![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯০০ টেকা দিয়া সিম কিনলাম ৩জি চালামু বইলা। বাসায় আইনা কয় দিন ভালাই চলল। হেব্বি স্পীড। তয় ৩/৪ পর দেখি কাহিনি ঘটা সুরু হইয়া গেসে।
মাঝে মাঝে নেটওয়ার্ক ই যায় গা। কয় ''নো নেটওয়ার্ক কভারেজ''!!!!
এর পর নেট আসলেও ১/২ দাগ।
আবার ফুল আসে। এই ভাবে ৩জি চালাইতাসি। মাঝে মাঝে ৩০ মিনিট নেটওয়ার্ক ই থাকে না।
এই হইল ৩জি র অবস্থা। মেজাজ ডা পুরাই বিলা হইয়া রইসে।
অগ কাসে কইলাম কয় নেটওয়ার্কের কাম চলতাসে।
কাম চলব আর আমার টাকা গচ্চা যাইব।
এইরম বাধ ভাঙ্গা স্পীড আমার লাগব না।
আমার ৯০০ টাকা ফেরত চাই আমি
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: জিপি/রবি সবাই যদি ৩জি দেয় তাইলে টেলিটক বন্ধ ও হইয়া যাইতে পারে। নেটের যে অবস্থা। সিম ফেরত নে ভাই টাকা লইয়া বাচি অবস্থা
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: princejohn বলেছেন: ভাই আমার তো মনে হয় আপনার কপাল পুরাই ভালা, কারণ আমি তো ভাবছিলাম এতোদিনে টেলিটকের থ্রিজি বন্ধই হইয়া যাইব। যদি এহনো বন্ধ না তাহলে একটু দেরি করেন
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: জিপি/রবি সবাই যদি ৩জি দেয় তাইলে টেলিটক বন্ধ ও হইয়া যাইতে পারে। নেটের যে অবস্থা। সিম ফেরত নে ভাই টাকা লইয়া বাচি অবস্থা
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
আমি মাতাল বলেছেন: আপনের মনে লয় ঘরে টেলিটকের নেটওয়ার্ক নাইক্কা। আমার লাইনতো সুপার।
দেশি পন্য কিনে হও ধন্য। হেহেহে...
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভাই আপ্নে কই থাকেন?
আমি থাকি কাফরুল। এই খানেও যদি নেট না থাকে তাইলে আর কই থাকবে!!
৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
নাবিলা হক রিমা বলেছেন: আমাদের এলাকায় ওরা একটা বিল্ডিং এর ছাদ ভাড়া নিছে টাওয়ার করব ৬ মাস হইছে , জিগাইলাম ভাই কাজ কবে শুরু হবে কয় একটু দেরি হবে সরকারি কাজ তো !!!???!!! অথচ ছাদ এর ভাড়া দিতাছে
৬মাস যাবৎ । এই হইল অবস্থা
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: কয় একটু দেরি হবে সরকারি কাজ তো !!!???!!! অথচ ছাদ এর ভাড়া দিতাছে
৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
সিড বলেছেন: আমি ভাই জুম ব্যবহার করি। কোন সমস্যা নাই।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: জুম/জিপির যেই স্পীড, তাতে বুইরা হইয়া জাই গা পেজ লোড হইতে হইতে। তয় অন্তত নেট থাকে র কি।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
তামিম ইবনে আমান বলেছেন: একটু ধৈর্য ধরেন ব্রাদার। আমি কিন্ত ৫১২ তে ডাউনলোড স্পিড নর্মালি ৮০-১০০ কিলোবাইট পার সেকেন্ড পাই।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: জত টাইম নেট থাকে আমার ও ওই রকম স্পীড এ থাকে। কিন্তু যখন থাকে না তখন দরকারের সময় নেট ই পাওয়া যায় না তো স্পীড কই থেইকা আইব।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: ২.৫ জি মানে জিপিআরএস ই চলেনা, মান খুব খারাপ এক সময় ব্যাবহার করতাম, এখন শুধু বিসিএস এর ফি জমা দিতে ব্যাবহার করি !!!
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভালই করসেন ভাই
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪
কাজী মামুনহোসেন বলেছেন: হে হে হে ভাই, শুধু চটকদার এ্যাড এর ওপর নির্ভর কইরা কিনলে এইরকম হইবই।
সামনে আরও দুর্দিন আইতাছে, রেডি থাকেন..............
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
কিং অফ মাইনকা চিপা বলেছেন: এখন ইউজার কম তাতেই এই অবস্থা। কয়দিন পর যখন ইউজার বেসি হয়ে যাবে তখন যে কি হইব কে জানে।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
চৌকশ বলেছেন: কি কন !!! আমিতো পুরাই পাঙ্খা স্পীড পাইতাছি । এখন চিটাগাঙ্গে ব্যাবহার করতেছি, জটিল স্পীড ।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ওইডা আমিও প্রথম প্রথম পাইসিলাম ভাই। কয় দিন যাক। ইউজার বাড়ুক, তখন দেইখেন কি হয়।
১০| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
আমি শুধুই পাঠক বলেছেন: চট্টগ্রামে ৩জি????? কি বলেন??? কবে আসলো???
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: চট্টগ্রামে ৩জি ওপেন হইসে তো। অ্যাড দিতাসে টিভি তে। দেখেন নাই?
