![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জব রিলেটেডঃ
আমার এক কাজিন নিড ফাউন্দেশন নামে একটি এনজিও তে এপ্লাই করেছে। ইন্টার্ভিউয়ের জন্য ডেকেছে। অফিস বারিধারা ডিওএইচএস, রোড-১০, বাড়ি-৫২৩।
এনজিও লিস্টে ওদের রেজিস্ট্রেশন আছে, তবে ঠিকানা দেয়া আছে লালমনিরহাট, কিন্তু ওখানে যে মোবাইল নাম্বার দেয়া আছে সেটা অফ। ঢাকার এটা নাকি হেড অফিস। আর ইন্টার্ভিউয়ের এর পরে ২১৫০ টাকা জমা দিতে হবে। এটা ফেরতযোগ্য!
আমাদের জেলাতে তাদের অফিস এর ঠিকানা চাইলাম কিন্তু ওরা বলল এখানে নাকি এখনো অফিস হয় নি। লোক নিয়োগ চলছে নিয়োগ হয়ে গেলে অফিস নেয়া হবে। তাছাড়া বলেছে আগামী শুক্রুবার ৩ তারিখ ইন্টার্ভিউ নিবে!
এখন বুঝতে পারছি না তাকে কি পাঠান ঠিক হবে??? কেউ যদি এসব বেপারে জানেন একটু পরামর্শ দিলে উপকার হবে।
ধন্যবাদ।
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০১
কিং অফ মাইনকা চিপা বলেছেন: অনেক ধন্যবাদ।
খুব উপকার হবে।
আমার নাম -তানভীর ইসলাম
০১৬৭৬৭১৪৭৪৬
কাজিন কে পাঠানোর আগে যোগাযোগ করে দেখব। আবারো ধন্যবাদ।
২| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫
আহসান কামরুল বলেছেন: এটা সন্দেহজনক। টাকা না দেয়াটা ভালো হবে। পারলে এদের অতীত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করুন। থানা, পুলিশের সহায়তা নিতে পারেন। আমার কাছে এটাকে ১০০% ভাওতাবাজি মনে হয়।
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: পূর্বকোন রেকর্ড তো পেলাম না নেটে। আমার ও কেমন জেন সন্দেহ হচ্ছে। পরামর্শের জন্য ধন্যবাদ।
৩| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১১
নতুন বলেছেন: আর ইন্টার্ভিউয়ের এর পরে ২১৫০ টাকা জমা দিতে হবে। এটা ফেরতযোগ্য
৫০ জনকে ডাকলে ১ লক্ষ টাকা...
এটা স্ক্যাম হতে পারে...
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৮
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমারও সন্দেহ হচ্ছে। অনেক কিছুই বলল। ইন্টার্ভিউতে ভাইভা ৫০ মার্ক থাকবে। বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন আসবে।
ভাইভা ঠিক মত দিতে পারলে চাকরী হওয়ার সম্ভাবনা আছে। ওই দিনই নাকি নিয়োগ পত্র দেবে। মুল সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট ঠিক থাকলে নিয়োগ হয়ে যাবে এবং আইডিকার্ড, ইন্টারন্যাশনাল হেলথ কার্ড ইত্যাদি বাবদ নাকি এই ২১৫০ টাকা দিতে হবে!! পরে ১ম মাসের বেতনের সাথে নাকি এটা ফেরত যোগ্য। এটা একটু সন্দেহ জনক। কারন আমিও চাকরী করি কিন্তু আমার অফিসে তো ইনস্যুরেন্স বাবদ আমার কোন টাকা কাটে না, সেটা অফিস ই বহন করে।
তার উপর মেয়ে মানুষ কাজেই না পাঠানোই মনে হচ্ছে ভাল হবে, কি বলেন।
পরামর্শের জন্য ধন্যবাদ।
৪| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪
সোহানী বলেছেন: আমার পরামর্শ: কখনই কোন এনজিও ইন্টাভিউ এর সময় টাকা নেয় না। কারন এনজিও চলে ডোনারের টাকায়। তারা কখনই এটা এক্সেপ্ট করবে না। তাই প্রতারনা বলেই ধরে নিচ্ছি। আপনি হয়তো যেয়ে দেখবেন শ'খানেক লোক ডেকেছে আর সবারই কাছ থেকে ২১৫০ টাকা জমা নিচ্ছে।
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমারও সন্দেহ হচ্ছে। অনেক কিছুই বলল। ইন্টার্ভিউতে ভাইভা ৫০ মার্ক থাকবে। বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন আসবে।
ভাইভা ঠিক মত দিতে পারলে চাকরী হওয়ার সম্ভাবনা আছে। ওই দিনই নাকি নিয়োগ পত্র দেবে। মুল সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট ঠিক থাকলে নিয়োগ হয়ে যাবে এবং আইডিকার্ড, ইন্টারন্যাশনাল হেলথ কার্ড ইত্যাদি বাবদ নাকি এই ২১৫০ টাকা দিতে হবে!! পরে ১ম মাসের বেতনের সাথে নাকি এটা ফেরত যোগ্য। এটা একটু সন্দেহ জনক। কারন আমিও চাকরী করি কিন্তু আমার অফিসে তো ইনস্যুরেন্স বাবদ আমার কোন টাকা কাটে না, সেটা অফিস ই বহন করে।
তার উপর মেয়ে মানুষ কাজেই না পাঠানোই মনে হচ্ছে ভাল হবে, কি বলেন।
পরামর্শের জন্য ধন্যবাদ।
৫| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
কম্পমান বলেছেন: আমি এই প্রতারনার ফাঁদে পড়েছিলাম অনেক আগ। তাই বলব না যাওয়া ভাল, আর টাকা দেয়ার কোন চান্স নেই।
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্যবাদ। আমারও ভুয়া বলেই মনে হচ্ছে।
৬| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
নতুন বলেছেন: প্রতারনা....
উপরে সোহানী আপু বলেছেন যে এনজিওরা বাইরের থেকে সাহাজ্য পায়...
আর কোন প্রতিস্ঠান আইডিকার্ড, ইন্টারন্যাশনাল হেলথ কার্ড ইত্যাদি বাবদ নাকি এই ২১৫০ টাকা নেবে এবং পরের মাসে ফেরত দেবে এটা কোন অজুহাত নয়...
আপনি নিজে ওদের অফিসে কল করে কথা বলেন... প্রশ্ন করুন তখন বুঝতে পারবেন আশা করি...
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্যবাদ। আমারও সুবিধার মনে হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮
রুপম হাছান বলেছেন: আপনার নাম তো বলতে পারলাম না আর যেই নামে আপনি ব্লগটি পরিচালনা করতেছেন সেটা দিয়ে কি আর আপনাকে আমি চিনে নিতে পারবো, তাই শর্টলি বলছি ভাই, আমি আপনাকে একটা মোবাইল নম্বর দিচ্ছি, তিনি আমার খুব পরিচিত একজন মানুষ এবং ঐ যায়গায় তার অফিস। আশা করি উনি আপনাকে অনেকদূর সহযোগিতা করতে পারবেন।
নাম : আবুল বাশার
রেফারেন্স দিবেন : আব্দুর রাজ্জাক (রুপম হাছান)
মোবাইল নম্বার : ০১৬৭২-৪৬৩৮৭০.