নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ দিন কাটুক গানে ....

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি...

তানভীরসজিব

কোথায় সর্গ কোথায় নরক কে বলে বহুদুর... মানুষের মাঝে সর্গ ও নরক মানুষেতে সূর-অসূর পৃথীবিতে জাতি মানে একটাই : মানব জাতি ..... জাতের এর জাত মারতে পারলে মরেও শান্তি পেতাম

তানভীরসজিব › বিস্তারিত পোস্টঃ

একটা পরামর্শ চাই মুলক পোষ্ট

২৯ শে মে, ২০১৪ রাত ১১:১৪

বহুদিন পর সামুতে আসলাম.....মনে হয় একশ বছর পর...তাও আবার সমস্যা নিয়া ..আমার বেশ কিছু হেযার ফল হয়েছে, এখন ন্যাচারাল ওয়েতে চুল পড়া বন্ধ আর নতুন চুল উঠানো দরকার.....একটা ভালো পরামর্শ চাচ্ছি.....আগে পড়া বন্ধ আর নতুন চুল গজানো দুইটাই প্রয়োজন । কেউ একজন পরামর্শ দিবেন আশা করি । :)



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:২৭

অরণ্যতা বলেছেন: আমি ন্যাড়া করে রেহাই পেয়েছিলাম
আর
পানি বেশি খান
চুল ছোট রাখুন
মাথা পরিস্কার রাখুন

৩০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৯

তানভীরসজিব বলেছেন: ধন্যবাদ....চুল ছোট করলাম । মাথাও চেষ্টা করি পরিস্কার রাখার ।

২| ৩০ শে মে, ২০১৪ রাত ২:৫৫

স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: ফলমুল,শাকসবজি,মুরগীর কলিজা,তদপুরি ভিটামিন ই জাতীয় খাদ্য খান|আর শাম্পু করার আগে মাথায় তেল লাগাবেন| এভাবে সপ্তাহে দু বার করুন|আশা করছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে|

৩০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৮

তানভীরসজিব বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ৩০ শে মে, ২০১৪ ভোর ৪:৩৮

সকাল হাসান বলেছেন: কৃত্রিম চুল লাগাতে পারেন

৩০ শে মে, ২০১৪ সকাল ১০:০১

তানভীরসজিব বলেছেন: না ভাই....ঐ পর্যায়ে যায় নাই.......তারপরেও জিগেস করছি কৃত্তিম চুলে খরচ কেমন পরে ? ধন্যবাদ ।

৪| ৩১ শে মে, ২০১৪ রাত ২:৪৩

সকাল হাসান বলেছেন: পার স্কয়ার সেমি মেবি ১০০০০/=

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.