![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবসিলাম হাসিনা খালেদার মত জয় তো মহিলা না যে খালি ফাও সপ্ন দেখাইব, হয়ত আসলেই কিছু বেপার সেপার আসে। হয়ত আসলেই কিছু চমক দেখাইব। কইল ৩ দিনের মধ্যে চমক পাবেন। ভাবলাম আসলেই মনে হয় চমক আসে। আব্দুল জলিলের মত ট্রাম্পকার্ড কইয়া হাসাহাসি তো করাইব না কিন্তু কিসের কি যেই লাউ সেই কদুই। তেমন কন চমক তো পাইলাম না।
আসা করসিলাম জয় কিছু নতুন করে দেখাবে। এই যদি হয় নতুন তাইলে আর কি!!!
চমক কি খালি নেটের দাম কমানোর মদ্ধেই!!!! আমি তো কন চমক দেখলাম না। ভাই চমক টা কি??
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমিও হতাস। ভাবসিলাম জয় হয়ত নতুন কিছু করবে কিন্তু কিছুই হল না।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
মদন বলেছেন: জয়ের মধ্যে গতানুগতিক আওয়ামীলীগারকেই দেখা যাচ্ছে। কম কথায় রুচীশীল কাজ করলে বেশি ভালো হতো। তবে তরুনদের সাথে তার মিটিংগুলি ভালো। আধুনিক প্রজন্মের সাথে রিলেশন তৈরী হবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
কিং অফ মাইনকা চিপা বলেছেন: হতাস করেছেন জয়।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চমক দেখাইছে না!!!
২০০ মেগাবাইট তত্ত্ব!
ফরমালিন তত্ত!!
সামনে আরো আসিতেছে- নতুন বতলে পুরানা মদ।
তার কথা, প্রতিপক্ষের প্রতি আক্রমনাত্বক, শ্লেষাত্বক ভাষা সবইতো পুরানা মদের নতুন উপস্থাপনা!!!
রাজনিতির যে ভাইটাল পরিবর্থন দরকার- পরমতসহিষ্নুতা, শ্রদ্ধা, এবং জ্ঞানপূর্ণ বিতর্ক তার শুরুটাইতো হলো না......
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: হেহে। ভালই বলেছেন।
তবে বেপার টা হতাসা জনক। পুরুষ-মহিলা সব ই এক পথেই হাঁটল। নতুন কিছুই পেলাম না।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
জহির উদদীন বলেছেন: মায়ের থেকে কম যায় না এটাই বা কি কম চমক.....
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: সহমত। ঠিক ই বলেছেন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
nurul amin বলেছেন: হালায় আমেরিকা থাইকাও কিছু শিখতে পারল না
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমেরিকা থাকলেই কি হয় নাকি, সাথে দেশ নিয়ে ভাবতে হয়, দেশের জন্য মায়া থাকতে হয়। এরা তো খালি নিজেদের স্বার্থ নিয়ে ভাবে।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
গরম কফি বলেছেন: রাজনৈতিক ভারসাম্যের জন্য দেশের মানুষের অনেক আশা এই মানুষটাকে ঘিরে এটা তার বুঝতে হবে । আমি ব্যাক্তিগতো ভাবে হতাস ।