![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই স্ক্রিন শট টি ইউনিনর এর ওয়েব সাইট থেকে নেয়া। চাইলে আপনারাও দেখে আসতে পারেন। ইন্ডিয়াতে ইউনিনর মাত্র ২৪ রুপি মানে ৩০ টাকায়(বিডি ৮০ টাকা বাট্টায় হিসেবে) ১.৪ জিবি নেট দিচ্ছে তাও আবার মুম্বাইতে!!
অথচ এক ই কম্পানি গ্রামীণফোন নামে আমাদের দেশে ১জিবি দিচ্ছে ৩০০+৪৫=৩৪৫ টাকা তে!!!
এর মানে কি???!!! আমরা কি এতই আবাল যে আমাদের সবাই ই বাশ দেয়?? এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আপনারা কি বলেন ভাই
লিঙ্ক ও দিলাম-
ইউনিনএর প্যাকেজ জানার জন্য গুতান
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: দূরে থাকুন। সহমত।
২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
সরকারী টেলিটকের রেইট কতো ?
মুক্ত অর্থনীতিক বাজারের দাম নিধারন করে ক্রেতা - ও বাজার - এই ফাউ প্যাচাঁল পাইরা লাভ নাই - ব্যাবহার বাদ দেন -
কম যেইটা সেইটা নেন -
১৮ ই মে, ২০১৩ দুপুর ১:১২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আরে ভাই বিডি তে ৩০ টাকার ও কম দেয়া উচিত। কারন এইখানে মানুষের ইনকাম কম। আর তাছাড়া রেত কমায় দিলে ইউজার ও বাড়বে। ১০০ টাকা র মদ্ধে যদি ১ জিবি ও দেয় তাহলে ইউজার অনেক বাড়বে।
হতে পারে ইন্ডিয়া তে ইউজার বেসি। তবুও বিডি তে গ্রামীণের গ্রাহক কিন্তু কম নয়। অখনে এরিয়া ও বর, ইউজার ও বেসি, তাই খরচ ও বেসি। সেতা হিসেব করলে বিডি তে গ্রামীণ কিন্তু মার্কেট লিডার।
আর তাছাড়া এই জুগে ১ জিবি র জন্য ৩০০ টাকা অনেক বেসি হয়া যায়। ভেবে দেখুন।
৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
অর্থনীতির ছাত্র না-হয়েও জেনারেল নলেজ থেকে বলতে পারি যে এটি হয়েছে এ জন্য যে ভারতে ক্রেতার সংখ্যা অনেক বেশী। বা হওয়ার সম্ভাবনা। ক্রেতা বাড়লে ইউনিট প্রতি দাম কমে আসবে। কমলে উল্টোটা। তাই না?
মার্কিন ডলারের সাথে স্থানীয় ,মুদ্রার বিনিময় হারের পার্থক্যও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে এটি আমি নট শিওর।
১৮ ই মে, ২০১৩ দুপুর ১:১১
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আরে ভাই বিডি তে ৩০ টাকার ও কম দেয়া উচিত। কারন এইখানে মানুষের ইনকাম কম। আর তাছাড়া রেত কমায় দিলে ইউজার ও বাড়বে। ১০০ টাকা র মদ্ধে যদি ১ জিবি ও দেয় তাহলে ইউজার অনেক বাড়বে।
হতে পারে ইন্ডিয়া তে ইউজার বেসি। তবুও বিডি তে গ্রামীণের গ্রাহক কিন্তু কম নয়। অখনে এরিয়া ও বর, ইউজার ও বেসি, তাই খরচ ও বেসি। সেতা হিসেব করলে বিডি তে গ্রামীণ কিন্তু মার্কেট লিডার।
আর তাছাড়া এই জুগে ১ জিবি র জন্য ৩০০ টাকা অনেক বেসি হয়া যায়। ভেবে দেখুন।
৪| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:১৯
আতা63 বলেছেন: এর কারণ ইণ্ডিয়ানরা বেশি দামে এই মাল কিনবে না। আমরা বিনা বাক্যে কিনি। কাঁচা বাজারে যান মন খুইল্যা দাম চায়। বিনা বাক্যে কিনে নিয়ে আসে সবাই। আমরা যারা টাকার টানাটানির জন্য দামাদামি করি কাঁচা তরকারী/মাছ দোকানদার আমাদেরকে উপহাস করে।
১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ঠিক ই বলেছেন। সালারা ভাব নেয় এমন যে বেসি দাম দিয়া কিনলেই বেসি ভাব!!
আজব দেশ রে ভাই।
জাই হোক নেটের দাম আরও কমান উচিত।
৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২২
কস্কি বলেছেন: ভাইজান তাইলে এইডা কি কয়??
ounak Mitra | New Delhi - Feb 18 , 2013
Last Update at 00:39 IST
Uninor shuts ops in Mumbai after SC order
Telenor-promoted Uninor ended operations in the Mumbai telecom circle on Sunday, following the Supreme Court order on Friday for companies which did not win spectrum in the
November auction to immediately discontinue operations.
১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: হাইকোর্টের নির্দেশে কিছুদিন আগে মহারাষ্ট্রে ইউনিনর তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। এর আগে তাদের এই রেত ছিল। তবে
অন্যান্য প্রদেশে ও ইন্টারনেট এর দাম প্রায় কাছাকাছি। যেমন গুজরাটে ৪৭ রুপি তে ১ জিবি। তাই আমদের দেশেও এই রকম কম মুল্লে দেয়া উচিত। তাতে আরও অনেকে নেট ইউজ করতে পারবে।
৬| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৯
ঊজ্জল বলেছেন: সরকার, মিডিয়া, সবার পকেট ভারি করে মোবাইল অপারেটররা, তাই তারা কিছু করবেনা, ব্লগের আইনজীবি ভাইদের কে বলছি আপনারা আদালতে একটা মামলা করতে পারেন এবং সেই সাথে ক্ষতি পূরণ মামলা ও করতে পারেন যে ২০০৭ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা। সেই সময় মোবাইল ফোনের একটি ইন্টারনেট সেবার মাসিক খরচ ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। এখন ব্যান্ডউইডথের দাম মেগাবিট- প্রতি চার হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৩৪৫ টাকাই আছে। গ্রাহক পর্যায়ে এক টাকা ও কমেনি । তাই গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার মামলা করতে পারেন । ব্লগার , ফ্রিলান্সের সবাইকে এই বিষয়টি নিয়ে চিন্তা করার জোর দাবি জানাচ্ছি ।
২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: সহমত
৭| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৩৮
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ওদের অনেক কষ্ট হয় তাই দেয় না
২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: কি আর কমু ভাই।
৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৯
রাজা হাবিব বলেছেন: ভাই আমি ভারত থেকে। ৯৮ টাকায় আনলিমিটেড সার্ফিং । স্পীড ৩০ কেবি পার সেকেন্ড ... জেনুইন
২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: কি আর কমু ভাই। মেজাজটাই খারাপ। এই হইল ডিজিটাল বিডি
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫
এন ইউ এমিল বলেছেন: হারামীর ফোর, দুরে থাকুন