নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

তাবলিগ করা আর তাবলিগে অন্ধ হওয়া দুটি দুই জিনিস৷

২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫১

মানুষ যখন প্রেমে পড়ে তখন ঐ নারীর কথা বারবার বলতে থাকে৷ অন্যদের কাছেও জিনিসটি শেয়ার করতে থাকে৷যদিও অন্যরা বিরক্ত হতে থাকে৷ অন্যরা বুঝতে পারে ছেলেটি প্রেমে পড়েছে তাই এক কথা বার বার বলছে৷
ঐ নারীর জন্যে সে আত্মহত্যাও করতে পারে৷ অথচ দুনিয়াতে নারীর অভাব নেই৷
সেটা আমরা বুঝলেও বুঝে না প্রেমান্ধ ব্যক্তিটি৷ আমরা মনে মনে ওদের মাথার তার ছিড়া, প্রেমে অন্ধ ইত্যাদি বলে গালি দেই৷

তেমনি যখন কোন মানুষ ধর্মের কোন তরিকায় মোহে পড়ে যায় তখন ঐ বিশেষ জিনিসটি সে বার বার বলতে থাকে৷ তাবলিগের লোকেরা শুধু দাওয়াতের কথা বলতে থাকে৷ তাদের ভাব দেখে বা দুই একটি কথা শুনেই বুঝা যায় এরা তাবলিগ করে৷ ফলে প্রেমে অন্ধ ব্যক্তির ন্যায় ধর্মান্ধ ব্যক্তিও ইসলামের সঠিক যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পারে না৷ মানে ইসলামকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে না৷ যে যেই তরিকায় থাকুক না কেন তা অন্য তরিকার জন্যে হাসির পাত্র হতে হয়৷ অন্য লোকে বিরক্ত হয়৷

সুতরাং আমাদের উচিত হবে ধর্মের মোহ থেকে মুক্তি লাভ করা৷ ধর্ম অবশ্যই ভালো৷ কিন্তু মোহ খারাপ৷ মোহ আত্মহত্যা, খুন ঘটায়৷ সার্বজনীন হয়ে মধ্যম পন্থায় সকলের মঙ্গল কামনায় ধর্ম সুন্দর হয়ে বিকশিত হয়৷
হ্যা৷ আমি তাবলিগের বিরোধিতা করছি না৷ তাবলিগ করা আর তাবলিগে অন্ধ হওয়া দুটি দুই জিনিস৷ তাবলিগের অন্ধদের কারনে গোটা দলটির বদনাম হয়৷

ধর্মের মোহ এসে যারে ধরে, অন্ধ সেই জন৷ শুধু মারে আর মরে৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সকাল বেলায় খুবই ভা‌লো এক‌টি লেখা পড়লাম। আপনার চিন্তাধারায় আ‌মি মুগ্ধ। পো‌স্টে এ প্লাস। ভা‌লো থাকুন।

২| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: এই প্রথম ভালো একটি পোষ্ট দেখলাম আপনার।

৩| ২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৭

আরোগ্য বলেছেন: ভালো লাগলো।

৪| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: ধর্ম কি পারবে আমাকে একটা চাকরী দিতে?

৫| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৫

কলাবাগান১ বলেছেন: "ধর্ম কি পারবে আমাকে একটা চাকরী দিতে? "

শিবির করেন..ঈবনে সিনায় আপনার চাকরী কনফার্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.