![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আক্কেল দাত তুলব। পরিচিত একজন কিছুদিন আগে তুলেছিল, তার নাকি বাসায় আসার পর ও সারারাত রক্ত পরেছে যেখান থেকে দাত টা তলা হয়েছে সেখান থেকে।
আমিও তুলাব। কিন্তু জাতে আমার অর মত বাসায় আসার পর ও রক্ত না পরে সেজন্ন ব্লিডিং বন্ধ করার এমন কি কোন লিকুইড আছে জাতে রক্ত বের হলে সাথে সাথে লাগিয়ে দিলে রক্তপাত বন্ধ হবে?
এমন কি মেডিসিন আছে যেটা মাড়িতে লাগান যাবে যখন রক্তপাত হবে??
ডাক্তার কেউ থাকলে আওয়াজ দেন।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮
কিং অফ মাইনকা চিপা বলেছেন: মেডিপ্লাস ও সেম জিনিস মনে হয়। তাই না?
কিন্তু কাঁটা জায়গায় দিলে তো ভাই জ্বলবে অনেক।
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০
মাহবুবুর রহমান এমিল বলেছেন:
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭
মেংগো পিপোল বলেছেন: না সেন্সোডাইনে জ্বালা পোড়া হয় না। ধ্রুত ব্লিডিং বন্ধ করবে আমার জানা মতে।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
মেংগো পিপোল বলেছেন: সেসোডিইন টুথপেষ্ট বেশি পরিমানে নিয়ে উঠানো জায়গায় দিয়ে দিতে পারেন। এতে ১০০ ভাগ কাজ করার কথা।