নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং অফ মাইনকা চিপা

আমি মাইঙ্কা চিপার রাজা। মাইঙ্কা চিপায় আসেন, তারপর মজা তের পাইবেন

কিং অফ মাইনকা চিপা › বিস্তারিত পোস্টঃ

টেঁকি সাহায্যঃ ল্যাপটপ এ চার্জ নিচ্ছে না!!!

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

প্লিজ হেল্প :( :( :(

আমার ল্যাপটপে ৯৫% চার্জ হওয়ার পর দেখাচ্ছে Not Carging।

কারেন্টে লাগালে ২/৩ মিনিট চার্জ হয়ে আর হয় না।

আমার ব্যাটারি ভাল আছে। এখন ও ৩/৪ ঘন্তা ব্যাকআপ দেয়।

কিন্তু সমস্যাটা কি????? আমার ল্যাপটপ কমপ্যাক।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

বিদেশী গুপ্তচর বলেছেন: ইউ আর ইন মাইনকা চিপা

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

কিং অফ মাইনকা চিপা বলেছেন: :( :( :( :D :D ঠিকই বলেছেন!

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

বাসন্তি০০৭ বলেছেন: ল্যাপটপ টা বন্ধ করে, এবার পাওয়ার জ্যাক তা রিমোভ করুন,এর ব্যাটারি টা খুলে ফেলুন। এরপর ল্যাপটপের পাওয়ার বাটন টা চাপুন। এতে করে ল্যাপটপের ক্যাপাসিটর গুলো ডিচারজ হবে। এরপর ব্যাটারি কানেক্ট করে পাওয়ার জ্যাক লাগান। আশাকরি কাজ হবে, না হলে ডাক্তার দেখাতে হবে।

২৮ শে জুন, ২০১৩ রাত ২:২০

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা করে দেখছি। কাজ হলে তো টেনশন নাই।

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩৬

অ-পার্থিব বলেছেন: hp এর কিছু মোডেল এ এটা হয়। AC পাওয়ারে ৯৫% এর পর আর চার্জিং দেখায় না। বাসন্তি০০৭ এর টিপ্স ফলো কোরেন। যদি লাপটপ ডায়রেক্ট পাওয়ারে ওন হয় তাইলে ভয়ের কিছু নাই।

২৮ শে জুন, ২০১৩ রাত ২:২৪

কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমার ল্যাপটপ এর বয়স অনেক। প্রায় আড়াই বছর। কিন্তু আমি সবসময় কারেন্টে চালাই। ব্যাটারি খুব কম ই বেবহার হয়। তাই এখনও ভাল ব্যাকআপ পাই।
ডাইরেক্ট পাওয়ারে চলছে।
মন্তব্বের জন্য ধন্নবাদ।

৪| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭

ভিটামিন সি বলেছেন: বাসন্তি দিদির টিপসটা মনে রাখলাম। পরে যদি কামে লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.