![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিলেন্সার হিসেবে অনেকেই কাজ করে মাসে ভাল টাকা কামাচ্ছে। কিন্তু এই বেপারে আমি অনভিজ্ঞ। তাই কেউ যদি জানেন তাহলে বেপার টা এক্তু ভাল করে বুঝিএ বলেন, আর না হয় বিস্তারিত জানা যাবে এমন ওয়েব সাইটের ঠিকানা দিলে খুব উপকার হয়।
এ বেপারে বেশ কিছু পোষ্ট ছিল সেগুলর লিঙ্ক দিলেও ভাল হয়।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: অনেক ধন্নবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
রূপস আমীন বলেছেন:
আমি ল্যাব এইড এর চাকরির পাশাপাশি অডেস্ক এ ফ্রিলেন্সিং এর কাজ করছি। আপনি নিচের কয়েকটি ওয়েব সাইট বা ব্লগ ব্রাউজ করুন।
View this link
View this link
View this link
আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন। পেজ লিঙ্ক এ অনলাইন ফ্রিলেন্সিং এর গাইডলাইন দেওয়া আছে।
প্রচণ্ড পরিশ্রম, অসীম ধরয্য, আর লেগে থাকলে আপনিও পারবেন। কি টার্গেট করবেন নাকি মাসে ইনকাম ১ লাখ এর উপর ? অবিশ্বাস্য হলেও সত্য আমার কাজিন মাসে ১ লাখ এর উপর ইনকাম করে। অরে দেইখা আমিও শুরু করলাম। কিন্তু দেরি হয়ে গেলো। এখন প্রতিযোগীর সংখ্যা বেশী। তবুও অডেস্ক এ বাংলাদেশী ছেলে মেয়ে যখন ৯০% থাকে তখন গর্বে বুক ভরে যায়।
গারমেন্টস খাত কে পিছনে ফেলে ফ্রিলেন্সিং খাত এগিয়ে যাবে। অপেক্ষায় থাকুন। নতুন প্রজন্ম জয় হোক ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্নবাদ ভাই।
আমি এই বেপারে তেমন অভিজ্ঞ না। তাই পুর বেপারটা জানতে চাই এবং ফ্রিলেন্সার হিসেবে কামাতেও চাই।
ইনকাম হলে তো সময় দিতে সমস্যা নাই আমার।
তাই একটু সাহায্য করুন। খুব উপকার হয়। বেপার টা ভাল ভাবে বুঝলে প্রয়োজনে আমি আনলিমিটেড ইন্টারনেট এর লাইন নিয়ে কাজ করব।
ফ্রিলেন্সিং এ সাহায্য দরকার। আর আমার টেকনিক্যাল নলেজ কম তাই সাধারন কাজ ই করতে চাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
মুক্তকণ্ঠ বলেছেন: এটা পড়েন, ধারণা পাবেন আশা করি- http://www.muktokontho.com/mukto90/blog/535
কিছু জিজ্ঞাসা থাকলে মেইল করতে পারেন- [email protected]