![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এয়ার কুলার কিনতে চাচ্ছি।
জারা ব্যাবহার করেছেন তারা জানাবেন যে এটা কেমন ঠাণ্ডা করতে পারে?
আমি ভিডিওকণ এর একটা কিনতে চাচ্ছি, ৬৬০০টাকা দাম।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
কিং অফ মাইনকা চিপা বলেছেন: না রে ভাই অত টেকা নাইগা।
কিন্তু গরমে একটু আরাম খুজতাসিলাম আর কি।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮
ঢাকাবাসী বলেছেন: ওগুলো শো পিস ঠান্ড ফান্ডা করেনা! পানি ভেজা প্যাডের পাশ দিয়ে বাতাস রুমে ঢুকলে যতটুকু ঠান্ডা হবার ততটুকু হয় আর কি!
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: হুম।
তাইলে কেনার চিন্তা বাদ দিলাম।
৩| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭
টিঙ্কু জিয়া বলেছেন: তার চাইতে একটা পাক ফান কিনে তার উপর ভিজা গামছা দিলে ভালো ঠাণ্ডা পাইবেন
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আইডিয়া টা তো ভাল দিলেন!!!
আজকেই আজমায়া দেখতে হইব।
৪| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪
ইমাম হাসান রনি বলেছেন: দুধের স্বাধ ঘোলে কি আর মিটে
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮
কিং অফ মাইনকা চিপা বলেছেন: সেইরকম ই তো চাইসিলাম।
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
রঙিনমানুষ বলেছেন: ভুলেও এই কাম কইরেন না ভাই।আমি কিনা ১ দিন পর ফেরত দিসি। ১২০০০ দিয়া কিনসিলাম। বেচছি ওই দোকানেই ১ দিন পর ৮০০০ দিয়া। হুদাই ৪০০০ টাকার গচ্ছা।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: বলেন কি ভাই!! তাইলে কিনলাম না।
৬| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
রিয়াদ হাকিম বলেছেন: আমি একটা কিনলাম, Honeywell, দাম ১৩৬৫০, কাল প্রথম ইউস করলাম, ঠান্ডা বাতাস বের হয়, কিন্তু এসি এর ধারে কাছেওনা। তবে তীব্র ভ্যাপ্সা গরম তেমন একটা লাগেনি।
@রঙ্গিনমানুষঃ ভাই আমি স্টেডিয়াম এর ইলেক্ট্রোমার্ট থেকে কিনলাম। আমারটা ফেরত দেওয়া যাবে নাকি ভাবতেসি। আপনি কোন দোকানে ফেরত দিয়েছেন?
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ওরে বাবা এত দাম দিয়া তো কিনমুই না।
আর ঠাণ্ডা তো এসির মত হবেই না। জাস্ট একটু ঠাণ্ডা বাতাস আর কি। তবে মন্তব দেখে আর কেনার ইচ্ছা নাই।
৭| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মহসিন৭১ বলেছেন: বুঝলাম এয়ারকুলার চলবে না। কিন্তু এই গরম থেকে বাচার উপায় কী?
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আপাতত আমি টেবিল ফ্যান দিয়া কাম চালাই। অনলি সিলিং ফ্যান এ কাম হইতেসে না।
৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
আবুল হাসান নূরী বলেছেন:
গরিবের এয়ারকুলার
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭
কিং অফ মাইনকা চিপা বলেছেন: এই মেশিন এই ব্লগেই অনেক দিন আগে কে জেন বানানোর আইডিয়া দিসিল।
জাই হোক কই পামু এইডা?
৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
রঙিনমানুষ বলেছেন: @রিয়াদ হাকিম , ভাই আমি থাকি চট্টগ্রামে। আমারটা নিউমার্কেটের ৪ তলার একটা দোকান থেকে কিনেছিলাম। ওইখানেই ফেরত দিসি। ৪০০০ টাকা কেটে রাখসে।
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: এক দিনে ৪০০০ টাকা গচ্ছা দিলেন!!
এর থেকে বাতাস খাইতেন তাও শান্তি পাইতেন।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: মোটেও ঠান্ডা করেনা, টাকা যদি নস্ট করতে চান তাহলে কিনতে পারেন।