![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় সর্গ কোথায় নরক কে বলে বহুদুর... মানুষের মাঝে সর্গ ও নরক মানুষেতে সূর-অসূর পৃথীবিতে জাতি মানে একটাই : মানব জাতি ..... জাতের এর জাত মারতে পারলে মরেও শান্তি পেতাম
চীর যৌবনা পৃথিবী তার নব্য নব্য রুপের মায়ায়
আমার মতো কতো প্রানকে বিমোহিতো করে রেখেছে
কতো প্রান এলো গেলো এ ধরিত্রির বুকে
বট গাছ টা ঠায় দারিয়ে সেখানে
নদীটাও ঠিক একি পথে বয়ে চলছে
সাগরের ঢেউ কি আর আমায় মনে রেখে
করেছে কি এক মিনিট নিরবতা ?
ঝর্নারা কোথায় যেনো হারিয়ে যায় !
আকাশ এতো বিশাল হলেও! কই
আমায় তো দিলোনা একটু খানি ঠাই !
চাদের কলংক আছে, বারুক তোর কলংক
একটা জোছনা কি আমার জন্য কেদেছিস ?
বাতাসের মনে মায়া নেই তাই তো ধে্ই
ধেই করে নেচে বেরাচ্ছে...
ফুলেরা মোহ মোহ গন্ধ ভরা দেহ
নিয়ে আজ এ বাড়ি কাল ও বাড়ি বেরাচ্ছে
আর মানুষের প্রসংশা কুরাচ্ছে..
কই আময় তো তোরা কেউ মনে রাখলি না !
হাজার বছর ধরে বেচে থাকা
পৃথিবীটা বেচে থাকলেও থাকবনা আমি..
নদী একে বেকে যাবে...
সাগর ভরা পুর্নিমায় আবার
ফুলে ফেপে উঠবে...
জোছনা হবে প্রেমিক প্রেমিকার
ভালোবাসার উপকরন, নব্য নব্য
কবিদের ভাবনার বস্তু...
ফুলেরা গন্ধ মাখা দেহ
নিয়ে রং বেরং মহুয়া ছরাবে....
লক্ষ বছর ধরে সবি থাকবে
থাকবনা শুধু আমি ক্ষনজন্মা মানুষ
আফসোস !
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগলো লেখা ।
কিছু মনে করবেন না , কয়েকটা শব্দের বানান ভুল আছে । একটু ভালো করে খেয়াল করেন ।
ভালো থাকবেন । শুভেচ্ছা