নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

কামকে জয় করার একমাত্র উপায় প্রেম৷

১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১

মা সন্তানের প্রেম আসে দশমাস পেটে রাখা ও কষ্ট করে লালন পালন করার মাঝেই৷

দুঃখ সবসময় খারাপ নয়৷
দুখ ছাড়া আত্মোপলব্ধি হবে না৷

১)যার নিজের দুঃখ নেই, সে অন্যের দুঃখ বুঝবে কি করে?
২)যে গ্র্যাডুয়েট সে নন গ্রেজুয়েটদের অমানুষ মনে করে৷ দুঃখ বুঝবে বা সম্মান করবে দুরের কথা৷
৩)ধনী কখনও গরিবের দুখ বুঝবে না৷ সাধক ছাড়া৷


কবির ভাষায়ঃ
১)বুঝিবে সে কিসে

চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।

যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।



২) দুখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়৷ আগুনে মন পুড়ে(নিজেকে ঘাড়ে কষ্ট নিয়ে) অলংকার (অপরকে সুখী)বানাতে হয়৷ সাবিনা ইয়াসমিন৷

৩) কাম থাকিলে খুলবে না তোর প্রেমের ঘরের তালা৷ মমতাজ

৪)নিজের দুখ নিজে দূর করতে পারে না৷ পারলে কেউ দুখী থাকতো না৷

যাতনা যাতনা কিসের যাতনা?
বিষাদ এতই কিসের তরে?
যদিই বা থাকে,যখন তখন 
কি কাজ জানায়ে জগৎ ভরে?

পরহিত ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ ভার
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে 
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে



কামঃ নিজের চাহিদা
প্রেমঃ অন্যের চাহিদার জন্যে নিজের বিসর্জন৷

কামের পতন ঘটিয়ে প্রেমের বিকাশ ঘটানো মানব জীবনের পরম স্বার্থকতা৷

কাম মানে কামনা, চাহিদা মূলত যৌন চাহিদা৷
কাম থেকেই ধর্ষন, ব্যভিচার, খুন ঘটলেও কাম মানেই খারাপ নয়৷
কাম ছাড়া আমাদের জন্মই হতো না৷
কামকে প্রেমে রূপ দিতে পারাই স্বার্থকতা৷
কামকে জয় করার একমাত্র উপায় প্রেম৷



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন?

২| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৯

পলিগেমি আহমাদ বলেছেন: প্রতিটি মানুষে কাম (চাহিদা) জাগ্রত অবস্থায়৷ কিন্তুু প্রেম ঘুমন্ত অবস্থায় থাকে৷ প্রেমকে জাগ্রত করতে হবে৷ কাম তখন সুপ্তাবস্থায় চলে যাবে৷

৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিরাট জটিল কথা।
মাথায় ঢুকে না।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


২ নং, যিনি গ্রেজুয়েট নন, তিনি জানেন যে, আজকের গ্রেজুয়টরা "প্রশ্নফাঁস" গ্রেজুয়েট

৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৭

পলিগেমি আহমাদ বলেছেন: কোন নারীর প্রতি কামভাব জাগ্রত হলে ঐ নারীকে ধর্ষন না করে ঐ কামভাবকে প্রেমে পরিনত করে ঐ নারীর উপকারে জীবন দিয়ে ঐ নারীর মন জয় করতে হবে৷ ঐ নারীকে ভোগের চিন্তা আপনাকে করতে হবে না৷ ৷ বরং ঐ নারীই আপনাকে দেহ মন বিলাইয়া দিবে৷ আপনি শুধু বিবাহ করে৷ গ্রহন করে নিবেন৷

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১২

মাহমুদুর রহমান বলেছেন: আপনার ম্যাসেজ কি?

৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ২:২৬

আকতার আর হোসাইন বলেছেন: কাঁচা মাথায় এমন জ্ঞানগর্ভ কথা ধরে না। বাংলা নববর্ষের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.