নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং অফ মাইনকা চিপা

আমি মাইঙ্কা চিপার রাজা। মাইঙ্কা চিপায় আসেন, তারপর মজা তের পাইবেন

কিং অফ মাইনকা চিপা › বিস্তারিত পোস্টঃ

ক্যান্টনমেন্ট এলাকায় জরুরি চিকিৎসা সেবা নেয়া যাবে কথা থেকে?

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩০

ক্যান্টনমেন্ট এলাকায় থাকি। রাত বিরাতে কেউ অসুস্থ হলে কথায় চিকিৎসা নেয়া যাবে কেউ জানেন? যেহেতু আমি সিভিল সিএমএইচ এ তো জাওয়া যাবে না। সিরাজ খালেদা ক্যান্ট বোর্ড জেনারেল হাসপাতাল এ কি জরুরি সেবা আছে? কেউ কি জানেন?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

রিফাত হোসেন বলেছেন: যদিও সামরিক কিন্তু বেসামরিকরাও চিকিতসা পায় কিভাবে যেন সেটা জানি না আর মাটি কাটায় আছে মনে হয় হাসপাতাল একটু খোজ নেন ।

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্যবাদ। আমি যতদূর জানি বেসামরিকরা শুধু কিছু টেস্ট করাতে পারে, আমিও করিয়েছি, কিন্তু জরুরি চিকিৎসা পায় কিনা সেতা জানি না। আর মাটিকাটা এলাকায় হাসপাতাল জেগুল ছিল সেটার থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল তো ভাল। ওটাতো সরকারি হাসপাতাল, কিন্তু সমস্যা হল তেমন সুবিধা এখনও চালু হয় নাই।

২| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

শাহ আজিজ বলেছেন: ভাই , একটু সামনে ইউনাইটেড, অ্যাপোলো সব আছে ।রাতের বেলা জ্যাম নেই ।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভাই অখানে গেলেই ৫/১০ হাযার মুহূর্তেই খরচ হএ যায়। মা কে নিয়ে একবার ভর্তি করেছিলাম ইমারজেন্সিতে, ডিউটি ডাক্তার বলেই দিল যে সমস্যা খুব বেসি গুরুতর না, আপ্নারা চাইলে অন্য কথাও নিতে পারেন, এখানে ভর্তি করলেই ১০ হাযার মত চলে যাবে, কারন আমরা কিছু টেস্ট করব।'' সেবার ১৫ মতই গিয়েছিল। এক্তু কম খরচে চাইছিলাম আর কি। আর তাছাড়া রাতের বেলায় জাওয়াটাও একটা ঝামেলা।

৩| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

শাহ আজিজ বলেছেন: এম ই এস এর পাশে একটি নতুন হাসপাতাল আছে যা আর্মি পরিচালনা করে ।ওরা কিছুদিন আগে বিজ্ঞাপন দিয়েছিল ওদের ওখানে রোগী যায়না ,রোগী চাই। ওখানে গিয়ে ওদের ফ্যাসিলিটিস জেনে আসতে পারেন।

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২

কিং অফ মাইনকা চিপা বলেছেন: জানি। আমি নিজেই কয়েকবার অখানে গিয়ে চিকিৎসা নিয়েছি মাত্র ১০ টাকাতে।
কিন্তু তখন আর্মিদের কন্ট্রোলে ছিল, বেস ভালই সেবা ছিল, সেদিন গেলাম এখন নাকি আর্মি নাই। সেবাও আগের মত পেলাম না। আর যাতায়াত বেবস্থাও বেস খারাপ।

৪| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

সাদ আরেফিন বলেছেন: হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল আছে কাফরুল এ , কচুখেত এর কাছে ..... সেখানে ডেন্টাল সহ ইমারজেন্সি সুবিধা মোটামুটি কম খরচে পাবেন ..... :)

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

কিং অফ মাইনকা চিপা বলেছেন: হুম, কিন্তু অই হাসপাতাল টা আমার কাছে ভাল লাগেনা।
জাই হোক বিপদে অতাই ভরসা।

৫| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১২

আমি নী বলেছেন: কুরমিটোলা জেনারেল হাসপাতাল, এম. ই. এস বাস stand er pashe. Sorkari hospital. Open for all.

৬| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৯

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমি ৬ নাম্বার রোড এ থাকি। আপনার মাকে নিশ্চিন্তে ক্যান্ট বোর্ড জেনারেল হাসপাতাল এ নিয়ে যাবেন। ওরাই ডাক্তার দের দিবে। ইমার্জেন্সি সেবা পাবেন। খুব হয় যদি একবার গিয়ে ডাক্তার এর হয়ে আসতে পারেন। সি এম এইচ এর অনেক ডাক্তার এখানে রোগী ভর্তি করান। আপনার মা সুস্থ থাকুন দোআ করি।

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্যবাদ। আমি ৪ নাম্বার রোডে থাকি। ক্যান্ট বোর্ড এর নতুন যে হাসপাতাল হয়েছে সিরাজ খালেদা জেনারেল হাসপাতাল, সেখানে নাকি ইমারজেন্সি সুবিধা নাই? আছে নাকি আপনি কি জানেন? জেনে রাখা ভাল আর কি। হাসপাতাল টা ভালই। আর অখানে সকালে বহির্বিভাগে মনে হয় সল্প খরচে রুগি দেখায়। জেনে থাকলে জানাবেন।

৭| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমার ড্রাইভার এর হাত কেটে গেছিলো ফ্যান এ লেগে। ওরা সার্জন কল দিয়ে ইমার্জেন্সি সেবা দিয়েসিলো।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৮

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্নবাদ। টাকা কত দিতে হয়েছিল ডাক্তার কল দিয়ে ডেকে আনার জন্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.