১১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: টেলিটকে ভালই স্পিড পাই। যেখানে গ্রামীণের ২জির ১ জিবি ৩৪৫ টাকা সেখানে টেলিটকের ৩জি স্পিড্ও ৩৪৫ টাক(৫১২ স্পিড)। বেশ কয়েকটা টিভি ফ্রি (ডাটা ব্যবহার হয়না)। তারপরও মানুষ সমালোচনা করে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধরেন আপনি টাকা দিয়ে প্যাকেজ কিনসেন, কিন্তু ইউজ করতে গিয়ে দেখলেন নেট ই থাকে না, মাঝে মাঝে নেট আসে, তাহলে আমাদের মত আপনিও গালি ই দিতেন। বুজলেন?
জাই হোক আপনি কন এলাকায় থাকেন বলেন তো। আপনার এলাকায় এত্ত ভাল সার্ভিস!!
১২| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: মিরপুর, ঢাকায় থাকি। আমার তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। ১জিবি ব্যবহার করি মূলত মোবাইলে। ৬টি টিভি চ্যানেল দেখছি। আর আজকে টানা ১ ঘন্টা স্কাইপিতে ভিডিও কল করেছি, একটু্ও সমস্যায় পড়তে হয়নি। আমি আমার এক্সপিরিয়েন্স শুধু বললাম। হয়ত কোন কোন জায়গায় সমস্যা হতে পারে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: মিরপুরে ও তো অনেক সমস্যার কথা শুনসি।
হতে পারে আপনার এলাকার টাওয়ারের সার্ভিস ভাল দিচ্ছে।
আমার এইখানে তো অত্ত ভাল না। নেট আসে যায়। জত টাইম থাকে ভালই থাকে। কিন্তু ওই যে দেখা গেল ১০ মিনিট নেটওয়ার্ক ই নাই। পরে আবার আসল। এই আর কি।
১৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০
মিজভী বাপ্পা বলেছেন: তা তো আগেই বুচ্ছিলাম।টিটির চোরেরা থ্রী জির কি বুঝে।দেখেন না এখন মাগনা সীম দেয়া শুরু করছে।আবার একটা কিনলে আরেকটা ফ্রি।
ওদের টেকনো সার্পোট একবারে খারাপের উপ্রে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ৯০০টাকা সিমের দাম রাখতেসে। এইতা অনেক বেসি। ৩জি বইলা কি এত্ত দাম হবে নাকি।
জিপি/রবি আসুক দেখবেন তখন টিটি সিম পুরাই ফ্রি দিব। আর কইব ভাই দয়া করে নিয়ে যান। সিম নিলেই সিঙ্গাপুর ত্রিপ ফ্রি
১৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
নষ্ট ছেলে বলেছেন: ধুর মিয়া! আমার তো পুরা পাঙ্খার মত চলতাছে..................
আপনি সম্ভবত থ্রিজি টাওয়ারের কাছাকাছি নাই। তাই হয়ত মাঝে মাঝে অটোমেটিক্যালি ২জি তে সোয়াপ হয়ে যাচ্ছে।
এক কাজ করুন, নেটওয়ার্ক সেটিং এ গিয়ে অটোমেটিক বাদ দিয়ে ৩জি সেট করুন। তারপর দেখুন যতক্ষন নেটওয়ার্ক থাকে স্পীড ভাল থাকে কিনা।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আপ্নের এলাকায় মনে হয় নেটওয়ার্কের কাজ আগে সেস করসে, তাই ভাল সার্ভিস পাচ্ছেন। আমার এলাকা কাফরুল। মাঝে মাঝে ফুল নেটওয়ার্ক, আবার মাঝে মাঝে কমে জায়।
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও বেশকিছুদিন ধরে চালাচ্ছি টেলিটকের থ্রিজি। স্পীড কখনো বেশি ছাড়া কম পেয়েছি বলে মনে হয় না।
আর সাথে ফ্রি টিভি চ্যানেল দেখা তো রয়েছে
আমি বাড্ডা, গুলশান এবং যাত্রাবাড়ী এই তিনটি স্থানে নিয়মিত ব্যবহার করি।
আর আমি নেটওয়ার্ক মুড আমি অনলি থ্রিজি করে রেখেছি। ঢাকার মধ্যে থাকলে সমস্যা হবে না বর্তমানে আশা রাখি।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: হ্যাঁ। অনেক জায়গায় ভাল সার্ভিস দিচ্ছে। আবার অনেক জায়গায় ডিস্টার্ব।
আপানার কন সমস্যা করছে না বলে আপনি খুসি। আমার মত সমস্যা করলে আপনিও গালি ই দিতেন।
১৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
সাইফ হাসনাত বলেছেন: আমার তো ভালোই চলছে। ৫১২ এর প্যাকেজ। ডাউনলোড স্পিড ১৩০ থাকে। আশার মতোই চলছে...
এখনো কোনো গন্ডগোল করে নাই।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমারও ৫১২ স্পীড। ১ এমবিপিএস স্পীড পাই। কিন্তু ঐযে মাঝে মাঝে নেট ই থাকে না।
আবার মাঝে মাঝে থিক।
১৭| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আতিকুল০৭৮৪ বলেছেন: amar ek friend farmgate e thake..se 128 unlimited pack use kore..speed altime 128 kbps pai othoco matro 16kbps pawar kotha cilo,,cinta koren,,650 taklai se month 40 gb download kore
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমি ৫১২ লাইন এ ১ এমবিপিএস পাই। কিন্তু যখন থাকে না ত থাকেই না। আবার থাকলে ভালই সার্ভিস দেয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
princejohn বলেছেন: ভাই আমার তো মনে হয় আপনার কপাল পুরাই ভালা, কারণ আমি তো ভাবছিলাম এতোদিনে টেলিটকের থ্রিজি বন্ধই হইয়া যাইব। যদি এহনো বন্ধ না তাহলে একটু দেরি করেন