প্রতি বছর বাংলাদেশে ৩০০০ খুন)
টাকার কারনে যে খুন হলো তার পরিবারের সারাজীবনের কান্না৷মানে নগদ দুখ৷ কিন্তু যে টাকার জন্যে খুন করল তার সুখ নগদ নয়৷ হলেও সাময়িক৷ ফাসিও হতে পারে৷
গ) টাকার কারনে বন্ধুত্ব নষ্ট হয়৷ আত্মীয়তা সম্পর্ক নষ্ট নয়৷
ঘ) অনেক সময় আমাদের পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় বিপদে পড়লেও আমরা টাকা দিতে চাই না৷ ওজুহাত দাড় করিয়ে দেই পালিয়ে যাই৷ যদি দিতে না পারে৷ সেই ভয়ে৷ কিন্তু টাকা না দেওয়াই আপনার বন্ধুটি মারা যাচ্ছে সেটা বড় বিষয় থাকে না৷ তাহলে কি টাকার জন্যে মানুষ৷ নাকি মানুষের জন্যে টাকা৷
ঙ) টাকা ভালোবাসা কেড়ে দেয়৷ টাকার মোহ এসে যারে ধরে অন্ধ সেই জন৷

কুরআন কি বলে?
১) টাকা জমালে হুতমা জাহান্নাম যাবে নাকি অলরেডি আছে ক্লিয়ার নয়৷ (১০৪ঃ২-৯)
২)আফয়িদা( হৃদয়)পর্যন্ত আগুন পৌছাবে৷ কিন্তু এক বচনে ফুয়াদ, বহুবচনে আফয়িদা৷ ফুয়াদ মানে মন৷ বায়োলজিকাল হার্ট নয়৷ যাকে আগুন স্পর্শ করবে৷ তারমানে টাকা মানসিক অশান্তি বৃদ্ধি করে এটাই কুরআন বুঝাতে চেয়েছে৷ বায়োলজিকাল হার্ট ডিজিজ আরবিতে হবে মারাদ ক্বালব৷
কুরআনের সুরা হুতামার
২-৭ঃ নং আয়াতের ভাবানুবাদ হবে টাকার দুশ্চিন্তা মনের মধ্যে অশান্তির আগুন দাউদাউ করে জ্বালাবে৷
৭-১১ঃ লম্বা লম্বা খুটিতে আবদ্ধ মানে এই অশান্তি থেকে তারা (সমাজ ব্যবস্থা)বের হতে পারবে না৷

পরিশেষে টাকার অশান্তির ভোক্তভোগী শুধু গরিবরা না৷ বরং দুশ্চিন্তা ও স্ট্যটাস জনিত কারনে টাকা ধনীদের সুখও নষ্ট করে দিয়েছে৷ এমনকি কুরআনে যাদের টাকা আছে তাদের মানসিক কষ্ট ও দুশ্চিন্তা আরো বেশী সেটাই ইঙ্গিত দিচ্ছে৷
টাকার চাহিদা থেকেই না পাওয়ার বেদনা৷ চাহিদাই দুখ৷



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তা সত্ত্বেও মানি ইজ দ্যা সেকেন্ড গড!

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: যুগ বদলে গেছে। এখন টাকার উপরে কোনো কথা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.