নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং অফ মাইনকা চিপা

আমি মাইঙ্কা চিপার রাজা। মাইঙ্কা চিপায় আসেন, তারপর মজা তের পাইবেন

কিং অফ মাইনকা চিপা › বিস্তারিত পোস্টঃ

টেঁকি সাহায্য দরকার। পিসি সমস্যা

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

আমার পিসি অন করার পর অনেক টাইম নিয়ে কিছু কাজ চলে। এই সময় মাউসও নাড়ানো জায় না। ৫/১০ মিনিট পর কাজ করে কিন্তু সিপিইউ মিটারে দেখায় জে প্রসেসর ১০০% ই কাজ করছে অথচ আমি কোন কাজ না করলেও এটা দেখায় সব সময়। আর খুব ই স্লো।

অনেক বার উইন্ডোজ দিলাম, সমস্ত ড্রাইভ ফরমেট দিলাম। তাও কাজ হচ্ছে না। কি সমস্যা হতে পারে কেউ বলবেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: কনফিগারেশন কি? উইন্ডোজের কোন ভার্সন চালান? কম্পিউটারে কি কি কাজ করেন?

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

কিং অফ মাইনকা চিপা বলেছেন: উইন্ডোজ-৭
রেম-২জিবি
প্রসেসর- ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কর ২,৭ গিগাহার্জ
মাদারবোর্ড- ইন্টেল ডিজি ৪১আরকিউ
হার্ডডিস্ক- ৩২০জিবি
পিসিতে এক্সটারনাল গ্রাফিক্স কার্ড নাই। তাই তেমন ভারি গেম খেলা হয় নাই, ভাইস সিতি টাইপ। গান সুনি, ফিল্ম দেখি মাঝে মাঝে এডোবি দিয়ে কিছু ফটোশপ কাজ করি এছাড়া তেমন কিছু করি না।

২| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

মুকতাদির রহমান বলেছেন: পিসির কুলিং সিসটেম ঠিকঠাক মত কাজ না করলে এরকম হয়, আপনি দেখেন যে আপনার কুলিং সিসটেম ঠিকঠাক কাজ করছে কিনা, আর পিসির ভেতরটা বিশেষ করে প্রসেসরের কুলিং ফ্যান ভালো করে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করুন, আর র্যাম গুলো খুলে মুছে সম্ভব হলে র্যামের যে পাশ মাদারবোর্ডের সাথে লাগানো থাকে, সে পাশ ইরেজার দিয়ে ঘষে আবার লাগিয়ে দিন।

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

কিং অফ মাইনকা চিপা বলেছেন: জতটুকু দেখলাম কুলার তো ঠিক মতই কাজ করছে, আর প্রসেরের পিন ও সব ঠিক আছে।
রেম এবং অন্যান্য পরামর্শ মত করে দেখি কি হয়।
ধন্যবাদ।

৩| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯

মুকতাদির রহমান বলেছেন: পিসির কুলিং সিসটেম ঠিকঠাক মত কাজ না করলে এরকম হয়, আপনি দেখেন যে আপনার কুলিং সিসটেম ঠিকঠাক কাজ করছে কিনা, আর পিসির ভেতরটা বিশেষ করে প্রসেসরের কুলিং ফ্যান ভালো করে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করুন, আর র্যাম গুলো খুলে মুছে সম্ভব হলে র্যামের যে পাশ মাদারবোর্ডের সাথে লাগানো থাকে, সে পাশ ইরেজার দিয়ে ঘষে আবার লাগিয়ে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.